User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
"নোটস এন্ড কফি" বইয়ের নাম আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই প্রথমবার লেখকের অটোগ্রাফ সহ বই পেলাম। বইয়ের বিষয়বস্তু আমাদের আশেপাশের ঘটনা। যারা একটু ভিন্ন ধরণের বই পড়তে পছন্দ করেন, আশা করি তাদের কাছে বইটি ভালো লাগবে। বইয়ের গল্পগুলো ছোট, তাই পড়ে খুব মজা পেয়েছি। সামনে আরও কিছু গান এবং নতুন বই আশা করছি।
just wow :o
Very nice initiatives. My niece liked this book very much :)
It's a good book by a great scientist educator Carl Sagan.
My 7 years old son loves this magazine. Specially this one. He is a regular reader. He reads in class two in Pacific School Chittagong. He is a bit too young to understand but it's really a good magazine for young generation. It's very up to date.
কী সুন্দর আমাদের এই বাংলাদেশ! সুন্দর এই দেশটাকে স্বাধীন করতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যেমন-তেমন ত্যাগ নয়। লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন যুদ্ধের কারণে। জীবন চলে যেতে পারে জেনেও যুদ্ধে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। সব পেশা, সব ধর্ম, সব বয়সের মানুষ। এমনকি আমাদের কিশােরেরাও বসে থাকেনি। স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়ে বইয়ের পরিবর্তে হাতিয়ার তুলে নিয়েছে তারা। স্বাধীনতার মহান সৈনিক হিসেবে অসম সাহসের সঙ্গে লড়াই করেছে পাকিস্তানি হানাদার সৈন্যবাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানি সৈন্যদের পােষা রা...See More
১৯৭১ সালে বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জাহানারা ইমাম একাত্মতা ঘােষণা করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মৃত্যু, দুঃস্বপ্নভরা বিভীষিকার মধ্যে তার ত্যাগ ও সতর্ক সক্রিয়তা দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ হয়ে আছে। শহীদ রুমীর মা পরিণত হন শহীদ জননীতে। মুক্তিযুদ্ধে সন্তান বিয়ােগের বেদনাবিধুর মাতৃহৃদয় এবং যাতনা মূর্ত হয়েছে তাকে কেন্দ্র করে। গত শতকের নব্বই দশকে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির উত্থানে জনমনে যে ক্ষোভের সঞ্চার হয় তার পটভূমিতে ১৯ জানুয়ারি ১৯৯২ সালে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমি...See More
আবদুল্লাহ আল মাসউদ নাস্তিকতা বিশ্বে কিভাবে এলো অতঃপর বাংলাদেশে কিভাবে কাদের হাত ধরে সূত্রপাত হলো। কালের পরিক্রমায় সেটা কিভাবে অনলাইনে চলে আসলো, কিভাবে তারা তাদের প্রচারকার্য চালাচ্ছে - এসব সম্পর্কে জানতে নাস্তিকতার স্বরূপ সন্ধান বইটি অবশ্য পাঠ্য।
আমার কাছে বেসিক আলি ৭-১০ আছে। তবে এটাই আমার পড়া সবচেয়ে ভালো মজার কমিক।
কমরেড..................।।