User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আহমরি কিছু না। অন্তত হুমায়ুন আর জাফর এর ভ্রমন কাহিনি পরে যা মজা পাই তার ধার কাছে নাই। তবে একে বারে খারাপ তা বলব না। মোটামোটি চলে !
Was this review helpful to you?
or
আমি সবসময়ই বিশ্বাস করি আমার ভাগ্য ভাল। যেন তেন রকম ভাল না, অসম্ভব রকমের ভাল। বইমেলা গিয়ে যখন পুরাই আন্দাজের উপর, শুধুমাত্র বইয়ের চেহারা আর পাতার কোয়ালিটি দেখে এমন অসাধারন বই কিনে ফেলি, তখন সেই ধারনা আরও বদ্ধমূল হয়! নইলে "খন্দকার রেজাউল করিম" নামের কোথাকার কার বই ঠিক কি কারনে কিনতে যাবো আমার জানা নাই! এই বইয়ের প্রথম দিকে হো হো করে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি (নাপিত আর আমেরিকান সেলুনের বর্ণ্নায়), আবার কোন কোন সময় গভীর চিন্তামগ্ন হয়েছি (ছোট্ট এক প্যার্যার রাশিয়া থেকে সি আই এ হয়ে আল কায়দা আর আইসিস!) আর সবচাইতে অবাক হয়েছি প্রচুর পরিমাণের কবিতার রেফারেন্সে! বইয়ের লেখক, খন্দকার সাহেব একজন প্রফেসর। উনি ১৯৭৭ সালে আমেরিকায় যান এবং ৮৩ সালে পি এইচ ডি সম্পন্ন করেন। ৩৫ বছর আগে পি এইচ ডি শেষ করা কোন মানুষের হিউমার লেভেল এইরকম হইতে পারে, এই বই না পড়লে জানা হত না। ঠিক একই ভাবে জানা হত না, গত ত্রিশ বছর ধরে খট্মটে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, ডাকসাইটে নাসার একজন বিজ্ঞানী এই পরিমাণ কবিতার ভক্ত হতে পারেন!!! উনার বইয়ে পাওয়া একটা কবিতার অংশ শেয়ার করি "আসমানে এক কন্যা, তার পিন্দনে লাল শাড়ি, রূপ লইয়া তার চান্দে সুরুজে করে কাড়াকাড়ি। সুন্দরী এক কন্যা তার দুধে আলতা গাও, তাহার আশায় পরান বাইন্ধা বাইরে আমার নাও।" উনার লেখা "কোয়ান্টাম রাজ্যে ডালিম কুমার" পড়তে মুখিয়ে আছি! (বাই দ্যা ওয়ে, বইয়ের শেষটা এমন না করলেও পারতেন স্যার। কস্ট পাইসি :( )