User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ সৃষ্টিগুলো আমাদের দেশের পাঠকের হাতে তুলে দেবার যে মহৎ প্রয়াস বিশ্বসাহিত্য কেন্দ্র নিয়েছে, তার অংশ হিসেবেই এই বইটি প্রকাশ করা হয়। এই সংকলনে সাতটি অনবদ্য ছোটগল্প স্থান পেয়েছে। এটুকু নিশ্চিতভাবেই বলা যায়, এই সংকলনটি নবীন পাঠকদের পৃথিবীর শ্রেষ্ঠ ছোটগল্পকারদের সাথে ভালভাবেই পরিচয়ের সুযোগ করে দেবে। এই সংকলনে স্থান পাওয়া গল্পগুলো হল আলেক্সান্দার পুশকিনের লেখা লক্ষ্যভেদ, এডগার এলান পোর লেখা কাল বিড়াল, গী দ্য মোপাসাঁর লেখা নেকলেস, আন্তন চেখভের লেখা নির্বাসনে, ও হেনরির লেখা উপহার, ম্যাক্সিম গোর্কির লেখা মানুষের জন্ম এবং জ্যাক লন্ডনের লেখা জীবন তৃষ্ণা। রুশ লেখক পুশকিনের লেখা লক্ষ্যভেদ গল্পে একটি শিকারের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন রাশিয়ার জীবনবাস্তবতা ফুটে উঠেছে। রুশ জাতির শিকারের প্রতি অদম্য আগ্রহ, কাউকে ছাড় না দেয়ার মানসিকতা আর সামরিক জীবনের টুকরো স্মৃতি এই গল্পে জীবনঘনিষ্ঠভাবে ফুটে উঠেছে। বিশ্ববিখ্যাত আমেরিকান লেখক এডগার এলান পোর কাল বিড়াল গল্পে তাঁর স্বভাবসুলভ কিছুটা রহস্যময়তা স্থান পেয়েছে। এই গল্পে দেখা যায় ক্ষণিকের এক ধ্বংসাত্মক আবেগ থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। অবশ্য আবেগটাকে আপাতদৃষ্টিতে ক্ষণিকের মনে হলেও তা আসলে ছিল দীর্ঘদিনের জমানো ক্ষোভের পুঞ্জীভূত বহিঃপ্রকাশ। ফরাসি লেখক গী দ্য মোপাসাঁর লেখা নেকলেস গল্পটি আমার ব্যক্তিগতভাবে এই সংকলনের গল্পগুলোর মধ্যে সবচেয়ে ভাল লেগেছে। একটা নেকলেসের হারানোর ঘটনাকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হয়েছে। এখানে লেখক শিল্পীর তুলির আঁচড়ে এক অনবদ্য নিম্ন-মধ্যবিত্ত নারীমূর্তি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। সেই নারীর স্বপ্ন-স্বপ্নপূরণের গল্প আর শেষের দিকে একটি ভুলের খেসারত তাকে কিভাবে সারা জীবনভর দিতে হয়েছে সেই মর্মন্তুদ কাহিনী উঠে এসেছে। আন্তন চেখভের নির্বাসনে গল্পটি হল নিঃসঙ্গতা আর ব্যর্থতার উপাখ্যান। মার্কিন লেখক ও হেনরির লেখা উপহার গল্পটি এক দরিদ্র নবদম্পতি বিবাহবার্ষিকীতে পরস্পরকে উপহার দিতে গিয়ে যে আর্থিক দৈন্যতার দ্বারা পর্যুদস্ত হয়েছে তার করুণ কাহিনী। শেষে এক অনাকাঙ্খিত ট্র্যাজেডি এই গল্পকে অনন্য সৃষ্টিকর্মের পর্যায়ে উন্নীত করেছে। ম্যাক্সিম গোর্কির লেখা মানুষের জন্ম গল্পটি এক দুঃসহ যাত্রার পথিমধ্যে এক অসহায় তরুনীর সন্তান জন্মদানের গল্প। জ্যাক লন্ডনের জীবনতৃষ্ণা গল্প মূলত এক উন্নত জীবনবীক্ষণ। এই গল্প পড়ে পাঠক জীবনকে আরও নিবিড়ভাবে অনুধাবন করতে পারবেন। যারা ছোটগল্প পছন্দ করেন বিশ্বসাহিত্যের কেন্দ্রের সেরা ছোটগল্প (প্রথম খণ্ড) তাদের জন্যে অবশ্যপাঠ্য একটি বই। আমার এই রিভিউ যদি আপনাদের এই বইটি পড়তে উৎসাহিত করে তবেই আমার পরিশ্রম সার্থক।