User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
স্পাই স্টোরিজ : এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি
মোজাম্মেল হোসেন ত্বোহা
পুরোটা পড়েছি, লেখক মুসলিম মুজাহিদদেরকে যেভাবে সন্ত্রাসী ও জঙ্গি বলেছে সেটা লেখকের পশ্চিমাপ্রীতির কারণে । তাছাড়া বইটি ভালোই লেগেছে।
মাস্টারপিস বই! সেক্যুলারিজমে আচ্ছন্ন এই সমাজের মুসলিমদের চিন্তার নতুন জগৎ তৈরিতে সহায়ক একটি বই।
শাহরিয়ার জাওয়াদের ‘চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি’— দেশি বিদেশি লোকগাঁথার মিশেলে সুপারন্যাচারাল প্যাকেজ। নতুন লেখকদের বই পড়ার ক্ষেত্রে আমার মাঝে এক ধরণের শঙ্কা কাজ করে। শঙ্কাটা সময় অপচয়ের, অর্থেরও। যদিও শাহরিয়ার জাওয়াদের আগের বইগুলোর মতো এই বইও সেটা উতরে গেছে, খুব ভালোভাবেই। ‘চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি’কে একটা ভালো বই-ই বলা যায়। ভালো বইয়ের ব্যাখ্যা অনেকে অনেকভাবে দেন। আমার কাছে সেটিই ভালো বই, যা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের আগ্রহকে বেঁধে রাখে এবং পাঠক যে আগ্রহে গল্পে প্রবেশ করে, তা শেষ পর্যন্ত মুগ্ধত...See More
বই লেখার জন্য যে নূন্যতম জ্ঞান লাগে সেটাও নাই। মনে হয় না জীবনে একটা বই পড়েছে। বই পড়া মানুষ এর লেখার একটা মান থাকে। এটা এক কথায় অখাদ্য।
ভাষা সহজ কিন্তু কন্টেন্ট ভারী। ফার্স্ট টাইম পড়তে গিয়ে মাথাব্যথা করেছিল। এখনো করে পড়তে গিয়ে, কিন্তু আগের থেকে কম।
রাহেল, নাতাশা আর নীরার কাহিনিটা বেশ লাগলো। অন্যরকম একটা টুইস্ট পেলাম এই বইয়ে। এমন টুইস্টের কথা আমার ভাবনাতেও ছিল না। থ্রিলার প্রেমিরা তো বটেই, যারা কখনও থ্রিলার পড়েননি তাদেরও ভালো লাগবে। রিকমেন্ডেড ফর অল।
darun chilo golpo er boi... asa kori sabar valo lagbe
darun chilo golpo er boi... asa kori sabar valo lagbe
"সব কিছু ভেঙে পড়ে" হুমায়ুন আজাদের খুবই ভালো একটি উপন্যাস। যেভাবে করে নির্মাণ করা স্থাপত্য গুলো, কাঠামো গুলো একদিন না একদিন ভেঙে পড়ে ঠিক সেভাবেই আমাদের সম্পর্কের কাঠামো গুলোও ভেঙে পড়ছে, আমরা বুঝতেই পারি না কবে যেন সম্পর্কের সেতু গুলো ভেঙে পড়ছে। এসব কিছু দারুণ ভাবে তুলে ধরেছেন লেখক এই উপন্যাসে
ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স
মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
খুব ভ্যালুয়েবল একটি বই৷ বাস্তব জীবনে এর প্রয়োগযোগ্যতা সীমাহীন।