User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Chobi dekhe chikon vhabsilam ? Pore dekhi na onek mota (150page prai)
Was this review helpful to you?
or
এই বইটা প্রতিটা মুসলমানের পড়া উচিৎ বলে আমি মনে করি। কারণ আমাদের জীবন যদি শীর্ক মুক্ত না থাকে, তাহলে সকল ভালো কাজই ধূলাবালির মত আল্লাহর কাছে মূল্যহীন হয়েযাবে।
Was this review helpful to you?
or
শিরকে লিপ্ত মানুষ কখনো সফল হবেনা। শিরক শব্দটি পরকীয়ার সাথে তুলনা করা যায়। পরকীয়া শব্দটির সাথে সবাই পরিচিত। এর ভয়াবহতার কথা সবাই জানে। কোন মেয়ে পরকীয়ার লিপ্ত হলে তার জীবনে নেমে আসে লাঞ্ছনা ও দুর্গতি । তেমনি কোন ছেলে পরকীয়ায় লিপ্ত হলে তার জীবনে নেমে আসে লাঞ্ছনা ও দুর্গতি। আজ যারা নিজেদেরকে মুসলমান মনে করে তারাও বিভিন্ন ভাবে শিরকে লিপ্ত। রুগ্ন মানুষ যেমন চলতে ফিরতে পারেনা ঠিক তেমিনভাবে শিরক এমন এক রোগ যা মুসলমানদের ভিতরে প্রবেশ করলে মেরুদন্ড সোজা করতে দাডাতে পারবেনা। নিজদেরকে যারা মুসলিম মনে করে তারা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি আইন ভালোবাসে যা শিরক। আইন বিচার শিক্ষা অর্থনীতি দেশ পরচিচালনা সমাজ পরচালনা সব জায়গাতে আল্লাহর আইনের বদলে মানুষের আইন কাজে লাগায় যা শিরক। শিরক শব্দটার সাথে এই অপরাধ জড়িত। এজন্য যিনি শিরক করেন তার ইবাদত কবুল হবে না বরং তার উপাধি মুশরিক । এজন্য সবার আগে জানতে হবে শিরক কি ? রোগের কারন না জেনে ডাক্তার কোন ঔষধ লিখতে পারেনা ঠিক তেমনিভাবে কোন কাজ করলে শিরক হয় তা না জেনে শিরক বর্জন করতে পারেনা । একজন মুসলিম ব্যাক্তির প্রথম জানতে হবে কোন কাজ ঈমান –ইসলাম ধ্বংস করে দেয়, ইসলাম গ্রহন করলে কি কাজ করা যায়না । তার মধ্য শিরক –কুফর নিফাক অন্যতম। আন্তরিক ভাবে যিনি ইসলামী আইন মানতে ইচ্ছুক নয় তিনি মুসলিম নন । এক কথায় যিনি ইসলামী আইন মানতে রাজী নন জীবনের সকল ক্ষেত্রে তিনি মুশরিক । যা একজন মুসলিমের ঈমান ধ্বংস করে দেয়। সবার আগে জানুন শিরক কি ?