User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
নতুন কে জানতে ভালো একটি বই।
সুনীল গঙ্গোপাধ্যায় - বাঙলাভাষী এই সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ।একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক । তার লিখা এই দ্বিতীয় বই পড়লাম , এর প্রথমে 'সোনালি - দুঃখ' পড়েছি । আমার মতে তার লিখা কবিতা গুলোর জন্যই তিনি অধিক জনপ্রিয় । "একা এবং কয়েকজন" হচ্ছে উপন্যাস , যা দ্বিতীয় মহাযুদ্ধের কয়েক বছর আগে থেকে শুরু করে ভারত মহাদেশের স্বাধীনতা অব্যবহিত কয়েক বছর পর পর্যন্ত যে পরিস্থিতি পার হয়েছে সেই সময়টা প্রকাশ করেছে ; এক পক্ষ সুবিধা ভোগের আশায় তারা হিন্দু মুসলমান এর মাঝে মারামার...See More
প্রথমে ঠিকঠাক শুরু করার মতো টান অনুভব করিনি সত্যি, তবে এগিয়ে যাচ্ছিলাম পাতার পরে পাতা উল্টে পাল্টে পরের পাতায়। একটা সময় ডুবে গেলাম ঠিক যখনি পুত্রকণ্ঠে বলছিল, এই ভারতবর্ষের পিতা হিসেবে তাঁর পিতার দায়িত্ব পালনে ত্রুটিহীনতার কথা। এক নিরব বাষ্প অশ্রু চোখের কোনে চলে আসলো। আমার নিজের ছবিটাই যেন ক্ষণিকের জন্যে মানসপটে অঙ্কিত হয়ে রইল। ধারালো লেখনিই শুধু নয়, এই লেখনী মর্মে গিয়ে নাড়া দেয়। করে মলিন দৃশ্যপটের অবতারানা। কোথা হতে যেন নতুন জীবনের সঞ্জীবনী এনে দিলো। বাঁচতে চাইলে আবার বাঁচা যায়। সব মলিনতা ছিড়ে...See More
Unless gone through this, will never realize what the message of The Holy Quran actually says. Cause there is not a second one that tales like this before.
খুব সুন্দর।
রুবাইয়াতগুলো খুব সুন্দর হয়েছে। আমারও সৌভাগ্য মহান রব দিয়েছেন কিছু রুবাইয়াত লিখবার।
কর্পোরেট এ নিজেকে ওয়ান ম্যান আর্মি হিসেবে পরিচিত করতে মাল্টিপল সফটওয়্যার স্কিল থাকা অত্যাবশ্যক ! আর মাইক্রোসফট এক্সেল এঈ দিক দিয়ে আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষে নিয়ে যাবে! মাস্টারিং এক্সেল দিয়ে আমি শুরু করেছি ,যদিও আমি একজন ভিজুয়াল ডিজাইনার ! তারপর অহ নিজেকে সব দিক থেকে অভিজ্ঞ রাখতে আমি এক্সেল শিখতেসি! বই টি সবার জন্য ই সহজ ও সাবলীল ভাষায় লেখা যা কেউ ই বুঝতে পারবে! কেঊ এক্সেল শিখতে চাইলে অসাধারন হতে পারে এই বইটি!
উপন্যাস গুলো ভয়ংকর বাজে কঠিন বাংলায় লিখা।গল্প গুলো চলনসই।সহজ ভাষা মনে হয় অনুবাদক চিনেন না।যেমন,উনি লিখতে পারতেন জিজ্ঞেস করলাম,অথচ লিখা শুধালাম।বানান ভূল আছে প্রায়ই।কিনে মনে হয়েছে আরেকটু খোঁজ নিয়া উচিত ছিল
Good book. I think it will change our mind to islamic way.
The book is very good