User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বঙ্কিম তুমি অসাধারণ
অসাধারণ
that is realy amazing book
তৃতীয় নয়ন, তান্ত্রিকের মূর্তি, কেবিন নাম্বার ৩০৫
শরিফুল ইসলাম ভুঁইয়া
হরর কাহিনি। সত্যিই ভয়ঙ্কর একটা কাহিনি। মনে হল যেন Stephen king এর কোন ভয়ঙ্কর গল্প পরছি। তৃতীয় নয়ন খুন হলেন শরীফ খান । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদালাপি নির্বিরোধী, ভালমানুষ জাহিদ হাসান এর দেরগরায় এসে হাজির হল পুলিশ । অকাট্য প্রমান রয়েছে তাদের হাতে । তিনিই হত্যাকারী । খুনির ফিংগার প্রিন্ট ,রক্তের গ্রুপ , এমনকি ভয়েস প্রিন্ট ও মিলে গেছে জাহিদ হাসানের সঙ্গে । এবার সামলান , প্রফেসর সাহেব - প্রমান করুন আপনি নির্দোষ ।
ভাল লেগেছে। যারা ভৌতিক ও রহস্যময় ব্যাপার ভালবাসেন, তারা পড়ে দেখতে পারেন।
বইটার ব্যাপারে যতটুকুই বলা হোক কম বলা হবে। আমি শুধু এইটাই বলব আমার এখন পর্যন্ত পড়া সমস্ত উপন্যাসের থেকে অসাধারণ। বইটা পড়ে আসলে মনে হয় নাই যে আমি বই পড়ছি মনে হলো পুরো জিনিসটা আমার সামনে বাস্তব রুপ ধারণ করছে। সবারই এই বইটা পড়ে দেখা উচিৎ।
nice
নামঃ কষ্টিপাথর লেখকঃ ডা. শামসুল আরেফিন প্রকাশনীঃ শুদ্ধি পৃষ্ঠাঃ ১৭৬ মূল্যঃ ৳২০০ প্রকাশকালঃ ফেব্রুয়ারি, ২০১৮ আমার রেটিংঃ ৫/৫ রিভিউঃ প্রশ্নঃ- ভালো বই কি? স্যার আব্দুল্লাহ আবু সায়ীদঃ যে বই পাঠককে ভাবায়, তাই ভালো বই। এতো গেলো ভালো বইয়ের সংজ্ঞা। এই বইটা সেরকম একটা বই। এক কথায় অপূর্ব। লেখক “ডাবল স্ট্যান্ডার্ড” দিয়ে আমাদের ঈমান পোক্ত করতে উৎসাহী করেছিলেন। আর “কষ্টিপাথর” দিয়ে, আমাদের ঈমান, ইসলাম এবং দীনের প্রতি আমাদের commitment কতটুকু দৃঢ় আর বিজ্ঞান জ্ঞানীবৃদ্ধ সুন্নাতের কাছে কতখানি শিশুতুল্...See More
আরিফ আজাদ ভাই আপনি চালিয়ে যান। অনেক শত্রু হতে পারে আপনার, কিন্তু থেমে থাকবেন না। আল্লাহ্ আপনার জ্ঞান আরো আরো বাড়িয়ে দিবে এই দোয়াই করি ।।
Love it