User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
পরিসংখ্যানের শিক্ষার্থীদের এই বইটি অবশ্যই পড়া উচিত। বইটিতে পরিসংখ্যানের মত এত কঠিন বিষয়কেও যে এত সুন্দর ও সহজ ভাবে তুলে ধরা যায়, বইটি না পড়লে বুজতাম না। ধন্যবাদ স্যার বাংলায় এ রকম একটি বই লিখার জন্য। আশা রাখি আরো এ রকম বই পাব আপনার কাছ থেকে।
বইটি হাতে নেয়ার পর না শেষ করে বইটি রাখতে পারি নি।সুন্দর ও সাবলীল ভাষায় লেখা।মনে হচ্ছিল কেউ একজন সামনে বসে কথা বলছেন, দিকনির্দেশনা দিচ্ছেন।
আমি সবসময়ই বিশ্বাস করি আমার ভাগ্য ভাল। যেন তেন রকম ভাল না, অসম্ভব রকমের ভাল। বইমেলা গিয়ে যখন পুরাই আন্দাজের উপর, শুধুমাত্র বইয়ের চেহারা আর পাতার কোয়ালিটি দেখে এমন অসাধারন বই কিনে ফেলি, তখন সেই ধারনা আরও বদ্ধমূল হয়! নইলে "খন্দকার রেজাউল করিম" নামের কোথাকার কার বই ঠিক কি কারনে কিনতে যাবো আমার জানা নাই! এই বইয়ের প্রথম দিকে হো হো করে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি (নাপিত আর আমেরিকান সেলুনের বর্ণ্নায়), আবার কোন কোন সময় গভীর চিন্তামগ্ন হয়েছি (ছোট্ট এক প্যার্যার রাশিয়া থেকে সি আই এ হয়ে আল কায়দা আর আইস...See More
কিছু কিছু লাইন মন ছুঁয়ে গেছে। তোরসার মতন ধার্মিক মেয়ে পাওয়া কঠিন ব্যাপার। সামরিক বাহীনিতে যেয়েও হিজাব করা!! শেষে গুলজারের জন্মসূত্র পাওয়াটা সিনেমার মত হয়ে গেলো। বেচারা কামরুল। আর একটা বাক্য অসম্ভব ভালো লেগেছে: আমরা বাংগালি অনেক আগে, মুসলিম অনেক পড়ে।
পুঁজিবাদ : এক ভৌতিক কাহিনী (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)
অরুন্ধতী রায়
great work
Nice one. Everyone should have this
tnx for the nice book
বাস্তবতা
এই বইটি আর বাংলাদেশের মৃৎশিল্প পরিচিতি-ফয়জুল আলম পাপ্পু প্রায় একই রকমের।
এই বইটি আর বাংলাদেশের মৃৎশিল্প -হুমায়ূন রহমান প্রায় একই রকমের