User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Md. Hasibur Rahman Bakul

      24 Dec 2024 07:41 PM

      Was this review helpful to you?

      or

      বইটির প্রথম অংশ খুব একটি ভাল লাগেনি আমার। মনে হয়েছে যে টেনে বড় করা হয়েছে। তিনি তার স্ত্রীর সামনে যেভাবে রিনির প্রশংসা যেভাবে করেছেনা, তা বাস্তবতা বিরোধী মনে হয়েছে আমার। তবে এটা সত্য যে, শেষে লেখক এমন কিছু লিখেছেন, তা সত্যই আমাকে মুগ্ধ করেছে। সত্যিই আমার অনুভুতি থমকে দাড়িয়েছে। দোয়া করি, প্রিয় লেখক যেন আরো ভাল ভাল ইসলামী উপন্যাস আমাদের উপহার দিতে পারেন। আমিন।

      By Mahbubul Hasan

      07 Oct 2024 10:57 PM

      Was this review helpful to you?

      or

      প্রতিটি নক্ষত্রও একদিন না একদিন হারিয়ে যায়৷ রেখে যায় শূন্যস্থান; কিন্তু জগৎ অধিপতি শূন্যস্থান পছন্দ করেন না বলেই হয়তো মৃত বৃক্ষেও ফুল ফোটি। কাঠ ফাটা রোদে খা খা প্রান্তরও বর্ষার জলে উর্বর সতেজ হয়ে ওঠে। পাতা ঝরা শীতের আলস্য কাটিয়ে ফের বসন্তের সোনালি সূর্য উদিত হয় নীল সামিয়ানায়। হ্যাঁ, এটাই তো জীবন। জীবনও রং বদলায়। পুরো বইটিকে ধারণ করতে উপরের বাক্যগুলোই যথেষ্ট। এক জীবনের মানুষের কাটিয়ে দেয়া প্রতিটা ধাপ লেখক এতটাই নান্দনিকতায় ফুটিয়ে তুলেছেন যে বইটা পড়তে গিয়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি কিছু কিছু জায়গায়। বোধ করি লেখকের সার্থকতা এখানেই, বইটা শুরু করার পর আর শেষ না করা পর্যন্ত বিভিন্ন ঘটনা মাথায় ঘুরছিলো শুধু। পাঠ সংক্ষেপ: গল্প কিছুটা এমন রাফিদ-ফাতিমা দম্পত্তি তাদের আদরের সন্তান রাইয়ানের অসুস্থততায় বিচলিত। রাইয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। ফাতিমাকে হাসপাতালে রেখে রাফিদ বাসায় চলে আসলে পুরোনো স্মৃতি জেগে উঠে। লাল মলাটে আবদ্ধ একটি পান্ডুলিপির উৎসর্গে রিনি নামের একটি মেয়ের নাম। কত নির্ঘুম রাত কেটে যায় রাফিদ-ফাতিমার। রাতের কথোপকথনের বিষয়বস্তু রিনি। রাফিদের সাথে কি সম্পর্ক রিনির তা পাঠক বুঝতে বইয়ের অনেকটা অংশ পড়ে শেষ করতে হবে। পাঠ প্রতিক্রিয়া: বর্তমান সময়ে ফাতিমার মতো মা, মেয়ে, স্ত্রী আমরা সবাই প্রত্যাশা করি। ভার্সিটির উঠতি বয়সে নতুন উদ্যম খেলে যায় আমাদের মনে। কেউ কেউ খেই হারিয়ে ফেলে জীবনের। কেউ আবার রবের উপর ভরসা করে নতুন করে পথ চলতে শিখে। স্রষ্ঠার ভালোবাসায় মগ্ন হলে সে হৃদয় আর শূন্য থাকে না৷ শূন্যতা পূরণের দায়িত্ব যখন স্রষ্টা নিজেই নিয়ে নেন তখন প্রাপ্তির খাতায় একটু বেশিই জমা হয়। দিনশেষে আমাদের যে একাকিত্বের আক্ষেপ থেকে যায় সেই শূন্যস্থানও একদিন পূরণ হয়ে যায়, তখন মানুষের অভাব মানুষের মাঝেই পুষিয়ে দেন স্রষ্টা। পাঠ পর্যালোচনা: বইয়ের উপজীব্য হলো শিশুকাল, যৌবন, বিশ্ববিদ্যালয়, বৃদ্ধকাল। জীবনের প্রতিটি স্তরের বর্ণণায় লেখক মুনশিয়ানা দেখিয়েছেন। খুব যত্ন করে প্রতিটি বিষয়ের বর্ণণা দিয়েছেন। প্রয়োজন অনুপাতে চরিত্রদের উপস্থাপন করেছেন। মূল গল্পে তিনটা চরিত্রের আনাগেনা সবচেয়ে বেশি ফাতিম, রিনি, রাফিদ। রিনির ফ্লোর কম থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু রিনিই। আরও চরিত্র রয়েছে আকবর কাকা, সোহান, শাহিন, ফাহাদ, তিশা, রিমি, রাফিদের বাবা-মা, রিনির বাবা, বোন রিমি চরিত্র গুলোতে প্রয়োজনের বেশি কোনো তথ্য লেখক দিয়েছেন বলে আমার মনে হয়নি। বইটা লেখক নতুন দর্শন এনেছেন। গতানুগতিক ধারার বাহিরে গিয়ে লেখক ইসলামিক বিষয়বস্তুুর চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন। ভালো লাগার দু-চারটে কথা: ১. পশ্চিম আকাশে ক্লান্ত চাঁদ নিশাচর বাদুড়ের মতো ডানা ঝাপটে বিদায়ের পসরা সাজিয়ে অপেক্ষায়। ২. নাই নামক বাস্তবতাকে মেনে জীবন কাটানোটা হয়তো কঠিন, কিন্তু আছে ভাবলেই বেঁচে থাকাটা যেন সহজ হয়ে যায়। ৩. নিছক কল্পনাতীত জীবনের এই গল্পগুলোতে তুমি ছিলে বলেই উপসংহারে আমি জীবনকে সুখ বলে সংজ্ঞায়িত করেছি। ৪. ভাঙতে ভাঙতে নদী যখন সমুদ্রেই মিশে যাবে, তখন ভাঙার কি প্রয়োজন ছিল? ৫. জীবন- সে তো একটি মাত্র শব্দ, জীবন গল্প? সে এক বিস্তর ইতিহাস, শুরুটা কান্নার, শেষটা কাঁদানোর। ৬. সত্য ও সুন্দরের বুদ্ধিবৃত্তিক অগ্রগতির মধ্য দিয়ে পদদলিত হবে মিথ্যা আর অযুক্তির ভিত্তিহীন চিন্তাচেতনার ৭. ভাষা যেখানে পরাজিত, অনুভূতি সেখানেই সরব হয়ে উঠে। ৮. তাইতো খোলা আসমান আর ভবঘুরে ওই জোছনার বিরামহীন আলোয় আমি খুঁজে ফিরি তোমার অদৃশ্য আলিঙ্গন। জানি এতটা কাছের তুমি নও। তাতে কি? অতটা দূরেরও-বা কবে ছিলে তুমি? খারাপ লাগা: ১. সোহানের চরিত্রের জন্য বিশাল প্লট সাজিয়ে শেষটায় তাড়াহুড়ো করেছেন বলে মনে হয়েছে। ২. জব্বার পাগলার চরিত্রের ভূমিকা বইয়ে খুব একটা চোখে পড়েনি। ৩. রাফিদের ভাইয়ের জনয় যথেষ্ট প্লট রাখা হয়নি৷ এই চরিত্রটিকে আরও কিছুটা সময় ফ্লোর দেয়া যেত। ৪. রিনি, ফাতিমার মাঝে লেখক সমতা রাখার চেষ্টা করেছেন, কিন্তু বারবার মনে হয়েছে ফাতিমা উপেক্ষিত। ৫. ফ্রি-মিক্সিংয়ের বর্ণণা দিয়েছেন, দ্বীনে ফেরার কথাও রেখেছেন লেখক কিন্তু ফ্রি-মিক্সিংয়ের খারাপ দিকটার কথাও তুলে ধরতে পারতেন। বেশকিছু বানানভুল চোখে পড়েছে, কোথাও কোথাও টাইপিং মিসটেকও ছিল। পাঠ অবয়ব: বইয়ের বিষয়বস্তুর সাথে প্রচ্ছদের চমৎকার সাদৃশ্যতা রয়েছে। পৃষ্ঠার মান যথেষ্ট ভালো মানের, পৃষ্ঠসজ্জাও ভালো লেগেছে লেখকের অন্যান্য বইয়ের চেয়ে৷ পেপারব্যাক বই হিসেবে বাইন্ডিং ভালো ছিল। বই পরিচিতি: বই: শূন্যস্থান- অনূভুতি যেথায় থমকে দাঁড়ায় লেখক: এনামুল হক ইবনে ইউসুফ প্রকাশনায়: মুহাম্মদ পাবলিকেশন পৃষ্ঠা সংখ্যা: ১৭২ মুদ্রিত মূল্য: ৩০০৳

      By 880****692

      26 Sep 2024 06:36 PM

      Was this review helpful to you?

      or

      "শূন্যস্থান"........ লেখকের অন্যসকল উপন্যাসের মতোই এক অনন্য উপন্যাসের নাম! আমাদের অনুভূতিরা মাঝেমাঝে থমকে দাঁড়ায়। আমরা ভুলে যাই আমাদের রবকে, নিজেদেরকে জড়িয়ে ফেলি হারাম কাজে!দীর্ঘ সময় হারামের সাগরে হাবুডুবু খেয়ে হয়তো কোনোভাবে ভুলটা বুঝতে পারি, রব আমাদেরকে সুযোগ দিলে ফিরে আসি আপন নীড়ে!" শূণ্যস্থান উপন্যাসটিতেও রাফিদ নামক এক যুবকের অতীত হারাম পথ থেকে আপন নীড়ে ফেরার কাহিনী বর্ণিত হয়েছে! পুরনো স্মৃতি ও আবেগময় এক উপন্যাস শূণ্যস্থান। উপন্যাসটা পড়া শেষ করার পর আমি আবিষ্কার করেছিলাম আমার চক্ষুদ্বয় থেকে নীরবে নিভৃতে অশ্রু ঝরছিল। শুধু অতীত স্মৃতি নয় উপন্যাসটিতে আছে রাফিদ-ফাতিমা দম্পতির সুখী জীবণের চিত্র!যদি বর্তমান স্বামী- স্ত্রীর সম্পর্ক রাফিদ-ফাতিমার মতো হতো,তাহলে হয়তো চারদিকে এত বিচ্ছেদের সংবাদ শুনতে হতোনা আমাদেরকে। যাইহোক, "হারামে যে সুখ নেই,হালালেই প্রকৃত সুখ "এই কথাটিই আমাদের শিক্ষা দেয় "শূন্যস্থান "উপন্যাসটি। উপন্যাসটি যে কেউ পড়লেই মুগ্ধ হবেন ইনশাআল্লাহ!

      By labu ibrahim

      25 Sep 2023 12:21 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ একটি বই ছিল শূন্যস্থান।

      By ms taslima

      27 Jul 2023 11:06 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় টক, ঝাল আর মিষ্টি?এই উপন্যাসে প্রিয় মানুষকে হারানোর কষ্ট আবার প্রিয় মানুষকে কাছে পাওয়ার অন্য রকম এক অনুভূতি পাওয়া গেছে।আশা করি যে বইটা পড়বে সে এক বসাতেই বইটা পড়ে শেষ করতে পারবে❤️

      By MN Islam (আলিফ)

      25 Jul 2023 12:55 PM

      Was this review helpful to you?

      or

      alhamdulillah,Onek Valo akta boi, young sokoler porar dorka, Apni amar future bow k aita gift korbo, Fatemar Character ta amar onek valo legeseh

      By Shishir hasan

      28 Feb 2023 08:09 PM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah.another great book ❤️

      By Samiul Islam

      28 Feb 2023 07:58 PM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah.Another great book form the beloved writer.

      By The Chief

      28 Feb 2023 07:47 PM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah. This book is about coming back to Islam. I have learnt a lot from this book and I recommend this book to every Muslim brother and sisters.

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!