User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটার পুরাতন ভার্সন অনলাইনে অনেক খুঁজেও পাচ্ছিলাম না। হয় কেউ আগে বুক করে ফেলেছে নয়তো খুব অযত্নে রাখার কারণে বইয়ের অবস্থা খুব করুণ। যেকারণে কেনা হয়নি। পরবর্তীতে রকমারিতে খুঁজে পেয়ে অর্ডার দেই। কনফিউশানে ছিলাম যে, এটা তো রাদুগা প্রকাশনীর নয়। না জানি কোয়ালিটি কেমন হবে! বইটা হাতে পেয়ে অবশ্য খুব খুশি হয়েছি। গ্লসি পেইজে রঙিন ছবিগুলো দেওয়া হয়েছে। প্রচ্ছদটাও আগের মতোই। পেইজ কোয়ালিটি খুব ভালো। বৈচিত্র্য প্রকাশনীকে ধন্যবাদ এই অমূল্য রূপকথার বইটাকে পুনঃপ্রকাশ করার জন্য। আশা করি তারা রাশিয়ান সাহিত্যের আরো অ...See More
মুসলমান হিসেবে বইটি পড়া জরুরী। ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসনের জবাবে মুসা আল হাফিজের তীক্ষ্ণ বিশ্লেষণ।
প্রকৃত সত্যের উন্মোচন।
বাংলাদেশের মুসলিমদের রবীন্দ্রনাথ ও তার পরিবারের আসল চিত্র ফুটে উঠেছে। এবনে গোলাম সামাদ এদেশের একজন খাঁটি মুসলমান হিসেবে তাঁর সত্য উন্মোচন চেষ্টায় সাধুবাদ জানাই। অবশ্য পাঠ্য বই।
পাঞ্জেরী পদার্থবিজ্ঞান স্পেশাল সাপ্লিমেন্ট (এসএসসি ২০২৫)
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
good!
আমি স্বেচ্ছায় বইয়ের প্রথম কয়েকটি লেখার রিভিউ স্কিপ করে যাচ্ছি। কেনো যাচ্ছি সেটা রিভিউর শেষে বলেছি। ছয় নং লেখাটা দিয়েই শুরু করি বরং। ভালো লাগার ভিলনুস - ভিলনুস লিথুয়ানিয়ার রাজধানী। নেরিস নদীর তীরে আধুনিক এক শহর। এ শহরে সঞ্জয় দে বিদ্যুৎচালিত ট্রাম বাস দেখে অবাক হন। অবাক হন ১৯৯১ এর ১৩ জানুয়ারি রুশ সেনা আর স্বাধীনতাকামী লিথুনিয়ানদের সংঘর্ষের স্মৃতিচিহ্ন টিভি ভবন দেখে, যে সংঘর্ষে ঝড়ে গিয়েছিলো ১৩ টি প্রাণ। উজুপিস এক অদ্ভুত মহল্লা। যে মহল্লার নিজস্ব সংবিধান আছে। আছে প্রেসিডেন্টও। যদিও এই অদ্ভুত পাড়ায় ...See More
বইটিতে সামান্য একটি ত্রুটি দেখতে পেলাম। এই যে, প্রথমদিকে যে মোগল সাম্রাজ্যের মানচিত্র দেওয়া হয়েছে তাতে কান্দাহারও যুক্ত করা, কিন্তু সুলতান আওরঙ্গজেব তার রাজত্বকালে কখনও কান্দাহার বিজয় করেননি, না ছিল তার অধিকারে, আশা করি বিষয়টি সংশোধন করা হবে।
Alhamdulillah oder done ict guide royel publication
চিঠি' পড়লাম, ভাল লাগলো। এর প্রচ্ছদ, কাগজের মান বাইন্ডিং মান সম্মত ও আকর্ষনীয় হয়েছে। কবিতার ছন্দ, প্রানখোলা মনের ভাব, আবেগ-প্রেম-ভালবাসা, বাস্তবতা সবালীলভাবে প্রকাশ পেয়েছে। লেখার গাঁথনী, শব্দ চয়ন, স্বল্প শব্দ গুচ্ছে প্রসারিত মনের ভাব প্রকাশ সত্যিই অসাধারণ লেগেছে। সহজ ও সাবলীলভাবে সুপ্ত প্রতিভার বহি:প্রকাশ ঘটানো হয়েছে। আমার বিশ্বাস 'চিঠি' পাঠকদের নজর ও মন কাড়তে সক্ষম হবে। আরো ভাল কিছুর অপেক্ষায় থাকবো, এগিয়ে যান। অফুরান্ত শুভ কামনা রইল।
Boita sotti e O sadharon cilo