User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রান্ত ঘোষ দস্তিদারের অসাধারণ একটি ওয়েস্টার্ন পড়লাম।কাসকাড সিটির এক ১৯ বছরের কিশোর নেভিল একদিন গুলি করে ব্যাংক ডাকাতি করে পালানোর সময় তিনজন ডাকাতকে।এতে দুজন নিহত হয় কিন্তু একজন পালিয়ে যায়। কিন্তু নেভিল পরে জানতে পারে যে, তিনজন ই একই পরিবারের এবং নিহত দুজন হলো বাবা আর বড় ছেলে আর যে পালিয়েছে,সে হলো ছোট ছেলে নিক।একথা জানায় পর থেকেই নেভিলের মনে ভয় ঢুকে যায় যে,নিক হয়তো তার উপর প্রতিশোধ নিতে পারে।তার এ আশঙ্কা সত্যি হয় ৮ বছর পর এক উড়ো চিঠি আসার মাধ্যমে। তারপর শুরু হলো লড়াই, সংশ্লিষ্ট হলো আরও অনেকে। এভাবে এগিয়ে যায় বইয়ের কাহিনী।
Was this review helpful to you?
or
ব্যাংক ডাকাতি করে পালানোর সময় নেভিল গুলি করে দুইজন কে শুইয়ে দেয় কিন্তু একজন পালিয়ে যেতে পারে। পরে পরিচয় নিয়ে জানা যায়। ওরা ছিল একই পরিবারের লোক। বড় ভাই আর বাবা কে মেরে ফেলেছি নেভিল ছোট ভাই নিক পালিয়ে যেতে পারে। নেভিলের খুব ভয়ে দিন কাটতে লাগলো নিক হয়তো পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে আসবে। নিক এর প্রতিশোধ নিতে আসা ব্যপারটি তার কাছে দুঃস্বপ্নতে পরিণত হয়ে যায়। এইভাবে ৮ বছর পার হয়ে গেছে। ৮ বছর পর উড়ো চিঠি আসা শুরু করলে নেভিল বুঝতে পারে দুঃস্বপ্নটি সত্য হতে চলেছে। ততদিনে বিয়ে করে ফেলেছি নেভিল তার ফুটফুটে পরীর মতো মেয়েও আছে। তারপর!?
Was this review helpful to you?
or
ক্যাসকেড সিটি। নদীর উপকূলে দাঁড়িয়ে থাকা ক্রস রাঞ্চ............. রাঞ্চের মালিক হেরমান ক্রস গত বারো বছরে কঠোর পরিশ্রমে এই রাঞ্চকে এলাকার সেরাতে পরিণত করেছেন। স্বপ্ন দেখেন, বদলে দেবেন এই শহরকে। হেরমানের একমাত্র ছেলে নেভিল। উনিশে পা দিয়েছে কেবল। বাবার ভয়ে সারাক্ষণ সিঁটিয়ে থাকতে থাকতে বিরক্ত! হেরমান ক্রসের নানাবিধ ব্যস্ততার কারণে এই রাঞ্চটা তাকে সামলাতে হলেও রাঞ্চহ্যান্ডরা কেউই তাকে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এই নেভিলই কি না একদিন দুম করে মেরে ফেললো দুই ব্যাঙ্ক ডাকাতকে! জানা গেলো দলটার নাম বেরি গ্যাং। পালের গোদার নাম চাক বেরি, বাকি দুইজন তার দুই ছেলে ফেস এবং নিক বেরি। বাপ ব্যাটা মারা গেলেও ছোট ছেলে নিক পালিয়ে গেলো। ঘটনার আকস্মিকতায় দুই ডাকাতকে গুলি করলেও এরপর ভয়ঙ্কর জীবন শুরু হয় নেভিলের। স্বপ্নে জাগরণে নিক তাকে তাড়া করে ফেরে। নেভিলের বিশ্বাস- 'বেঁচে যখন আছে নিক বেরি, সে ফিরবে....অবশ্যই ফিরবে!' . এরপর চলে গেলো আটটি বছর! হেরমান ক্রস মারা গেছেন ততদিনে। নেভিল দায়িত্ব নিয়েছে ব্যাঙ্কের। প্রথম লড়াই শুরু হয়েছে বব ম্যালে আর স্লিক বরিস নামে দুই প্রতারকের সাথে, যারা শহরের পুবের মরুভূমিতে সেচ প্রকল্পের টোপ ফেলে লোক টানছে। সবাইকে বোঝাচ্ছে কয়েক হাজার ডলার হলেই কাজে হাত দেওয়া যাবে। ফলে দলে দলে লোক এসে লোন চাচ্ছে ব্যাঙ্কের কাছে। বাধ সাধলো নেভিল। সব লোনের আবেদন একের পর এক ফিরিয়ে দিতে লাগলো সে। এসব নিয়ে এলাকার সবার সাথেই তার সম্পর্কের চুড়ান্ত অবনতি ঘটছে দিনকে দিন। এর মধ্যেই মাঝে মাঝেই নিক বেরির হুমকিওয়ালা চিঠি আসতে লাগলো নেভিলের কাছে। লড়াই হবে....! এক পক্ষে নেভিল ক্রস, ব্যাঙ্কার ফ্রিম্যান, হান শেফার, ডাক্তার গ্রে, লরা এবং অপর পক্ষে বব, বরিস, কেসি, এলাকার বাকি সবাই....... নাকি শুধু নিক বেরি একাই!