User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যেইকম হরর গল্প ভেবেছিলাম কিনার পর পুরাই হতাশ। মোটেও ভালো হয়নাই। টাকাটা মনে হয় জলে ফেললাম। আবার পৃষ্ঠা সংখ্যা খুব কম দাম কিন্তু বেশি। লেখাগুলো ফাকা___ফাকা করে লিখেছে।তা নাহলে মনে হয় ৫০ পৃষ্ঠাও যাইতোনা। আমার অনুরোধ রইলো বইটা যাতে কেউ না কিনে।
Was this review helpful to you?
or
অডিওতে যেমন সুন্দর করে গল্প বলা হয়েছে বইটি তেমন সুন্দর হয় নাই।
Was this review helpful to you?
or
আফনান ভাই, খুবই দুঃখিত—এই বইটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। হরর থ্রিলার পড়ার যে এক্সাইটমেন্ট নিয়ে শুরু করেছিলাম, তার কিছুই এখানে খুঁজে পাইনি। লেখার ভঙ্গি বেশ দুর্বল লেগেছে, একই কথা বারবার রিপিট করা হয়েছে, যার ফলে পড়ার অভিজ্ঞতা একঘেয়ে ও হতাশাজনক হয়েছে। ব্যক্তিগতভাবে, আমি মনে করি—যদি হরর থ্রিলার লেখেন, তাহলে তা যেন পাতার বাঁশি বা ভয়ের শিহরণ এর মতো গা ছমছমে অনুভূতি তৈরি করে। এই ধরণের দুর্বল কনটেন্ট পাঠকের আগ্রহ কমিয়ে দেয় এবং হরর ঘরানার প্রতি বিরূপ মনোভাব তৈরি করতে পারে।আর দেখার ধরন এতোই বাজে যে একি কথা বারবার ছাড়া অন্য কোন লেখা দেখি না। পুরাই বিরক্তিকর ব্যাপার।
Was this review helpful to you?
or
This book has religious significance, requiring respect while reading in a pure place and in a state of purity. I'd classify this book as Islamic Supernatural Thriller, blending paranormal elements with a strong religious & mystical context.