User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মোটামুটি ভালো
Was this review helpful to you?
or
কাহিনীটা অনেক সুন্দর । আমি গল্পের শেষে নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি । এন্ডিং এ যদি আগের জগতের আরিয়ান এ জগতে থেকে যেত এবং এই জগতেই আরিয়ানকে নিজের জগতে পাঠাতো তাহলে গল্পটা স্বার্থপরের মত হয়ে যেত । সত্যিই আরিয়ানের শেষের কাজটি ভালো ছিল । ?❤️
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
#অনেস্ট_রিভিউ বই: #অন্য_জগৎ ধরণ: সাই-ফাই থ্রিলার লেখক: খোন্দকার মেহেদী হাসান #অবসর থেকে প্রকাশিত গত বছর, খোন্দকার মেহেদী হাসানের লেখা সায়েন্স ফিকশন "টাইম লুপ" খুবই ভালো লেগেছিলো। তারই ধারাবাহিকতায় এই বইটা কেনা। বিরতি দিয়ে "অন্য জগৎ" দুই দিনে শেষ করলাম। #গল্পের_প্লট: গল্পের মূল চরিত্র আরিয়ান। সে ইউনিভার্সিটির প্রফেসর। আরিয়ানের ওয়াইফ আনিলা। গল্পের শুরুতে আনিলা এক্সিডেন্টে মারা যায়। এতে আরিয়ান অনেক ভেঙে পড়ে। একসময় আত্মহত্যার পথ বেছে নেয়। তখন আরেক প্রফেসর শিহাব উদ্দিন, আরিয়ানকে প্যারালাল ইউনিভার্সে যাওয়ার প্রস্তাব দেয়। সাথে সাথেই আরিয়ান রাজি হয়ে যায়! উদ্দেশ্য প্যারালাল ইউনিভার্সে থাকা আনিলাকে, তার নিজের জগতে নিয়ে আসা। এভাবে কাহিনী এগিয়ে যেতে থাকে... #সমালোচনা: গল্পে বেশ কিছু লজিক্যাল ভুল সহজেই ধরতে পারা যায়! এখানে তিনটা সমস্যার কথা তুলে ধরলাম। প্রথম সমস্যা: (৫০ পৃষ্ঠা) এখানে অন্য ইউনিভার্সে ভ্রমণ করার যন্ত্র বা যাওয়া-আসাকে একেবারে ছেলেখেলার মতো করে তুলে ধরা হয়েছে। আবার, অন্য ইউনিভার্সের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে টেলিপোর্টেশনের পদ্ধতি বা যন্ত্র এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সেগুলো নেহায়েত খেলনার মতো। যেমন- কোনো একটা গ্যারেজে ঢুকে সুইচ বোর্ডে টেলিপোর্টেশন যন্ত্রের লাইন লাগালেন, সুইচ দিলেন, আর টেলিপোর্ট হয়ে গেলো। দ্বিতীয় সমস্যা: (৩৭ পৃষ্ঠা) ভিন্ন ফ্রিকোয়েন্সির দুইটা ইউনিভার্স। অথচ, দুইটা আলাদা ইউনিভার্সের আনিলার মোবাইল নম্বার একই, সিম একই! অথচ, এদিকে আরিয়ানের মোবাইলের সিম নেটওয়ার্ক পায় না! তৃতীয় সমস্যা: (২১ পৃষ্ঠা বনাম ৯৩-৯৪ পৃষ্ঠা) ২১ পৃষ্ঠার ১৮ নং লাইনে উল্লেখ আছে, "অল্প সময়ের জন্য দুইটা ইউনিভার্সকে কানেক্ট করে দেবে।" কিন্তু ৯৩ থেকে ৯৪ পৃষ্ঠার বর্ণনায় সময়টা আর অল্প থাকে না, অনেক্ষণ হয়ে যায়। #ফলাফল: গল্পটাকে সব মিলিয়ে ভালোই বলা যায়, উপভোগ্য। লেখকের উপস্থাপনা যথেষ্ট মননশীল। আমার মনে হচ্ছে, গল্পে লেখক মূল চরিত্রটিকে পজিটিভ থেকে শেষমেশ নেগেটিভ হিসেবেই উপস্থাপন করেছেন। আরিয়ান চরিত্রটি একজন ইউনিভার্সিটির প্রফেসর, অথচ তিনি ইউনিভার্সিটির কোন ক্লাস নেন না। তিনি শুধু তার কন্টাক লেন্সটা দিয়ে আনিলাকে দেখে, যখনই সুযোগ পায় তখন কন্টাক্ট লেন্স ব্যবহার করে দূর থেকে আনিলাকে অবজার্ভ করে। তার অন্য কোন কাজ নেই! এছাড়া, মূল চরিত্রদের (আরিয়ান এবং আনিলা) ন্যাকামো টাইপের কথোপকথন অনেক বোরিং লেগেছে। গল্পের শেষের দিকে আরিয়ান চরিত্রটিকে আরো বেশি নেগেটিভ করে দেখিয়েছেন লেখক, যার ফলে গল্পের এন্ডিং-টা ভালো লাগেনি। আর, বইটা মোটেও সাই-ফাই থ্রিলার নয়। এটাকে সাই-ফাই ফ্যান্টাসি বলা যায়। #রেটিং: ৬/১০ #শেষ_কথা লেখককে অনেক ধন্যবাদ তার পরবর্তী প্রকাশিতব্য বই পড়তে উৎসাহিত না করার জন্য। তবে, লেখককের "টাইম লুপ" সায়েন্স ফিকশন অনেক ভালো। টাইম লুপ গল্পে একবার ঢুকে পড়লে শেষ না হওয়া অব্দি আপনার মনোযোগ ধরে রাখবে। "টাইম লুপ" সায়েন্স ফিকশন বইটা অবশ্যই পড়তে পারেন। আরও কিছু তথ্য: প্রচ্ছদ: জুলিয়ান পৃষ্ঠা সংখ্যা: ৯৬ প্রকাশিত হয়েছে: ২০২৪ (তৃতীয় মুদ্রণ)
Was this review helpful to you?
or
বইটি অর্ডার করার ২দিনের মাথায়ই ডেলিভারি পেয়ে গেলাম। খুবই ফাস্ট ডেলিভারি। পড়া শুরু করে দিয়েছি। ২ পাতা পড়েই বইয়ের মধ্যে হারিয়ে গিয়েছি৷ এক কথায় অসাধারণ। ধন্যবাদ খোন্দকার মেহেদী হাসান স্যার কে বইটি লেখার জন্য। এবং ধন্যবাদ রকমারি কে বইটি তারাতাড়ি ডেলিভারি দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
এখনো পড়া শুরু করিনি আশা করি ভালো কিছু শিখতে পারবো বইটি থেকে।?
Was this review helpful to you?
or
Darun laglo.....Shuvo kamona, Eto valo boi khub kom porsi.
Was this review helpful to you?
or
অসাধারণ লিখেছেন স্যার।(মাল্টিভার্স) কনসেপ্ট নিয়ে অসাধারণ গল্প ?
Was this review helpful to you?
or
Excellent Book to read. Very impressive thank you.
Was this review helpful to you?
or
আরাকটা অসাধারণ বই। টাইম লুপ বইটার মতোই এটাও দারুন আনন্দ নিয়ে পড়লাম। দ্রুত বই ডেলিভারি পেয়ে এক বসাতেই শেষ করেছি। দুই জগতের আরিয়ানের মুখোমুখি হওয়া আর আনিলাকে নিয়ে দ্বৈরথ এবং শেষে ফিনিশিং খুবই টাচি। অনেক ধন্যবাদ লেখককে। এই ধরনের বই আরোও চাই।