User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ফালতু বই।কেউ কিনে টাকা নষ্ট করবেন না।ওরাকল পাবলিকেশন্স থেকে এটা আমি মোটেও আশা করি না যে তারা এত ফালতু বই বাজরে ছারবে।
গতমাসে বইটা হাতে পেয়ে সব কাজ ফেলে দিয়ে তখুনি খুলে বসলাম, কারণ কিছুদিন আগেই লেখিকার 'জাগরনে যায় বিভাবরী' বইটা পড়েছি। এককথায় অসাধারণ ছিলো। নামের কারণেই ভেবেছিলাম এই বইটাও তেমন ধরনের কিছু, কিন্তু ভুমিকা পড়ে ততক্ষণে জানা হয়ে গেছে যে 'আধারের যুবরাজ' একটা উপন্যাস। সমস্ত থ্রিলিং এ পানি ঢেলে বইটা আবার বন্ধ করে রেখে দিলাম। কারণ গত কয়েকদিন এ ফেইসবুক/রকমারী এর রিভিউ দেখে বেশ কয়েকটা উপন্যাস পড়েছি- হয় একেকটা হিন্দি সিরিয়াল নতুবা হুমায়ুন আহমেদ এর বইয়ের প্রতি লাইনের কপি। তাই আপাতত উপন্যাস পড়ার কোনো ইচ্ছাই ছিলো...See More
লেজিট থিসিস করে ফেলা যাবে এই বই দিয়ে।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এর থেকে ভাল কিছু হয় না বিপ্লব বোঝার জন্য।
এই বইটিতে ৭২ এর সংবিধান নিয়ে গণপরিষদের বিতর্কের চিত্রটি ফুটে উঠে৷ সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি মনের অজান্তেই একটা রেস্পেক্ট চলে আসে৷ বেশিরভাগ বিতর্ক তিনি একাই করেছেন যদিও তার প্রায় সব প্রস্তাবনাই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়৷
Good plot. Good story telling. Enjoyed every moment of story build up for both time frame. Linkage between time frames was good . But connecting dots at the end could have been narrated better. Felt the writer is in hurry to finish the story. but still it seemed okay. overall, a very good book for thriller lover out there. to me its 4.5 out of 5
স্বাধীনতাত্তোর বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা
শরদিন্দু শেখর চাকমা
বইটি পড়ে মনে হয়েছে এটা এক পাক্ষিক লিখা। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস জানার জন্য এই বই যথেষ্ট না। কারণ আমরা এক পাক্ষিক কোনো কিছু বিচার করতে পারি না। ধন্যবাদ
বইটিতে নিকোলো টেসলাকে নিয়ে অনেক মিথ এবং ফেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং নিকোলো টেসলার আত্নজীবনির অনুবাদ করা হয়েছে। সর্বপরি বইটি ভালো
মুহাম্মদ আল-ফাতিহ (কনস্টান্টিনোপল বিজয়ের মহানায়ক সুলতানের জীবন-উপাখ্যান)
ড. আলী মুহাম্মদ সাল্লাবি
বইটি বেশ বোধগম্য সাবলীল ভাষায় অনুবাদ করা হয়েছে। আমি ভালো পাঠক নই তবে আমার কাছে বইটি ভালো লেগেছে
বই নিয়ে কিছুই বলার নাই অসাধারণ একটা বই