User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আল-কোরআন ও বিশুদ্ধ হাদিসের উপর নির্ভর করে লেখার মত লেখক আমাদের দেশে প্রচুর প্রয়োজন। তাহলে আমরা নিত্যদিন বিশুদ্ধ ইসলাম সম্পর্কে অবগত হতে পারব। সাধারণ গল্প, উপন্যাস, কবিতা লেখার মত অনেক আছে নেই শুধু আল-কোরআন ও বিশুদ্ধ হাদিসের বানী লেখার মানুষ। আর সেই জন্য আমাদের ধর্মীয় ব্যপারে বিভিন্ন মতাদর্শ ।
nice
দারুণ একটা বই 3
আমার কাছে বইটা ভালো লাগছে। বানানের দিকে আরেকটু মনোযোগী হলে আরো ভালো হইতো বইটা।
প্রকৃত কোরআনিক জ্ঞান আহরনের জন্য যথেষ্ট।
ছড়া ও ছোট কবিতা যারা ভালোবাসেন, বইটা একবার পড়ে দেখুন। এটুকু বলতে পারি আপনার সময় নস্ট হবে না।
It's really a good book to increase basic knowledge about math.I get great pleasure reading it.My wife is also pleased and says simply awesome.Thanks Mr. Chamok Hasan for his amazing creation.
এটা কি অনুবাদকৃত বই না কি তার মন গড়া লিখা বই? যদি নিজের বাস্তব জ্ঞান থেকে বই রচনা করার ইচ্ছা থাকে সে টা ভালো। কিন্তু অনুবাদ নাম করে এরকম রচনা করা ঠিক না। ফজলে রাব্বি সাহেবের আর কোনো বই কিনব না। তিনি ৬৪ টি বই রচনা করবেন, এরকম মিশ্রণ করলে কি কেউ কিনবে?
Good
'ইস্টিশন' বইটি মুহম্মদ জাফর ইকবালের মনোমুগ্ধকর সৃষ্টি। তিনি আবারো প্রমাণ করলেন যে তিনি ছোটদের মন অনেক ভালো বোঝেন,অন্য যে কারো চেয়ে বেশী। শিশুরা সমাজের জন্য সবচেয়ে সুন্দর উপহার।কিন্তু আমাদের চারপাশের পথশিশুদের আমরা যেনও দেখেও না দেখার ভান করি।আবার জারা ওদের পাশে দাড়ায় তাদেরও ধারনা ভুল প্রমান করার চেষ্টা করি।এই বইটিতে মায়া, জালাল,জেবা,শাজাহানের মতো শিশুদের কথা বলা হয়েছে।যাদের ঘর ্রেললাইনের পাশে।যাদের ঠিকানা ইশটিসন।যাদের জীবন জটিলতায় ভরা থাকলেও যারা নিজের মাঝে খুঁজে পায় কোমলতা ও বেঁচে থাকা...See More