User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
চমতকার বই।
দারুন বই
শিক্ষণীয় একটি বই।
প্রিয় লেখক, আসসালামু আলাইকুম। এক রাশ ভালবাসা দিয়ে শুরু করছি। আশাকরি সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। তা বেশ কিছুদিন আগে এক অনলাইন বুক শপের মাধ্যমে আপনার নতুন উপন্যাস "মখমলি মাফলার" হাতে পেয়েছি। চলমান পরীক্ষা ও অন্যান্য কিছু সমস্যার কারণে বইটা শুরু করতে পারিনি। কিন্তু গত পরশুদিন বইটা শেষ করে ভালোলাগার জায়গাগুলো জানিয়ে একটা পত্র না লিখে আর পারলাম না। 'কহিলাম জন্মের কথা, শুনেছি যা মায়ের কাছে। শৈশবের কথা মনে নেই বেশি, টুকরো টুকরো স্মৃতি ভাসে।' সেই ডানপিটে এক শৈশবের হাসা-কাঁদার কা...See More
একটি ছেলের কিশোর বয়স। যেখানে থাকে অনেক কাল্পনিক চাওয়া, বেপরোয়া আবেগ। শিশুর ছোট ছোট উপলব্ধি। ঢিল মেরে উড়োজাহাজ নামানোর মত দুরন্ত ইচ্ছা ভর করে। ভালোবাসা আর অভিমানী অশ্রুতে মোড়ানো দিন। বুনো ঘুড়ি, বাবুই বাসা আর জংলা মাঠের টানে সময় চলে যায়। সময়গুলো রঙ-বেরঙের কাগজে মোড়া। কিন্তু থেমে থাকে না বাস্তব জীবনব্যবস্থা। ধরা পড়ে জীবনের সীমাবদ্ধতা । ফিকে হয়ে আসে পাতাবাহারের রঙ। আন্তরিকতার দেওয়াল ভেঙে পড়ে। বদলে য়ায় পরিবার , দেখা মেলে প্রথম ভালোলাগা। রুক্ষ হয় যায় ভেতর, খসে পড়ে ইচিং বিচিং ছিচিং ছা এর প্রজাপতির ড...See More
লেখকের অটোগ্রাফসহ বইটি হাতে পেয়েছিলাম। সে এক ভিন্ন রকম অনুভূতি। লেখক নিজেই উপন্যাসের শুরুতে বলে নিয়েছেন এটিকে এক প্রকার অাত্মজীবনীমূলক বই বললে ভুল হবে না। এক বালকের বর্ণনায় তার জন্মলগ্ন থেকে শুরু করে তার কৈশোর জীবনে বেড়ে ওঠার প্রতিটা মুহুর্তের চিন্তা, ধ্যান, জ্ঞান, প্রশ্ন, আবেগ , দুষ্টুমি, ভালো লাগা, মন্দলাগা, ইচ্ছা, অনিচ্ছা, বন্ধু, মায়া সবই যেন লেখক ফুটিয়ে তুলেছেন। এই ফুটিয়ে তোলার মাঝখানে আরো চরিত্র এসে যুক্ত হয়েছে বালক স্বপনের সাথে। তার বাবা, মা, বড় বোন প্রমা, বন্ধু মেহেদী, ভাড়াটিয়া মাহবুবা ...See More
বইটি পাঠকদের শিক্ষা দেয় পাঁপ কে নয় পাপী কে ঘৃণা করা উচিত।
চমতকার একটি গল্পে সাজানো এই উপন্যাস। খুব ভালো লেগেছে। যে কেউ পড়তে পারেন।
"রিথিংকিং ইসলাম ইন পোস্টমডার্ন টাইমস" গ্রন্থে দিব্যজ্ঞান ও বস্তজ্ঞানের মধ্যে উপনিবেশকাল থেকে ক্রমবর্ধমান কৃত্রিম বিভাজনকে অস্বীকার করা হয়েছে। এক অর্থে বলা যায় এই অনাকাঙ্ক্ষিত ব্যবধানকে এই গ্রন্থে প্রত্যাখ্যান করা হয়েছে। এই বইয়ের উদ্দেশ্য হল আধুনিক পাশ্চাত্য জ্ঞানতত্ত্বের প্রভাবে এই উত্তর-ঔপনিবেশিক ও উত্তরাধুনিক কালে ধর্মজ্ঞান ও বস্তবিজ্ঞানের মধ্যে যে যোজন যোজন ব্যবধান বিদ্যমান তাকে মোকাবেলা করা। ইসলামের পর্যালোচনামূলক ঐতিহ্যের আলোকে এই ব্যবধানের অবসানকল্পে একটি প্রস্তাবনার উপস্থাপন করা। সেই অর...See More
শেয়ার ব্যবসা সেরা ব্যবসা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করা যায়
মনজুর সাদেক খোশনবিশ
বইটা থেকে শেয়ার বাজার সম্পর্কে সত্যিই অনেক কিছু জানতে পেরেছি। শেয়ার বাজার সম্পর্কে যারা পড়াশোনা শুরু করতে চাচ্ছেন এই বইটা দিয়েই করতে পারেন।