User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
very nice book for beginner's and those who wants to develop robots.
Good
একেবারে দুর্বল অনুবাদ।কলকাতার বাংলা আর বাংলাদেশের বাংলা মিলে পুরো জগাখিচুড়ি! তার ভিতর বঙ্কিমের বাংলাও আছে!!প্রকাশনীগুলোর অনুবাদ ছাপানোর আগে অন্তত পড়া উচিত।। যিনি অনুবাদ করেছেন,তিনি যেহেতু পেরেছেন প্রকাশনী নিজেও একটু শ্রম সময় দিয়ে অনুবাদক থেকে আদায় করে নিতে পারতেন আরও সুন্দর অনুবাদ।।
This is an amazing book
বইটি অসম্বন্ধ ভাল। এখামে ম্যালকম গ্ল্যাডওয়েল আমাকে শিখিয়েছেন চলার পথের বাধা অতিক্রমের মাধ্যম। ব্যর্থতা থেকে সফলতায় উত্তরণের এক অসাধারণ সামঞ্জস্য রয়েছে।
প্রচুর বানান ভুল।
I did not expect to get this book so easily. Thank you Rokomari!
আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র-১,২,৩(রকমারি কালেকশন)
আরজ আলী মাতুব্বর
অসাধারন দর্শন।
#বুক_রিভিউ বইঃ তোমার ক্ষয়। লেখকঃ রাহুল সাংকৃত্যায়ন। [রুক্কু শাহ্ ক্রিয়েটিভ পাবলিশার্স - ফেব্রুয়ারি, ২০১৬] . লেখক জেলখানায় বন্দি থাকা অবস্থায় বইটি লিখেছেন বলে বইয়ের প্রথমেই উল্লেখ করেছেন। যদিও লেখক বলেছেন " 'তোমার ক্ষয়' -এর মধ্যে আমি আমার নিজস্ব কিছু একান্ত ভাবনাকেই ব্যক্ত করেছি", মূলত তিনি সামাজিক ও ধর্মীয় অবক্ষয় নিয়ে বইটি লিখেছেন- যা সমাজের সবারই মনের কথা। বইটিতে মোট ছয়টি প্রবন্ধ রয়েছে- ১. তোমার সমাজের ক্ষয় ২. তোমার ধর্মের ক্ষয় ৩. তোমার ঈশ্বরের ক্ষয় ৪. তোমার সদাচরের ক্ষয়...See More
"When you really want something, the whole universe conspires in helping you to achieve it." There are too many things one can learn from “The Alchemist”. This book is very inspiring and what I really need right now to motivate myself with my everyday endeavors.