User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রবীন্দ্রনাথকে সত্যরূপে চেনা, জানা ও বোঝার জন্য প্রথমেই প্রয়োজন তাঁর অনিন্দ্য ভাবমূর্তির বিনির্মাণ। এর পরে তাঁর মানবিক দোষত্রুটিগুলোর নির্ভুল মূল্যায়ন করে কিছু নম্বর কাটা গেলে যেতে দেওয়া যায়। রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি নম্বর কাটা যাবে পিতামহ দ্বারকনাথের প্রতি তাঁর অকৃতজ্ঞতাজাত বিতৃষ্ণার জন্য। রবীন্দ্রজীবনের অনুজ্জ্বল অঞ্চল পাঠের মধ্য দিয়ে জানা যাবে ব্যক্তি রবীন্দ্রনাথের নানা দিক।যা পাঠক-গবেষক উভয়ের কাছেই নানা কারণে কৌতূহলোদ্দীপক এবং চিত্তাকর্ষকও বটে।
Was this review helpful to you?
or
গতকাল লাইব্রেরি থেকে ২০১৩ সালের একুশের বইমেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আবদুশ শাকুরের 'রবীন্দ্রজীবনের অনুজ্জ্বল অঞ্চল' বইটা আনলাম। রবীন্দ্রনাথের উপর গবেষণাধর্মী গ্রন্থ। আলোচ্য বইয়ের বিষয়বস্তু মূলত রবীন্দ্রনাথের ব্যাক্তিগত জীবন। তবে তাঁর জীবন বিশ্লেষণ করতে গিয়ে লেখক তাঁর সাহিত্যর আশ্রয়ই মূলত নিয়েছেন। বইটি পড়ে আমি যতটুকু বুঝেছি তাতে লেখকের বইটি লেখার মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথের পাপশূন্য ভাবমূর্তির খোলস ভেঙে রক্ত-মাংসের রবীন্দ্রনাথকে বৃহত্তর পাঠকসমাজের সামনে তুলে ধরা। আমি লেখকের এই উদ্দেশ্যেকে সাধুবাদ জানাই। আমি রবীন্দ্রনাথের অনেক বড় গুণমুগ্ধ ভক্ত, কিন্তু রবীন্দ্রপূজারী নই। কিছু রবীন্দ্রভক্ত রবীন্দ্রনাথকে দেবতার পর্যায়ে নিয়ে গেছেন। তারা উনার ব্যক্তিগত জীবনকেও শতভাগ শুদ্ধ মনে করেন। আমি তাদেরকে কোনভাবেই সমর্থন করি না। এবং আমি বিশ্বাস করি যারা রবীন্দ্রনাথকে দেবতাজ্ঞান করেন, তারা ভুল ধারণার সাথে সহবাস করছেন। এই ভুলটা ভাঙ্গানোর উদ্দেশ্যেই বইটা মূলত লেখা। কিন্তু এই সত্যটাকে লেখক যেভাবে প্রকাশ করেছেন, তাতে আমি বারবার আহত হচ্ছি। একটা গ্রন্থ যখন শুধু ধ্বংসাত্মক বা নেতিবাচক সমালোচনার উদেশ্যেই লেখা হয়, এবং বিশেষভাবে রবীন্দ্রনাথের পর্যায়ের একজন মানুষকে নিয়ে, তখন আসলে খুব বেশি সতর্ক থাকা বাঞ্ছনীয়। লেখার ধরনে এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আবদুশ শাকুর যতবেশি রবীন্দ্রনাথকে ক্ষতবিক্ষত করছেন, ততই তিনি নিজেকে সাহসী এবং অনন্য বোধ করছেন। আর এই ধরনের ক্ষেত্রে সত্যের প্রকাশ বাধাগ্রস্থ হতে বাধ্য। তবে লেখকের রবীন্দ্রনাথকে নিয়ে যেই বিস্তর পড়াশোনা অবশ্যই তা প্রশংসার দাবীদার। উনি যেই বিস্তৃত উৎসসমূহ থেকে তথ্য সংগ্রহ করেছেন তাও নিঃসন্দেহে বেশ কষ্টসাধ্য কাজ। যাই হোক, আপনারা যারা রবীন্দ্রনাথের বিষয়ে আগ্রহী এবং গবেষণাগ্রন্থ পড়তে স্বচ্ছন্দ বোধ করেন তাদের কাছে বইটি ভাল লাগবে আশা করি।