User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By 880****020

      21 Oct 2024 04:33 PM

      Was this review helpful to you?

      or

      This is a great book of sir Mark Towen. ata pore amar onek valo legeche

      By Shafkat Khan Siam

      01 Oct 2024 03:24 PM

      Was this review helpful to you?

      or

      Good book for children. Nice read.

      By Jannatul Ferdos

      20 Feb 2024 12:50 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই। পড়া শুরু করলে শেষ না করে ওঠা যায় না।

      By Rahat

      22 Oct 2022 11:22 AM

      Was this review helpful to you?

      or

      excellent book.I love it❤️❤️

      By Mohammad Emranul Islam

      25 Feb 2022 03:06 PM

      Was this review helpful to you?

      or

      A good book to have. The paper quality could have been better.

      By Mimi

      15 Mar 2023 04:20 PM

      Was this review helpful to you?

      or

      ??

      By Abrar Zarif

      21 Jan 2022 11:27 AM

      Was this review helpful to you?

      or

      খুব ভাল বইতি

      By saiful islam siam

      05 Dec 2021 05:22 PM

      Was this review helpful to you?

      or

      motamoti

      By Abu Hena Md. Masood (Russel)

      02 Nov 2021 02:06 PM

      Was this review helpful to you?

      or

      Good Book.

      By lol

      24 May 2021 07:01 PM

      Was this review helpful to you?

      or

      এক ধাক্কায় পড়ে ফেলছি

      By Ashik

      19 Apr 2021 01:30 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By Shanaya Subah Tushi

      16 Feb 2021 12:10 PM

      Was this review helpful to you?

      or

      Book of Tom Sawyer is full of adventures and fun.

      By Farhan Rashid

      08 Feb 2021 08:44 PM

      Was this review helpful to you?

      or

      টম সয়ারের বই পড়ার একটা প্রচন্ড ইচ্ছা থেকে বইটি অর্ডার দিয়েছিলাম। দুষ্টু-জ্বালাতনকারী টম এর ব্যাবহার-কর্মকাণ্ড, বেকির সাথে টমের সুন্দর মূহুর্ত, সিডের সাথে শত্রুতা, হাকলবেরি ফিনের সহচর্যে এডভেঞ্চার প্রীতি লাভ, এডভেঞ্চারে গমন,শহরে খুনের রোমহর্ষক ঘটনায় টমের ঘটনাক্রমে জড়িয়ে যাওয়া, এরপর খুনী ইনজুন জোর পরিণতি এবং সবশেষের থ্রিল সবকিছু মিলিয়ে বইট দারুণ একটি কম্বিনেশন।

      By Aronno

      26 Sep 2020 11:01 AM

      Was this review helpful to you?

      or

      Really great book. I enjoyed the book so much that I could not put the book aside whille reading the book.Its thrilling and also chilling. I hope that the reader would find great pleasure during reading the book.???

      By LABIB AL IMRAN

      27 Jun 2020 02:18 PM

      Was this review helpful to you?

      or

      amar kache motanoti legeche bolte gele,temon রোমাঞ্চকর লাগেনি. adventure gulao temon kisu na khubi choto khato adventure tao adventure bolle vul hobe kono dik deai ta adventure a pore na.apnara chaile pore dekhte paren amr kache motamoti legeche

      By Nazim hossain

      05 Nov 2019 06:21 PM

      Was this review helpful to you?

      or

      টম সয়ার শহরের সবচেয়ে দুষ্ট ছেলে। তার কাজে সবাই অতিষ্ঠ। তার সৎ ভাই সিড অবশ্য সব সময় ওত পেতে থাকে টমকে শায়েস্তা করার জন্য। কিন্তু তাই বলে টম কখনো দমে যায় না। বাড়ি থেকে পালিয়ে দুই বন্ধু জো আর হাক কে নিয়ে গড়ে তোলে জলদস্যুর দল। এক সময় টম পছন্দ করে বেকিকে। কিন্তু বেকি টমের সাথে খারাপ ব্যবহার করে অভিমান করে। এতে টম দুঃখ পেয়ে আবার অদৃশ্য হয়ে যায়। একসময় টম আর হাক গুপ্তধন এর খোঁজে নামে। তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় ঈনজুন জো নামের শয়তান এক লোক। টম কি পারবে তার উদ্দেশ্য সফল করতে?

      By THANVIR R RAHMAN

      14 Oct 2019 12:05 AM

      Was this review helpful to you?

      or

      কিশোর বয়সের জন্য সবচে উপযোগী একটি বই। কাহিনী এগুতে থাকে টমের সব এডভেঞ্চারাস কাহিনীর মধ্যে দিয়ে । গুপ্তধন, অজানা দ্বীপে ভ্রমণ, গুহায় এডভেঞ্চার... আরো কতো সব এড ভেঞ্চারাস কাহিনী... এভাবেই টমের হাত ধরে এগিয়ে যায় দারুণ এই কাহিনী । পাঠক একবার হাতে নিলে ছেড়ে উঠতে দেবে না এই বই

      By Anika Nowshin

      12 Sep 2019 01:28 PM

      Was this review helpful to you?

      or

      #rokomarireview টমের মধ্যে একজন দুরন্ত ছেলের মনের নমনীয়তা আর নিজের প্রিয়জনের জন্য অসামান্য ভালোবাসা প্রকাশ পায়। কিশোর বয়সে মুখোমুখি হতে হয়েছে অনেক প্রতিকূলতার সম্মুখিন হয়েছে কিন্তু দমে যায় নি এত টুকুও। ছোট বড় সকলের জন্য আদর্শ বইয়ের নমুনা হতে পারে বইটি।

      By Nivea Haque

      31 May 2019 10:25 PM

      Was this review helpful to you?

      or

      বই : দুঃসাহসী টম সয়্যার মূল লেখক : মার্ক টোয়েন রূপান্তর : অনীশ দাস অপু প্রকাশনী : পাঞ্জেরী পাবলিকেশ। কাহিনী সংক্ষেপ : দুরন্ত এক কিশোর টম সয়্যার। এতই দুরন্ত যে নিজের পোষা বিড়ালকে মাথা ব্যাথার ওষধ খাইয়ে দেয়। টমের দুরন্তুপনার কোন শেষ নেই। দুরন্ত হলেও টম প্রচণ্ড দুঃসাহসী। টমের সহপাঠী বান্ধবি বেকি। বেকির সাথে ঝগড়ার পর হঠাৎ নিরুদ্দেশ হলো টম। বেকি টম কে খুঁজে না পেয়ে কান্না শুরু করে। ওদিকে টমের সাথে দেখা হয় আরেক বখাটে কিশোর হাকলবেরি ফিনের। দুই দুরন্ত কিশোর একত্রে শুরু করে নানান দুঃসাহসিক অভিজান। গোরস্থানে গিয়ে টম আর হাক ঘটিয়ে আসে দূর্ঘটনা। বিড়ালকে মাথা ব্যাথার ওষধ খাইয়ে দেয়া থেকে শুরু করে জলদস্যু অভিজান কী করেনি টম। টম আর হাকের সবচাইতে দুঃসাহসিক অভিযান ছিল, গুপ্তধনের খোঁজে বের হওয়া। টম আর হাক কি শেষ পর্যন্ত গুপ্তধন খুঁজে পায়? আর কী কী দুঃসাহসিক দুরন্তপনা করল টম সয়্যার আর হাকলবেরি ফিন? ভয়ংকর খুনি ইনজুন জো এর এক খুনের সাক্ষী টম। কী হবে এখন টমের? টম কি বাঁচতে পারবে জো এর হাত থেকে? জানতে হলে যে, এক্ষুনি পড়ে ফেলতে হবে দুঃসাহসী টম সয়্যার। পাঠ আলোচনা : মার্ক টোয়েন কে নিয়ে কিছু বলার নেই। তবে বইটির কিছু কিছু জায়গায় ঘটনাগুলো অতিরঞ্জিত লেগেছে। টমের জীবনের ঘটনাপুঞ্জ আসলে লেখকের শৈশবেরই নানান ঘটনার প্রতিচ্ছবি। কিশোরদের জন্য মার্ক টোয়েন বইটি লিখলেও আমার মত বড় কিশোররাও পড়তে পারেন। পুরো বইটিতে টম সয়্যার আর হাকলবেরি ফিনের দুরন্তপনা আর দুঃসাহসের গল্পই তুলে ধরা হয়েছে। আমার কাছে ভাল লেগেছে দুঃসাহসী টম সয়্যার। আপাদেরও ভাল লাগবে আশা করি।

      By Anirudha Rahul

      04 Oct 2014 01:22 PM

      Was this review helpful to you?

      or

      মার্ক টোয়েন স্যারের সবচেয়ে আলোচিত বিখ্যাত চরিত্র টম সয়ার,বই "দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়ার" - আমার পড়া অন্যতম সেরা অ্যাডভেঞ্চারাস বই।টমের ছোটোবেলার দুরন্তপনা,দস্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া কিংবা টম-হাকল- জো এর অ্যাডভেঞ্চার দল তৈরি সবকিছুতেই যেনো একটা মোহনীয় ভাব আছে।বইটা অন্তত একবার যে পড়বে,সে বইটা আরো কতোবার যে পড়বে তার ইয়ত্তা নেই।তবে যতোবার ই পড়া হোক না কেনো প্রতিবার ই কাহিনী নতুনের মতো লাগবে।সবমিলিয়ে চমৎকার একটি বই "টম সয়ারের দুঃসাহসিক অভিযান"।

    • Was this review helpful to you?

      or

      আমি যখন সবে মাত্র ক্লাস ফাইভ বা সিক্সে, তখন হাতে পাই টম সয়্যার এর এডভেঞ্চার। বইটি পড়ার পরে কয়েকদিন যে কি ঘোরের মাঝে কেটেছে, সে জানি আমি, আর জানতে পারে আমার মত কিশোর বয়সী পাঠকেরা। এডভেঞ্চার এবং উত্তেজনার খোঝে হন্যে হয়ে ঘুরে বেড়ানো এক কিশোর এর কাহিনী এই বইটি। কিশোর বযসের যে অদ্ভুত এক দুনিয়া থাকে, যাকে আমরা কম বেশি সবাই পার করে এসেছি, সেই অদ্ভুত দুনিয়ারই এক নিখুত ছবি একেছেন মাক‌‌‌‌‌‌‌‌‌র্ টোয়েন। টমাস সয়্যার, গ্রামের দুষ্টু ছেলে, এখানে সেখানে নানা রকম অপক‌‌‌‌‌‌‌‌‌র্ম করে বেড়ানোই যার কাজ, রাত দুপুরে গুপ্তধন খুজতে বার হওয়া, বন্ধুদের সাথে মজা করতে দিয়ে বিপদে পড়া, ক্লাসের সুন্দরী মেয়েটির প্রেমে পড়ে যাওয়া, চোর ডাকাতের হাতে পড়তে বেচে ফিরে আসা, এবং শেষ পয‌‌‌‌‌‌‌‌‌র্ন্ত এক অসাধারন এডভেঞ্চার এ জড়িয়ে পড়া... এ সব মিলেই এডভেঞ্চার অভ টম সয়্যার। কিশোরদের জন্য অবশ্য পাঠ্য বই।

      By Tanzila

      13 May 2014 07:30 PM

      Was this review helpful to you?

      or

      টম ভীষণ দুষ্ট ছেলে। তার জ্বালায় অতিষ্ঠ নগরবাসী। শহরের দুষ্টতম ছেলে সে। সে তার পলিখালার সাথে থাকে। টমের সৎভাই সিড টমের সকল কাজের খবর দেয় খালাকে। আর ফলাফলে শাস্তি পায় টম। টম ও সিডের সম্পর্ক অনেকটা সাপে-নেউলে। কিন্তু তাতে কি হয়েছে? টমকে দমিয়ে রাখা এত্ত সোজা? সে তার কার্যকলাপ অবাধে চালিয়ে যায়।টম ভীষণ পছন্দ করে তারই সহপাঠিনী বিচারক জেফি থ্যাচারের মেয়ে বেকিকে। বেকি একটু পাত্তা না দিলেই তার মন ভেঙে যায়। বেকিকে অন্য কারও সাথে দেখলে রাগে তার শরীরে আগুন ধরে যায়। অথচ বেকির সাথে তার খুঁটিনাটি নিয়ে ঝগড়া লেগেই থাকে। টমের উপযুক্ত সঙ্গী হাক্‌লবেরী ফিন্‌, একজন ভবঘুরে ছেলে, যার বাবা মাতাল। টমের বয়সীর সবার চোখে হাকলবেরী ঈর্ষার পাত্র। কারণ তাকে অন্যদের মত পড়াশোনা করতে হয় না, গীর্জায় গিয়ে প্রার্থনা করতে হয় না। টমের সকল কুকর্মের সাথী এই হাকল্‌বেরী। রাতের বেলায় গুপ্তধন খুঁজতে যাওয়া, কিংবা নৌকা নিয়ে অজানা দ্বীপের উদ্দেশ্যে ভেসে যাওয়া- সব কাজেই আছে সে।একরাতে টম-হাকলবেরী আর জো গঠন করল “জলদস্যুর দল”। তের বেলায় ভেলা নিয়ে বেরিয়ে পড়ল মিসিসিপি নদীতে। এক দ্বীপে গিয়ে উঠল। প্রায় ছয়দিন ওখানে কাটাল। ওদিকে টম আর জো’কে না পেয়ে তাদের পরিবার তো কেঁদেকেটে শেষ। তারা ভেলার হদিশ না পেয়ে ধরে নিল, টম-জো মারা গেছে। যে শহরের মানুষ তাদের উপস্থিতির যন্ত্রনায় অতিষ্ঠ, সেই শহরের অধিবাসীরাই সবচে’ বেশি কাঁদল। রবিবার, শেষকৃত্যের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হয়ে সকলকে তাক লাগিয়ে দিল টম-জো। ওরাও বুঝতে পারল, শহরের মানুষ আসলে ততটা খারাপও নয়! কিন্তু ঘটনাক্রমে টম আর হাক্‌ রাতের আঁধারে ইনজুন জো’কে দেখে ফেলল ডাক্তার রবিনসনকে খুন করতে। ইনজুন জো দোষটা চাপাল মাতাল মাফ পটারের ওপর। বেচারী পটারকে পুলিশ ধরে নিয়ে গেল। টম আর হাক ভয় পেয়ে গেল। ওরা প্রতিজ্ঞা করল, ওরা কাউকে কিছু বলবে না। কিন্তু অপরাধবশত টম কোর্টে সত্যি কথা বলে দিল। পটার মুক্তি পেল। কিন্তু পালিয়ে গেল ভয়ংকর প্রতিহিংসাপরায়ণ খুনী ইনজুন জো! সে প্রতিশোধ নিতে চায়। তাকে ধরার জন্য পুরষ্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু কেই তাকে খুঁজে পাচ্ছে না। এদিকে ‘গুপ্তধন’ খোঁজা খেলা খেলতে যেয়ে পুরানো ভাঙা আর ভূতুড়ে ঘরে ইনজুন জো আর ওর সহকারীকে দেখল ওরা। সাবধান থাকিল, যেন খুনী জোও ওকে দেখে না ফেলে। ওরা দেখল যে ইনজুন জো সত্যিকার গুপ্তধন খুঁজে পেয়েছে। ওরা পিছন পিছন গেল। খুনীরা এক হোটেলে উঠল। হাক্‌ ওদেরকে অবিরাম ফলো করল। কিন্তু এক পর্যায়ে সে হারিয়ে ফেলল ওদের। এদিকে টম আর বেকি সহ অন্যরা পিকনিক করতে এক দ্বীপের গুহায় ঢুকল। টম আর বেকি ঘটনাচক্রে হারিয়ে গেল! পথ খুঁজে পাচ্ছে না ওরা, যে গুহায় দিনেও রাতে অন্ধকার। ওদের মোমও ফুরিয়ে গেছে। এদিকে খাবারও নেই। একদিন পর ওরা গলার আওয়াজ শুনল, ভাবল সার্চপার্টি এসেছে। কিন্তু ওরা দেখল যে সার্চপার্টি নয়, ভয়ংকর খুনী জো! কোনমতে পালাল ওরা। এদিকে বেকি আর চলতে পারছে না। কিন্তু টমের দুর্দান্ত বুদ্ধির কারণে ওরা বেরোতে পারল। ওদেরকে সুস্থ দেখে সবাই-ই খুশি। এদিকে বেকির বাবা গুহার মুখ বন্ধ করে দিল, যেন আর কেউ ঐ ভয়ংকর গুহায় ঢুকতে না পারে। শুনে অজ্ঞান হয়ে গেল টম। গুহায় যে ইনজুন আছে!। গুহার মুখ ভাঙা হল, পাওয়া গেল মৃত জোকে! কিন্তু তার কাছে তো গুপ্তধন নেই! কোথায় গেল? টম আর হাক আবার ঢুকল সেই ভয়ংকর গুহায়! টম আর হাক্‌ কি গুপ্তধন খুঁজে পাবে??

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!