User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটি থেকে অনেক কিছু শেখার রয়েছে। তবে এই বইটির ভাষা একটু জটিল যা প্রাথমিকভাবে শুরু করা স্টুডেন্টদের বুঝতে সমস্যা হবে। কিছু জায়গায় বিস্তারিত ব্যখ্যা পাবেন না। যেটি অনেক ভোগান্তিতে ফেলবে। তবে ওভারঅল বইটি বেশ কাজের। আমি নিজেই এই বইটি কিনেছিলাম এবং এই বইটি থেকে শুরু করেছিলাম। এখন আমি একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার। আমার সাফল্যের পিছনে বইটির বেশ অবদান রয়েছে। তাই লেখককে জানাই আন্তরিক ধন্যবাদ।
নতুনদের জন্য বইটি বেশ উপযোগী কিন্তু যারা HTML, CSS মোটামুটি ভালো পারে তাদের জন্য বইটি কোনো কাজেই আসবেনা। সুতরাং, যারা চাইছেন নতুন ওয়েব ডিজাইন শিখতে তারা প্রাথমিকভাবে এই: "ওয়েব পেজ ডিজাইন (HTML) কম্পিউটারে হাতে খড়ি" বইটি কিনতে পারেন। আবারো বলছি, যদি আপনার ওয়েব ডিজাইন সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে প্রাথমিকভাবে এই বইটি কিনতে পারেন শুধু শেখার জন্য। এই বইটি পড়া শেষ করতে পারলে এবং শিখতে পারলে আপনার HTML এ কিছুটা অভিজ্ঞতা হবে। তারপর আরো ভালো করে চেষ্টা করতে হবে এবং আরো ভালো বই থেকে বর্তমান সময়ের স...See More
বইটি যথেষ্ট পুরানো। আমি মনেকরি, এই ধরণের বই এখন কোনো প্রয়োজনেই লাগবেনা। তাছাড়া উইন্ডোজ এক্সপি অনেক আগের অপারেটিং সিস্টেম যা বর্তমানের সাথে একদমই বেমানান। এই বইটিতে অনেকগুলো ভাইরাসের নাম রয়েছে যা শুধু পড়া ছাড়া কোনো কাজে আসেনা। সম্পূর্ণ সময় নষ্ট করা একটি বই।
প্রেরনার মূখ্যপাত্র সোলিয়মান ভাই, এত ব্যস্ততার মাঝেও বই লেখেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি প্রতি বই মেলায় তার লেখা বই পাবো।
no 1 writter in bd
Neil deGrasse Tyson এর অরজিনাল বইটা (Astrophysics for People in a Hurry) দশ লক্ষ কপি বিক্রি হয়েছে এবং নিউইয়র্ক টাইম বেস্টসেলার হয়েছে। তবে এই অনুবাদ আমার ভালো মনে হল না। মূল বইয়ের কিছু জিনিস বাদ দেয়া হয়েছে ।যেমন মূল বইয়ে প্রথমেই ছিল Lucritius এর একটা উক্তি ছিল যেটা এই অনুবাদে নেই।আবুল বাসার ভালো অনুবাদ করেন কিন্তু এটা আমার খুব একটা সুবিধার বলে মনে হয় নি। তবে মূল বইয়ে কোন ছবি নেই যেটা এই বইটাতে আছে এটা একটা ভালো দিক।
বইটি সম্পূর্ন পরেছি। খুবই গোছান। লেখার ধরন এবং কন্টেন্ট উন্নত মানের। এক কথায় ভাল লেগেছে। লেখক কে ধন্যবাদ।??
বাহ, এ তো দেখি , দারুণ বাছাই হয়েছে :) ...... আশা করি অনেক ভালো হবে বইটি :)
সত্যিই অসাধারণ একটি বই! আমাদের জেনারেশন যখন নীল অন্ধকারে ডুবে পরে আছে, সে সময়ে এরকম বই অবশ্যই আমাদেরকে নীল অন্ধকার থেকে বেড়িয়ে আসতে সাহায্য করবে! হে যুবক ভাই, বইটি আপনার জন্যই! ☺
বইয়ের নামঃ A Tale of Two Cities (এ টেল অব টু সিটিজ) লেখকঃ চার্লস ডিকেন্স প্রকাশনীঃ পেঙ্গুইন পৃষ্ঠাঃ ৪৫০ মূল্যঃ ২২০ প্রথম প্রকাশঃ ১৮৫৯ . বইটি মূলত ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে। এ সম্পর্কে প্রফেসর মাইকেল স্ল্যাটার বলেছেন, "The French Revolution have greatly affected Dickens, haunted as he was by desolate childhood memories of his own father’s imprisonment in the Marshalsea debtors’ prison." . #লেখক_পরিচিতি : চার্লস ডিকেন্স উনিশ শতাব্দীর একজন সুবিখ্যাত লেখক। তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে বেশি পঠিত ও প...See More