User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বেশ ভালো লেগেছে
বেশ ভালো বই।
বইটি পড়তে গিয়ে বেশ ভালো সময় কেটেছে।
বইটা যখন পড়া শেষ করছি। তখন কয়েকটা প্রশ্ন জাগলো মনে। ইতালিতে লেখিকার জন্ম।যে ইতালি রেনেসার জন্ম দিত। লেখিকা আবার কুমারি মাতা। সে কেনইবা আবার ইউরোপীয়া সভ্যতার শেখানো বুলি স্বাধীনতার মত শব্দ কে বিশ্বাসঘাতক বলে। কুমারী মা হিসাবে লেখিকাকে তার জাতির লোকেরা ঘৃণা করে। এই সভ্যতার লোকেরাই কি নারী সমাজের অধিকারের কথা বলে বেড়ায় । লেখিকা নিজেই যখন তার সমাজ সম্পর্কে হতাশ। লেখিকার দুর্দিনে কেউ সহমত পোষণ করেনি । তার বয় ফ্রেন্ড , বস ও সমাজ বলেছে তোমার সন্তানকে গর্ভপাত করাও। একটা মেয়ের জীবনে যেখানে মা হওয়া ...See More
বেশ কয়েকটি প্রবন্ধ মিলে একটি সংকলন। পড়বার জন্য অসাধারণ একটি বই যা আপনাকে ভাবাতে বাধ্য করবে।
আমার পড়া অন্যতম সেরা নাটকগুলোর একটি। মার্কিন লেখক হাওয়ার্ড জিনের লেখাটি অনুবাদ করেছেন জাবেদ হুসেন। বৈদেশিক লেখা হলেও অনুবাদক সেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। অল্প টাকায় পড়ার মতোন চমৎকার একটি বই।
অনাগত শিশুকে লেখা মায়ের চিঠি। চিঠিতে মা তার শিশুকে সমাজের সকল অসঙ্গতি সম্পর্কে সচেতন করে তোলেন, পৃথিবীতে আগমনের দিন যত এগুতে থাকে মায়ের চিন্তা কিংবা দুশ্চিন্তা ততই বাড়তে থাকে। মূলত মানব সমাজের সকল নিষ্ঠুরতাকে কটাক্ষ করে বইটি লিখেছিলেন ফরাসি সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচি। সহজ বাংলায় তা পাঠযোগ্য করে তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ।
বিশ্ববিদ্যালয় কি ভবিষ্যৎ চাকুরি লাভের জন্য প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান নাকি নতুন জ্ঞান অন্বেষণ করার উপযুক্ত স্থান? উত্তর দ্বিতীয়টা হওয়া উচিত হলেও প্রথমটাই সর্বত্র কার্যকর হয়ে আছে। এ কারণে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো শুধুমাত্র চাকুরীজীবী উৎপাদন করে আসছে। চাকুরীজীবী উৎপাদন প্রক্রিয়া থেকে বের হয়ে কীভাবে নতুন জ্ঞান সংযোজন করা সম্ভব। বিশ্ববিদ্যালয়গুলোর কেন বিউপনিবেশায়ন প্রয়োজন সে সম্পর্কেই আলোচনা করা হয়েছে বইটিতে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বইটি পাঠ প্রয়োজন বলে মনে করছি।
অসাধারন, চমৎকার উপন্যাস। গল্পের বর্ণনায় আছে ভিন্নতা। মজবুত গাঁথুনির কাহিণী। ধুন্ধুমার অ্যাকশন, ক্লাইমেক্স। পড়তে গিয়ে মনে হয়েছে কোন ব্লকবাস্টার সিনেমার কাহিণী। লেখককে ধন্যবাদ ভিন্ন স্বাদের বই উপহার দেবার জন্য। বাংলাদেশের উদীয়মান লেখকরা যে "আউট অফ দি বক্স" চিন্তা করতে পারেন তার বড় উদাহরণ এই বই। সবাই পড়বেন আশা করি।
এর আগে ক্ল্যারিন স্লটারের "ফলেন" বইটা পড়েছিলাম। ফলেন এর চাইতে ব্লাইন্ডসাইটেড ভালো লেগেছে। পড়বেন আশা করছি।