User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
প্রথম আলোতে এই লেখকের গদ্য পড়েছিলাম। ভালো লেগেছে। তার লেখা সুন্দর কিন্তু ছোট লেখা। আরো বড় লেখা হলে উপকৃত হতাম আমরা।
Jorurat BSTI Recruitment Guide Written Type - BUET
মোঃ নিজাম উদ্দিন
তেমন ভাল না, তবুও দিলাম ৩ স্টার কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে। পেইজ কোয়ালিটি বাজে।
বইটি পড়ে যে কেউ জীবন নিয়ে নতুন করে চিন্তা করতে শিখবে আশা করা যায়। জীবনের উদ্দেশ্য কে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে বইতে। আর মানতেই হবে সুস্থতাই আল্লার সব চেয়ে বড় নেয়ামত।
অনেক মজার একটি বই। একজন আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক তৈরিতে এটি ভূমিকা রাখবে।
"জাহিদ অন্তু ভাইয়ার লেখা 'প্রণয়িনী' সত্যিই অসাধারণ! বইটি কেবল প্রেমের গল্প নয়, বরং আন্দোলন, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও বাস্তবতার চিত্র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। অয়ন, সেঁজুতি ও পার্বতীর চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে আমার সামনে উঠে এসেছে। ভাষা সহজ হলেও প্রতিটি সংলাপে গভীর আবেগ লুকিয়ে আছে। একবার পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত মন চায় না! আশা করি, ভাইয়া ভবিষ্যতেও আমাদের এমন দুর্দান্ত বই উপহার দেবেন।"
কোকিলটা বসন্তের আগমন আবাসে কুহু-কুহু ডেকে উঠল। চারকোণা কালো চশমার কাঁচ মুছে ক্যালেন্ডারের দিকে তাকাতেই চোখে পড়ল—আজ বসন্ত। চশমার কাচ কুয়াশায় ঝাপসা হয়ে আসছে, বাইরের শীতলতা আর অন্তরের উষ্ণতার দ্বন্দ্বে চোখের কোণে জমেছে অশ্রু। জীবন, যে সোনালি মুহূর্তগুলোকে একসময় উজ্জ্বল আলোয় দেখেছিল, এখন তারই স্মৃতিচিত্র বন্দি হয়ে আছে এক ফ্রেমবন্দি দৃষ্টিতে। সাদা-কালো-রঙিন কত শত স্মৃতির ভার বহন করে চলে এই দেহ, অথচ সে নিজেই জানে না তার সীমারেখা কদ্দুর। স্মৃতিরা বড় অদ্ভুত! কোনো এক প্রভাতের রোদ্দুরে তারা ঠোঁটের...See More
Waste of money. Totally disappointed. expected more. Not recommended
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার তাঁর রহমতে এই বইটি লেখা সম্ভব হয়েছে
আলহামদুলিল্লাহ , অনেক সুন্দর বই
আলহামদুলিল্লাহ, খুবই ভালো বই । এই রমাদানকে অর্থবহ করে তুলতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে এটি।