User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Excellent book. I read various books on Emperor Aurangzeb Biography before. But in this book I found lot of new information of the emperor. A True Emperor like Aurangzeb taught us what qualities a great ruler should have. I'd suggest all to read it.
দান দান তিন দান। তৃতীয় মৌলিক উপন্যাসে এসে বাজি মাত করলেন লেখক। সত্যি আকর্ষণীয় উপন্যাস। অতীত এবং বর্তমানের দুইটি ঘটনাকে পাশাপাশি নিয়ে এক বিন্দুতে মিলিয়ে দিলেন সার্থকতার সাথে। পড়ে আনন্দ পেয়েছি।
হুমায়ূন আহমেদের একটি বইয়ে ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসটির কথা পড়েছিলাম। সেই জন্যই এটি পড়া। অসাধারণ একটি বই। সেই সময়ের প্রেক্ষাপট এক নিমেষে চোখের সামনে চলে আসে। হাজারি ঠাকুরের চরিত্রটি খুবই ইন্টারেস্টিং। এই গল্প নিয়ে চমৎকার একটি সিনেমা হতে পারে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরো উপন্যাস পড়তে হবে।
এককথায় অসাধারণ 3
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গুলো যেন মানব জনমের কষ্ট গুলোকে ফুঁটিয়ে তোলে। সরলতা আর গরলতার মিশেলে নিজের লেখনশৈলীকে এমনভাবে পাঠকদের জন্য রেখে গিয়েছেন যে তার রচনা গুলোর মধ্যে একই সঙ্গে ভাল লাগা আর দুঃখবোধ কাজ করে। #আরন্যক এই প্রখ্যাত লেখকের তেমনি অসাধারণ এক বই। দারিদ্রতা কাকে বলে তা এই বইটি না পড়লে হয়ত বুঝতাম না। সামান্য ভাতের জন্য মানুষের এত আকুতি থাকতে পারে এটা আমার ভাবনাতীত ছিল। লোহার একটা কড়াইও যে কারে স্বপ্নের বস্তু হতে পারে এটা এই প্রথম জানলাম। কড়াই কিনিবার সংলাপ: মুনেশ্বর বলিল-হু...See More
★শার্লক হোমস★ রচনাটি এতই অনবদ্য যে পড়ে মনেই হয়না তিনি কাল্পনিক কোন চরিত্র। বইটি পড়লেই হোমসের বুদ্ধিচাতুৰ্যতার প্রেমে পড়ে যেকে হবে। আশ্চর্যকর ব্যাপার হলো, আমি যখনি কোন ভালো বই পড়ি তখন লেখকের লেখনির মুগ্ধতা আমার মনে একধরনের প্রেমের সঞ্চার করে কিন্তু ★ শার্লক হোমস ★পড়ে আমি "স্যার আরথার কোনান ডয়েল" এর লেখনির প্রতি মুগ্ধ হইনি। আমি বার বার আমি শার্লক হোমসের চতুরতার প্রতি মুগ্ধ হয়েছি। নিসঃকোচে বলতে বাধ্য হচ্ছি আমি হোমসের প্রেমে পড়ে গেছি।
হঠাৎ করে র্দূভিক্ষের শিকার কিছু সাধারণ মানুষের গল্প বলেছেন বিভূতিভূষণ। এক মুঠো চালের জন্য কি নির্মম হাহাকার! টাকা আছে, তবুও খাবার নেই। স্বচ্ছল , সুন্দর গ্রামের মানুষগুলো জানতোই না যে ভাতের অভাবেও কারো মৃত্যু হতে পারে! উফ, কি কষ্ট....... :( দুর্ভিক্ষের ভয়ানক রূপটা প্রত্যক্ষ করে আসলাম মনে হচ্ছে ।
মাশাআল্লাহ্, বইটা পড়ে অনেক কিছু জানার আছে।
এটিই একমাত্র থ্রিলার বই যা আমি যতবার পড়ি ততবার শান্তি পাই। আমি বলবো, এটা একটা মাস্ট রিড টাইপের বই। নোটঃ প্রচ্ছদ দেখে কেউ বিভ্রান্ত হবেন না। বইটার আলাদা একটা টেস্ট আছে, যা প্রচ্ছদে ফুটে উঠে নি।
অসাধারণ..... just loved it.... ♥♥♥