User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটি বাজারে শেয়ার বাজার সর্ম্পকিত যত বই রয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি বই বলে আমার কাছে মনে হয়েছে।এ বইটি যে কেউ পড়লে শেয়ার বাজার সর্ম্পকিত প্রাথমিক ধারনা গুলো খুব সহজে বুঝতে পারবে।আমাদের মতো সাধারন বিনিয়োগকারীদের মনে শেয়ার বাজার সর্ম্পকিত অনেক প্রশ্ন থাকে যা আমরা এই বই থেকে সহজে পেতে পারি বলে আমার মনে হয়।বইটিতে বেশ অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং সেই সঙ্গে উত্তরও রয়েছে।যে কেউ শেয়ার বাজার জিজ্ঞাসা বইটি পড়ে দেখতে পারেন।
পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাইলে প্রথমে জানতে হবে। আর জানার জন্য পড়ার চাইতে বড় মাধ্যম আর নাই। “শেয়ার বাজার জিজ্ঞাসা” বইটি তেমনই একটি মাধ্যম। আমি এই বইয়ের সবগুলি সংস্করন পড়েছি। আশা করি যাদের আগ্রহ আছে তাহারা উপকৃত হবেন।
শেয়ার বাজার জিজ্ঞাসা বইটি শুধু বিনিয়োগকারীদের জন্য নয়। আমার মত তরুণ ছাত্রদের জন্যও খুব উপকারী। পড়া-লেখার পাশাপাশি বিনিয়োগ স¤পর্কে ধারণা নেওয়া যায় এই বইটি থেকে।শেয়ার বাজার জিজ্ঞাসা বইটি আমার সকল তরুণ ছাত্র বন্ধুদেরকে বলবো পড়তে।
“শেয়ার বাজার জিজ্ঞাসা” বইটি অসাধারণ । শেয়ার বাজার বিষয়ক অনেক অজানা প্রশ্নের উত্তর আমি এখান থেকে সহজে জানতে পারলাম। নবীন বিনিয়োগকারী জন্য যথেষ্ট সহায়ক এবং বইটি যুগোপযুগি মনে হয়েছে।
বিনিয়োগের একটা বড় ক্ষেত্র শেয়ার বাজার। স্যারের বইটি পড়ার পর যদি নবীন কোনো বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করে, আশাকরি লোকসান দিতে হবেনা। গভীর ভাবে লক্ষ্য করলাম, শুধু শেয়ার বাজার নয় বিনিয়োগের অন্যান্য ক্ষেত্র সমন্ধেও যথেষ্ট ধারনা পাওয়া যায় বইটি থেকে।নিসন্দেহে এটা একটা অবশ্যই পাঠ্য বই। যে কোন ব্যবসার একটি গাইড লাইন প্রয়োজন, সেক্ষেত্রে আমি বলব যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাদের জন্য বইটি যথা উপযুক্ত।
সত্যিই অসাধারণ তাফসির।
Amr life er best book
ইতিহাস কি সত্যিই বারবার ফিরে ফিরে আসে? এ তবে ফিরে আসা এক ইতিহাসের গল্প। অথবা সাধারণ থেকে অনেক ঊর্ধ্বের, ভালো ও মন্দের মাঝামাঝি এক মানবের দৈবপীড়িত বা নিয়তিলাঞ্ছিত হয়ে ক্রমশ হেরে যাওয়ার গল্প। এবং গল্পটা এক অভিশপ্ত নারীর...। কিন্তু কোনভাবেই নিজেকে বোঝাতে না পেরে বারবার শুধু নিজেকেই প্রশ্ন করছি- এ গল্প কি তবে অন্য এক জাতিস্মরের ?!!! আলেকজান্দ্রা, মায়ের অভাব বুঝতে না দেয়া বাবাই ছিলো তার সব। বাবাও মেয়ের কাছে কাছে থাকতেই গুটিয়ে এনেছিলেন সবকিছু। কিন্তু জীবন গুটিয়ে থাকে না, সেজন্য আবার তাকে বাইরে বের...See More
ছড়াকার আব্দুল আহাদ খাঁনের এক অনন্য সৃষ্টি চাদেঁর হাসি। যেখানে রয়েছে শিশুর মিষ্টি হাসির খোরাক। পাঠক হিসেবে যা বুঝতে পেরেছি, তাতে ছন্দের ধারাবাহিক প্রয়োগ মারাত্মকভাবে আকর্ষণ করেছে। ২য় প্রকাশের অপেক্ষায় রইলাম। আশাকরছি, তা শিশুদের পাঠ্যবইয়ে স্থান করে নেবে। ধন্যবাদ..........
একঘেয়ে ও বিরক্তিকর। বেশিরভাগ চুটকিই টুকলিফাই অথবা খানিকটা চেঞ্জ করে প্রকাশ করা হয়েছে।