User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
শিরকে লিপ্ত মানুষ কখনো সফল হবেনা। শিরক শব্দটি পরকীয়ার সাথে তুলনা করা যায়। পরকীয়া শব্দটির সাথে সবাই পরিচিত। এর ভয়াবহতার কথা সবাই জানে। কোন মেয়ে পরকীয়ার লিপ্ত হলে তার জীবনে নেমে আসে লাঞ্ছনা ও দুর্গতি । তেমনি কোন ছেলে পরকীয়ায় লিপ্ত হলে তার জীবনে নেমে আসে লাঞ্ছনা ও দুর্গতি। আজ যারা নিজেদেরকে মুসলমান মনে করে তারাও বিভিন্ন ভাবে শিরকে লিপ্ত। রুগ্ন মানুষ যেমন চলতে ফিরতে পারেনা ঠিক তেমিনভাবে শিরক এমন এক রোগ যা মুসলমানদের ভিতরে প্রবেশ করলে মেরুদন্ড সোজা করতে দাডাতে পারবেনা। নিজদেরকে যারা মুসলিম মনে ক...See More
onek sundor book
বইটি পড়ে মনটা ভালো হয়ে গেলো।
শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের গল্পগুলো কিরকম বলার দরকার আছে বলে মনে হয় না । তবুও বলছি এক একটি গল্প হৃদয়স্পর্শী । আমি মুগ্ধ।। গল্পগুলো পড়ে এক মুহূর্তের জন্যেও বিরক্তি অনুভব করিনি ।
What a book! ♥♥♥ Love it.... Extraordinary......... Excellent....................
বইটির জন্য রকমারি তে অনেকবার খোঁজ নিয়েছি । অবশেষে বইটি হাতে পেলাম, পড়লাম, ধন্য হলাম । আশাকরি বইটি কেমন সেটা বেশি বলতে হবে না । শুধু এটুকুই বলি, 'সত্যজিৎ চক্রবর্ত্তী' অঅঅঅঅঅঅসাধারণ ।
জহির রায়হান এক কিংব্দন্তির নাম । এই বইটিতে সবগুলো লেখা একজন পাঠকের হৃদয় স্পর্শ করে যাবে, একথা নিঃসন্দেহে বলতে পারি ।
বইটিকে ৪★ দিলাম এই কারণে, যে বইটিতে একই কথা ঘুরেফিরে বার বার লেখা হয়েছ । যা অপ্রয়োজনীয় । এছাড়া বইটি মোটামুটি ভালো বলা যায়।। তবে আমার কাছে বইটি ততটাও ভালো লাগেনি ।
এককথায় বলতে গেলে বইটি অসাধারণ । দারুন গল্প । অনুবাদ ভালো হয়েছে ।
চন্দ্রনাথ বসু তার এই বইতে হিন্দুত্বের মানেটা অনেক সহজ করে বুঝিয়ে দিয়েছেন । সাধুভাষার কারণে বুঝতে একটু অসুবিধা হলেও বইটি দারুন ।