User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আমার মতে বইটি সবার পড়া উচিৎ
সারা বিশ্বে সমাদৃত একটি বই, সুমন স্যারের অনুবাদে মনে হয়েছে আমি একদম মেইন বই টি পরছি, অনুবাদ খুব দারুণ করেছেন।
প্রিয় স্যার, আমি একজন সরকারি চাকুরিজীবি, আপনার ম্যানেজার এর অশোভন আচরণের বিষয়ে আমি আপনাকে মেইল করেছি, আপনি দয়া করে মেইল পড়ে রিপ্লাই দিবেন। "কিনলে কিনেন না কিনলে নাই" এহেন তাচ্ছিল্যপূর্ণ ও ঊদ্দ্যতপূর্ণ আচরণ কোনভাবেই গ্রহণ যোগ্য না। এই বিষয়ে আপনার নিকট আমি মেইলে অভিযোগ দাখিল করেছি। ধন্যবাদ।
দুর্দান্ত বই, অনেক ভালো লাগলো পড়ে
মোটিভেশনাল একটি বই।
আসল রহস্য ও ইতিহাস ফুটে উঠেছে এই বইয়ে।
অনবদ্য
নিজের এবং আশেপাশে মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন করতে এই বইটি যথেষ্ট।
সুন্দর ও চমৎকার একটি বই
আফনান ভাই, খুবই দুঃখিত—এই বইটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। হরর থ্রিলার পড়ার যে এক্সাইটমেন্ট নিয়ে শুরু করেছিলাম, তার কিছুই এখানে খুঁজে পাইনি। লেখার ভঙ্গি বেশ দুর্বল লেগেছে, একই কথা বারবার রিপিট করা হয়েছে, যার ফলে পড়ার অভিজ্ঞতা একঘেয়ে ও হতাশাজনক হয়েছে। ব্যক্তিগতভাবে, আমি মনে করি—যদি হরর থ্রিলার লেখেন, তাহলে তা যেন পাতার বাঁশি বা ভয়ের শিহরণ এর মতো গা ছমছমে অনুভূতি তৈরি করে। এই ধরণের দুর্বল কনটেন্ট পাঠকের আগ্রহ কমিয়ে দেয় এবং হরর ঘরানার প্রতি বিরূপ মনোভাব তৈরি করতে পারে।আর দেখার ধরন এতোই ব...See More