User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
very nice as always...waiting to read again this kind of stories.
as always tuntuni series is awesome ..... we want more books based on tuntuni and chotochacchu
অসাধারণ একটি বই। এই বইটি থেকে অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় সবার এই বইটি সংগ্রহ করে পড়া উচিত। বাস্তব জীবনে অনেক কাজে লাগবে।
লেখক যে সব দেশ ঘুরেছেন - সেসব দেশের অতীত ও বর্তমান কে মন দিয়ে পড়েছেন, জেনেছেন তা উনার লেখা পড়ে বুঝা যায়। সহজ প্রাঞ্জল ভাষায় প্রকাশ করেছেন তার ভ্রমণ কাহিনী। পড়লে মনে হয় তাঁর সাথে সাথে আমি ও নানান দেশ বিদেশের জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি, দেখে বেড়াচ্ছি, বা সেসব জায়গার গল্প শুনছি। কালেকশনে রাখার মত একটি বই। উনার আরো বই পড়ার অপেক্ষায় থাকলাম।
ক্যাসকেড সিটি। নদীর উপকূলে দাঁড়িয়ে থাকা ক্রস রাঞ্চ............. রাঞ্চের মালিক হেরমান ক্রস গত বারো বছরে কঠোর পরিশ্রমে এই রাঞ্চকে এলাকার সেরাতে পরিণত করেছেন। স্বপ্ন দেখেন, বদলে দেবেন এই শহরকে। হেরমানের একমাত্র ছেলে নেভিল। উনিশে পা দিয়েছে কেবল। বাবার ভয়ে সারাক্ষণ সিঁটিয়ে থাকতে থাকতে বিরক্ত! হেরমান ক্রসের নানাবিধ ব্যস্ততার কারণে এই রাঞ্চটা তাকে সামলাতে হলেও রাঞ্চহ্যান্ডরা কেউই তাকে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এই নেভিলই কি না একদিন দুম করে মেরে ফেললো দুই ব্যাঙ্ক ডাকাতকে! জানা গেলো দলটার ন...See More
very well writing
আবির অন্য আট-দশজনের মতই একটা ভার্সিটিতে পড়ে। নিত্যনৈমিত্তিক জীবনযাপন করে। প্রতিদিন টংগে বসে চা খায়,তার ফ্রাস্টেশন গুলা ভুলতে এই সেই ট্রাই করে। তবে ভুলেও যা মিস করে না তা হলো তার ক্যাম্পাসের বড়ভাই মাসুমের সাথে শেয়ার করতে। আর এভাবে প্রতিদিনকার সমস্যাগুলো মাসুম ভাই এমন এক আঙ্গিকে, দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখা করে যা আবিরকে সত্যি অভিভূত করে। সে অবাক হয়ে চিন্তা করে মাসুম ভাই কিভাবে পারে এমন চিন্তা করতে,যা তার মাথায় কিছুতেই আসছিলো না। এভাবে প্রতিদিনকার সম্পর্কের জেরে সে হয়ে পড়ে আসক্ত আর সেইসাথে তার বন্ধ...See More
#রিচার্জ_ইয়োর_ডাউন_ব্যাটারি আমার মনে হয় আমার বন্ধু এবং তরুণদের অবশ্যই বইটি পড়া উচিত.. আমার দিক থেকে বলি আমার কোন "মেন্টর বা কোচ" নেই..এই বইটি সত্যিই আমার মেন্টরের জায়গাটা নিয়ে নিয়েছে ..আমাকে গাইডলাইন দিচ্ছে .. আমার জীবনের নতুন নতুন দিক আমার সামনে তুলে ধরছে .. শুধু আমার দিক থেকে বললাম যদি আপনাদের একটু ও সময় হয় তাহলে আমার সাজেশন থাকবে বইটি পড়ার জন্য ..! ( এটাকে শুধুমাত্র একটি বইয়ের রিভিউ বা কিছু ব্যক্তিগত বাণী হিসাবে নিবেন না.. এই #রিচার্জ_ইয়োর_ডাউন_ব্যাটারি এর ব্যাপারে আমি নিজেই লেখক Jhankar Mahb...See More
ছোট ভাই এর এস এস সি পরীক্ষা শেষ। সামনে প্র্যাকটিকাল পরীক্ষা। যতই হোক একটু রিলাক্সড। ওকে প্রতিমাসে ১ হাজার টাকা আমাকে দিতে হয়, দুধ কলা ডিম খাবার জন্য। তবে বইমেলা আর পরীক্ষা উপলক্ষ্যে ওকে যে বই দিতে হবে-তার সবার উপরে থাকবে এই বই। NEVER STOP LEARNING. কর্মসুত্রে আমার পোস্টিং এখন বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর। এখানে লাইব্রেরি বা বইয়ের দোকানগুলিতে খালি নোট বই আর নোট বই। চাহিদা নেই বেচবে কি। কোন গল্পের বই নেই।; স্কুল গুলিতে লাইব্রেরী নেই। দুই একটা তে থাকলেও কার্যক্রম নেই। এমনকি উপজেলা পাঠাগার আছে সাইনবোর্ড...See More
ফ্যান্টাসি বই।