User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই বইটির প্রোডাকশন খুব বাজে। দাম বাড়িয়ে প্রোডাকশন কোয়ালিটি বাড়ানো উচিত। ৫১০ টাকা দিয়ে নীলক্ষেত প্রিন্ট নেয়া সত্যিই হতাশাকর।
Was this review helpful to you?
or
এই বইটি আমি অনেক আগে সরাসরি ভারত থেকে আনিয়ে পড়েছিলাম যখন নিউ মার্কেট বা নীলক্ষেত ছাড়া আর কোথাও ভালো গল্পের বই পাওয়া যেত না। আমার পক্ষে মন্তব্য লিখে লেখককে সঠিক সম্মানে ভূষিত করার ক্ষমতা নেই এরর তা করার চেষ্টাও করতে পারবো না। চাদের পাহাড়ের লেখককে বাংলার খুব কম মানুষের অচেনা যারা বই পড়েন। বাংলাদেশের কম বেশি সবাই পথের পাঁচালী সিনেমাটা শখ করে দেখেছেন, আরণ্যকও সম্ভবত ছোটদের অনেকের পড়া, অপরাজিত সিনেমাও হয়তো অনেকে দেখে থাকবেন, ইছামতীও অনেকের হয়ত পড়া।।মোটকথা এটি এমন এক উপন্যাসের বই যার অর্ধেক গল্প আমরা বহু বছর থেকে দেখে শুনে আসছি। বাকি ৩টি উপন্যাসও তাহলে আর বাকি থাকবে কেন? পড়ে ফেলুন, লাভ বৈ লোকসান হবে না। বিভূতিবাবুর ভাষাটা একটু কঠিন লাগতে পারে আজকালকার ছেলে মেয়েদের কিন্তু পড়তে শুরু করলে আস্তে আস্তে সয়ে আসবে। জীবনের গভীরতার অর্থ বুঝতে এখন এসব বই জরুরী হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়া সমাজের জন্য। তাইতো এখন আবার পাঠককে নতুন করে পড়তে উত্সাহী করবার জন্য প্রতিনিয়ত বড় বড় প্রডাকসন কোম্পানিগুলো এই গল্পগুলো থেকে সিনেমা বানাচ্ছে। কেন বানাচ্ছে এসব গল্প থেকে? কারণ এগুলো বাংলা সাহিত্যের অসাধারণ সৃস্টি যা অন্য কোনো লেখা দিয়ে পূরণ করা সম্ভব না। বইয়ের মূল্যের ব্যাপারে আমার প্রবল আপত্তি আছে কিন্তু যেহেতু ভারত থেকে আমদানিকৃত তাই এই ব্যাপারে আর কিছু বললাম না, যার পোষাবে সে কিনবে।