User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
নাস্তিকদের মুখের উপর এক ধরনের লাগাম এঁটে দিয়েছেন আরিফ আজাদ ভাই। দোয়া করি সেই ধারা অব্যাহত থাকুক ।
অনেক দিন পর আবার বই পড়া শুরু করলাম "সপ্তরিপু" দিয়ে। মন্ত্রমুগ্ধের মত শেষ করলাম। রহস্য আর ইতিহাসের অসাধারণ এক কম্বিনেশনে উপন্যাসটি এক কথায় অসাধারণ! লেখকের অন্যান্য বইও পড়ে দেখার আগ্রহ অনুভব করছি।
মিথ্যাচারে পরিপূর্ণ একটি বই।
valo
4.5 out of 5 'ব্যবহৃতা' আনোয়ারা সৈয়দ হক এর একটি সমীক্ষা উপন্যাস। এই উপন্যাসে তিনি বলেছেন নিষিদ্ধ পল্লীর সেইসব মেয়েদের কথা যাদেরকে সমাজ একনামে চেনে 'বেশ্যা/নষ্টা' হিসাবে; এই শব্দটা কানে আসলে আমাদের অনেকেরই হয়ত ঘৃণা আর অবজ্ঞায় চেহারা কুঞ্চিত হয়ে যায়। তাদের বাস্তব জীবনটা সম্পর্কে কোন ধারণা না নিয়েই হয়ত আমরা একটা বিরূপ মন্তব্য করে বসি। লেখক যেহেতু একজন মনোরোগ বিশেষজ্ঞ, তাই ওনার এই দীক্ষার ছাপ এই উপন্যাসটির পাতায় পাতায়, প্রতিটি যৌনকর্মীর জীবনকথা বলার ভঙ্গিতে সহজেই চোখে পড়ে। এমনকি কিছু পীড়াদায়ক ঘটনাকে...See More
এই বইটা আমাকে হতাশ করেছে। কবি অতি সযত্নে জনপ্রিয় কবিতা গুলো বাদ দিয়েছেন। উদাহরন স্বরূপ ২০০৪ সালে প্রকাশিত কিছুক্ষণ থাকো কাব্য গ্রন্থের একটি অনবদ্য কবিতা "এমন ভেঙ্গে চুরে ভালো কেউ বাসেনি আগে" এই বইটিতে স্থান পায়নি। যারা কিনবেন জেনে বুঝে কিনবেন।
বইয়ের প্রথমে এত কঠিন ভাষা ব্যবহার না করলে বইটি আরো বেশি সুখপাঠ্য হত। তবে বইটি যে সময়কাল নিয়ে রচিত তার মূল্যায়নে বইটা বাংলা সাহিত্যে অদ্বিতীয় ।
worst of the worst !!!
বাচ্চাদের জন্য হলে ৩ স্টার রেটিং , কিন্তু কন্টেন্ট বিচার করলে it deserves less than 1 star .
this book is good