User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যদি আপনার মন খারাপ থাকে - আপনার জীবনে বিনোদনের অভাব - তাহলে বইটি পড়ুন আর বিনোদন লাভ করুন
Was this review helpful to you?
or
জিকু ছেলেটাকে আমি চিনি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি পড়তাম ফার্মেসী আর সে পড়ত ফিজিক্স! যাই হোক এই ছেলেটাকে আমার ভালো লাগত কারন সে ভোঁটকা ছিল। নিজে ভোঁটকা হওয়াতে যে কোন ভোঁটকা ছেলে মেয়ে কে দেখলেই আমার কেন জানি খুব আপন আপন লাগে! জিকুর সাথে আমার কখনোই অত খাতির ছিল না। কিন্তু ফেবু তে আসার পর আমি তো পুরা টাস্কি। এইটা কিরে ভাই! এত পুরা প্রতিভার ডিব্বা! পেট ভরতি বুদ্ধি! আর সেই খানে প্রতিভা গিজ গিজ করতেসে! যাই হোক। তখন থেকে আমি ওর লেখা পরতে শুরু করলাম। ফেবু স্ট্যাটাস গিলতে শুরু করলাম। জিকু জানে না কিন্তু তার স্ট্যাটাস ফেবু তে আসলেই আমি নটি পাই। নটি আমারে বলে জিকু স্ট্যাটাস দিসে দেখ দেখ! বিভিন্ন ব্লগে জিকুর লেখা আমি পরসি। এর পর বের হল জিকুর এই বই। ছোট বেলা থেকেই চটি বই এর প্রতি আমার একটা আকর্ষণ ছিল। এই কারনে কিনা জানি না আমি মোটা বই পরতে পারি না। ছোট বই পড়ি তাও কয়েকদিন ধরে শেষ করি। জিকুর এই বইটা কিনে আমি প্রথম গেলাম বিসিটি তে। একটা কাম ছিল। বান্ধবী আসার কথা। তাই অপেক্ষা করতেসি। তখন পরা শুরু করলাম। পরতেসি তো পরতেসি। এর মাঝে বান্ধবী আসছে। বলে চল। আমি কইলাম একটু আস্তে। আগে পইরা লই। এই বই শেষ না কইরা আমি কিছু করতে পারুম না। অসাধারণ সাবলীল লেখা। খুব ভালো হইসে। প্রত্যাশার লেভেল টা বাড়ায় দিলি দোস্ত!
Was this review helpful to you?
or
জিকো ভাই'র 'বেকায়দা' পড়ে মনে হলো, উনি অনেকদূর যাবেন। সহজিয়া রম্য আর অদ্ভূত সেন্স অব হিউমারের মিশ্রণ তার এই প্রথম প্রকাশিত বইটি। একজন লেখকের সবচেয়ে বড় সফলতা কোনটি? নিশ্চয় পাঠক শ্রেনী ধরতে পারা। বক্তব্য, সামাজিক বার্তা তো পাঠক মহল সৃষ্টির পরই আসে। এ ক্ষেত্রে উনি শতভাগ সফল। একজন সম্পূর্ণ নতুন লেখকের লেখা বইটি পাঠক শেষ না করে উঠতে পারছেনা, এটা বিরাট কিছু। আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে জানতে চাচ্ছে, এই লেখকের আর কি বই আসছে? আগের দিনই বেকায়দা কিনে ফিরছে সে। মানুষকে আনন্দ দেয়ার এই কঠিন কাজটি জিকো ভাই করে গেছেন খুব সহজে, শুভকামনা। বেকায়দা এবং ব্লগ প্রেক্ষিতঃ যারা জিকো ভাইকে ব্লগে অনুসরণ করেছেন, তারা জানবেন এখানের অধিকাংশই ব্লগে ছিলো। এবং তার মুগ্ধ পাঠক কিংবা শুভাকাংখীরা খুব করেই চাইছিলেন তার লেখাগুলোর সংকলন হোক। অদ্ভূত সুন্দর রম্য গুলো এক কাভারের নিচে পেতে কে না চাইবে! তাই বলবো, ব্লগ পাঠকরা এই লেখাগুলো, লেখার ধরণ সম্পর্কে পরিচিত বলেই অতি আগ্রহে বইটি কিনে ফিরেছে। এখানে আনন্দ বৈ কিছু ছিলো না। একটি সফল ও আশাজাগানিয়া শুরুকে কতিপয় দূর্মোখ হিংসাকাতর হয়ে দেখতেই পারে। তাতে লেখকের কিছু যায় আসে না। লেখকের মুল শক্তি তার পাঠকেরা, নিন্দুকেরা না। অসংখ্য শুভকামনা জিকো ভাই। পরবর্তী বইয়ের অপেক্ষায় থাকলাম।
Was this review helpful to you?
or
ভাল্লাগছে! কেন ভালো লাগছে এটা জানার জন্য বইটা পড়া মাস্ট! I'm recommending this book to all! do buy n read :) have a good time!
Was this review helpful to you?
or
জীবনে কতবার বেকায়দায় পড়েছেন? জীবনে একবারো পড়েন আর না পড়েন, রাসয়াত রহমান জিকোর লেখা "বেকায়দা " বইটা আপনাকে পড়তেই হবে। বাংলা ব্লগ জগতে জিকো অনেক পরিচিত একটি নাম। তার বেকায়দা আর খলিল সিরিজ অনবদ্য দুইটা সৃষ্টি। আহসান হাবীবের করা মজার প্রচ্ছদ। তাই বইটা দেখে আর দেরী করলাম না, সাথে ফ্রি মিলল লেখকের সই আর পুরান ঢাকার আচার। প্রথম টা পেয়ে আমি খুশি আর দ্বিতীয় টা পেয়ে আমার বউ। বাসায় এসে বই টা আর আমি হাতেই পেলাম না, বউ আগে পড়ে শেষ করল। চুপি চুপি বলে রাখি সে রস একটু কম বুঝে, কিন্তু জিকোর লেখা বেকায়দা পড়ে তার অট্টহাসি দেখে আমিই একটু বেকায়দায় পড়ে গেলাম । ভিতরের গল্পের বর্ননা আমি দিয়ে আর আপনাদের মজা নষ্ট করতে চাই না, খালি এটুকু বলতে পারি যে , যারা মন খুলে হাসতে চান, এই বই কিনে তারা ঠকবেন না। কানাঘুষায় শুনলাম প্রথম সংস্করন নাকি শেষ!!!!!!!!! পুনশ্চঃ লেখক নিজে আমাকে বলেছেন, "ভাই আপনে পড়েন ভাল কথা, কোন বাচ্চা কে দিয়েন না পড়তে, অন্তুত ১৮... থুক্কু ২২ বছর বয়স হবার আগে না।"
Was this review helpful to you?
or
এই বইয়ের জন্য সবকাজ আমিই করেছি। এবং বইটি বের করার পরামর্শও জিকো ভাইকে ও প্রকাশক ভাইকে প্রথম আমিই বলি। কারণ আমি জানি জিকো ভাই আর যা কিছুই হোক আর না হোক, জিকো ভাইয়ের মানুষকে হাসানোর দক্ষতা আছে। এ কথা আমি বইয়ের ফ্ল্যাপেই লিখেছি। তিনি ভাই সহজ সাবলীলভাবে লিখতে পারেন। এটা তার একটা যোগ্যতা। তবে লেখাগুলো কেমন যেনো এলোমেলো লেগেছে। আরো গোছালো হলেও হতে পারতো বলে মনে করি। এখানে আমারও দোষও থাকতে পারে, গল্প কেন সিলেক্ট করে নিলাম না? ঐ যে মেলার আগে ট্র্যাডিশন, তাড়াহুড়ায় কাজ করো, বই চললে আবার এত কথা কি? নিঃসন্দেহে জিকো ভাই আমার দৃষ্টিতে আরিফ জেবতিক ভাইয়ের পর একজন সফল পজিটিভ ব্লগার। তিনি নতুন তাই কিছু ক্রুটি থাকতে পারেই। এগুলোকে নিয়ে এতটা মাথা ঘামানোর কিছু নেই। হিমু এখন আর নেই। তাই বলে আমাদের হাসি থেমে থাকবে তা তো না। কেউই ভুলের উর্ধে না। জিকো ভাই মহামানবও নন, তাই তিনিও ভুলের উর্ধে নন। আমার দৃঢ় বিশ্বাস, জিকো ভাই যেভাবে লিখছেন, তাতে তিনি অনেক দূর যাবেনই। এতে কোন সন্দেহ নাই। তাই তাঁকে কষ্টও করতে হবে। অল দ্যা বেস্ট জিকো ভাই।
Was this review helpful to you?
or
দারুণ! এক কথায় দারুণ একটা বই! জিকো ভাইয়াকে চিনি মূলত ব্লগ থেকে। তার লেখা আমায় অনুপ্রাণিত করে। আগামী দিনে আরও অনেক অনেক বেশী ভাল কিছু তার কাছ থেকে আমরা পাব, এটা আশা করাই যায়!
Was this review helpful to you?
or
লেখাগুলোর অনেকগুলোই সামু ব্লগে পড়েছি, হেসেছি এক সময়। এখন ও মনে হলে হাসি আসে, আর রম্য হচ্ছে কাতুকুতু দিয়ে হাসি না, রম্য হচ্ছে যা পড়ে মানুষ প্রাণোচ্ছল ভাবে হাসে সেটাই, আর কারো কথা জানিনা সে দিক থেকে আমার ভালো লেগেছে, কিছু তো ত্রুটি আছেই, আশা করি পরবর্তী লেখায় সেটাও আর থাকবে না। শুভকামনা রইল এবং নতুন বই এর অপেক্ষায় রইলাম। :)
Was this review helpful to you?
or
যেভাবে জিকো ভাইয়ের ব্লগের লেখাগুলো পড়তাম, ফেসবুকের পোস্টগুলো দেখতাম, সেভাবে জিকো ভাইকে বইটিতে খুঁজে পাইনি। খুবই খারাপ লাগলো। ছোটমুখে একটা কথা বলতে চাই, আপনার মনে হয় না এত দ্রুতই লেখালেখির জগতে আসাটা উচিৎ ছিলো। ফেসবুকের আপনার পোস্টে অনুরোধ করতে দেখে বইটি কিনেছিলাম। চরমভাবে আশাহত জিকো ভাই। সর্যি। আপনার রসবোধ বইয়ে তেমনভাবে পাই নাই। খুবই কষ্ট নিয়ে সহ্য করে সময় ধরে বইটা পড়েছি। আশা করি এরপর আপনি ভেবে চিন্তেই বইয়ের জন্য লিখবেন। শুভকামনা রইলো।
Was this review helpful to you?
or
লেখক জীবনে অনেক বিড়ম্বনার মধ্যে পড়েছেন এটা বোঝা গেছে। তবে লেখার মাঝে তেমন কোন প্রাঞ্জলতা নেই। একটানে পড়া যায়নি। সবথেকে বড় যেই জিনিসটা খটকা লেগেছে, তা হল প্রথম বই হিসেবেই আত্মজীবনী বই। রম্যের কিছু কিছু জায়গায় অবশ্য ভিন্নধরণের উপমা ব্যবহার করতে দেখা গিয়েছে। আর বেশিরভাগ রসিকতাগুলোই কাতু-কুতু দিয়ে হাসানোর চেষ্টা কিংবা সস্তা দরের অশ্লীলতা দিয়ে ভরা। আমার যতদূর মনে হয় লেখকের সাহিত্যের ভাণ্ডার তেমন সমৃদ্ধ নয়। এমনও হতে পারে চাপের মধ্যে থেকে তিনি গল্পগুলো লিখেছেন। আশাহত হলাম। আর আমি এখানে কোন ধরণের কাঁদা ছোড়াছুড়ির জন্য কিংবা হিংসাত্মক কথা বলার জন্য কমেন্ট করিনি। আমি যে পরিমাণ আশাহত হয়েছি, তার ক্ষোভ নিয়েই কথাগুলো বলেছি। এতে যদি কেউ দালালি(Engr Abu Jannat হতেও পারেন, না-ও হতে পারেন) করে অন্য কিছু মনে করে, তাহলে ধরে নিতে হবে তার মানসিকতায় সমস্যা আছে। একজন পাঠক হিসেবে আমি আমার ভালো-লাগা, মন্দ লাগার গঠনমূলক মন্তব্য করতেই পারি। জিকো ভাইও তেমনটাই মনে করেন বলেই আমার বিশ্বাস। :)
Was this review helpful to you?
or
বেকায়দা একটা সহজ সরল রম্য গল্পের বই। লেখক ইতিমধ্যে সামহোয়ার ইন ব্লগে ব্লগার জিকসেস নামে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। তার সেন্স অফ হিউমার মারাত্বক। আমি সর্বপ্রথম ব্লগে তার "খলিল সিরিজ" পড়েছিলাম। তার "ফেইসবুকে ৩২টা থাপ্পর দিয়া ১টা দাত ফালাইয়া দিমু" নামে একটা ফান গ্রুপও আছে। সেগুলার স্ট্যাটাসগুলোও খুব উপভোগ্য। বেকায়দা মূলত একটা রম্য গল্পের সংকলন। লেখক তার নিজের জীবনে চলার পথে যেরকম বেকায়দায় পড়েছেন তার বিশদ বর্ণনা। সেটা তার স্কুলে ভর্তির প্রথম পরীক্ষা থেকে শুরু করে ফিজিক্স নামক যন্ত্রনাদায়ক সাবজেক্টের অনার্স কোর্সের ভাইভা, চাকরিক্ষেত্রে বিরম্বনা, এমন কি লোকাল বাসে চড়ে কেমন বেকায়দায় পড়েছেন আর অন্যদের কেমন বেকায়দায় ফেলেছেন তিনি তা নিজের সহজাত রসিকতা করার ক্ষমতা দিয়ে অনন্য করে তুলেছেন। এর বাইরেও তার কিছু রম্য গল্প এই বইয়ে আছে। যার মধ্যে "শয়তান" গল্পটার কথা না বললেই না। আরেকটা মজার গল্প "রচনা" আমরা ক্লাসে যাদের অমনযোগী, আহাম্মক জানি তাদেরকে যদি তাদের মত করে ট্রেইন করা যায় তাহলে মজার মজাও হয় আবার পড়ার পড়াও হয়। এই বইয়ে একমাত্র পাঠ্যবই উপযোগী শিক্ষনীয় ব্যাপার হচ্ছে নিউটনের গতির সুত্র ৩টা কবিতা আকারে দেয়া আছে। সেটাও খুব মজাদার। সব মিলিয়ে বইটা আমার খুবই ভাল লেগেছে। লেখকের জন্য শুভ কামনা। তার খলিল সিরিজ বই আকারে চাই। রম্যর বাইরে তার গতানুগতিক সাহিত্যের দক্ষতাও রম্যের মতই ভাল। রম্য লেখক পরিচয়ের আড়ালে যেন তা হারিয়ে না যায় সে কামনা করি।