User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আলহামদুলিল্লাহ প্রিয় শায়খ আপনার রচিত "মাহে রমজানের ২৭ আমল" আমাদের চিল্লার জামাতে ফাজায়েলে আমলের মত নিত্যদিনের পাঠ্যবই হয়েছে। সাধারণ জনগণ এর মাধ্যমে খুবই উপকৃত হয়েছেন এবং আপনার জন্য দোয়া করেছেন।
কবিতাগুলো আবৃত্তি করার মত
আলহামদুলিল্লাহ! ড. মিজানুর রহমান আজহারি রচিত "এক নজরে কুরআন" বইটি গত দুই দিন আগে হাতে পেয়েছি। বইটি হাতে পাওয়ার আগে মনে হয়েছিল বইটির দাম অনেক বেশি, কিন্তুু বইটি হাতে আসার পর ধারনা পাল্টে গেলো। বইটির লেখার গুনগত মান, বাইন্ডিং, কালার আর্ট পেপার খুবই প্রিমিয়াম কোয়ালিটির। সেই অনুযায়ী বইটির দাম বেশি নয়। বইটি হাতে পাওয়ার পর এর কিছু অংশ পড়েছি। পড়ে মনে হলো কুরআন নিয়ে এ ধরনের গবেষণা লব্ধ বই বাংলা ভাষায় এই প্রথম, পৃথিবীর অন্য ভাষায় হয়তো থাকতে পারে। ব্যতিক্রমধর্মী এ বইতে কুরআনের সারনির্যাসকে গবেষণা করে ভ...See More
"আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি একটি must-read বই!"
বইটি পড়ে আমার কাছে মনে হয়েছে এইটা "লক্ষ্য অর্জনের গল্প" "কঠিন পরিস্থিতিতে কীভাবে অটুট থাকা যায়, তার এক অনবদ্য উপাখ্যান। লেখক সমসাময়িক সমাজের চ্যালেঞ্জগুলোকেও সুক্ষ্মভাবে তুলে ধরেছেন। প্রতিটি পাতায় শিক্ষণীয় কিছু না কিছু আছে।"
বই পড়া তেমন অভ্যাস নেই কিন্তু ইচ্ছা আছে অনেক তাই একজনের সাজেস্ট নিয়ে জোরে সোরে কিনে ফেললাম "যদি লক্ষ্য থাকে অটুট" বইটি।
A nice book
আমি মোঃ নাজমুল, আমি বইটা কিনেছি, এবং কিছুটা পড়েছি আমার কাছে অসাধারণ লেগেছে, যাই হোক পুরোটা পড়ে আরো একটা রিভিউ দিবো।
#অনেস্ট_রিভিউ বই: #অন্য_জগৎ ধরণ: সাই-ফাই থ্রিলার লেখক: খোন্দকার মেহেদী হাসান #অবসর থেকে প্রকাশিত গত বছর, খোন্দকার মেহেদী হাসানের লেখা সায়েন্স ফিকশন "টাইম লুপ" খুবই ভালো লেগেছিলো। তারই ধারাবাহিকতায় এই বইটা কেনা। বিরতি দিয়ে "অন্য জগৎ" দুই দিনে শেষ করলাম। #গল্পের_প্লট: গল্পের মূল চরিত্র আরিয়ান। সে ইউনিভার্সিটির প্রফেসর। আরিয়ানের ওয়াইফ আনিলা। গল্পের শুরুতে আনিলা এক্সিডেন্টে মারা যায়। এতে আরিয়ান অনেক ভেঙে পড়ে। একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। তখন আরেক প্রফেসর শিহাব উদ্দিন, আরিয়ানকে প্যা...See More
রমজান ইবাদতের বসন্ত। মুমিনের জন্য রমজানের প্রতিটা ক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানকে অর্থবহ করতে প্রত্যেকের জন্য এই বইটি অন্যতম গাইডলাইন হতে পারে বলে আমি মনে করি । আমি পড়ছি, পুরো রমজান জুড়ে পড়ব, আমলে রাখব ইনশাআল্লাহ।