User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শুরুতেই সাবধান করছি সকলকে এই ডিভিডি কেনা থেকে। কারণ ডিভিডি আমি কিনেছি এবং যে ভিডিওগুলো দিয়ে তারা এটাকে কমপ্লিট ফাইভার সল্যুশন বলে দাবি করছে তা অনলাইনে একটু ঘুরাঘুরি করলেই হাজার হাজার ভিডিও পাওয়া যায়। পার্থক্য শুধু সেগুলো ইংরেজি অথবা অন্য কোন ভাষায় আর উনারা এটাকে আমাদের মাতৃভাষা বাংলাতে করেছেন। ডিভিডি কেনার জন্য তাদের গ্রুপ থেকে বিজ্ঞাপন দেওয়া হয় ফেসবুকে। আমি সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করি। গ্রুপের মেম্বার দেখে তাদের বিশ্বস্তই বলে মনে হয়। তারা এই বলেও বুঝানোর চেষ্টা করে যে ডিভিডি ক্রয় পরবর্তী সময়ে ফাইভার বিষয়ক যেকোন সমস্যাতে তারা সাপোর্ট দিবে।
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
আমি রকমারি থেকে এই ডিভিডি সহ অনেক বই ও ডিভিডি কিনেছি। এইটার মতো বাজে মানের আর পুরাতন আমলের ডিভিডি একটাও পাই নি। আব্দুল কাদের ভাইয়ের এইচটিএমএল-সিএসএস, ওয়ার্ডপ্রেস, এসইও, হাসান জুবায়ের ভাইয়ের গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ, সুবিন ভাইয়ের সি প্রোগ্রামিং অনেক উন্নতমানের ভিডিও ছিলো। সেই তুলনায় এই ডিভিডির ভিডিওর মান যেমন খারাপ, তেমনি এতে শেখানো কোড এখনকার ডিভাইসে আর সাপোর্ট করে না, শেখানোর সিস্টেমও অত্যন্ত বাজে। ৫০০ টাকা সবার জন্য খুব বেশী না হলেও অনেকের অনেক কষ্টের টাকা। এই ডিভিডি কিনে ৫০০ টাকার পুরোটাই পানিতে যাবে। এক পয়সাও লাভ হবে না। আমি এইটার পরে পিএইচপি-মাইএসকিউএল বিষয়ক কোন ডিভিডি কিনিনি ঠিকই, কিন্তু অনেক কিছু শিখেছি ইউটিউব, w3schools.com আর অন্যান্য সাইটের কল্যানে। কিন্তু এই ডিভিডি থেকে এক লাইনও শিখতে পারিনি। অথর ভাইকে বলছি, আরে ভাই, লেটেস্ট ভিডিও ছাড়তে না পারলে পুরাতন ভিডিও মার্কেটে রাখেন কেন? আপনি ডাক্তার হলে তো ব্যাকডেটেড ঔষধ দিয়ে মানুষ মেরে ফেলতেন(!) অতি সত্বর ঔষধ দুঃখিত ডিভিডি তুলে নেন .