User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Good writeup & beautiful cover!
Was this review helpful to you?
or
লেখকের কাছে আরও কিশোর উপন্যাস চাই। সহজ-সরল ভাষায় লেখার চমৎকার গাঁথুনি যে কাউকে আটকে রাখবে পড়ার সময। ঝরঝরে বর্ণনায় লেখা এমন দারুণ একটি উপন্যাস আমাদের উপহার দেওয়ার পর কেন নতুন উপন্যাস নিয়ে আসছেন না?
Was this review helpful to you?
or
আত্মীয়ের বাসায় ঘুরতে এসে বইটি পেলাম। বলা যায়, এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। লেখার স্টাইলও ঝরঝরে, সাবলীল, সহজপাঠ্য এবং মজার! দারুণ গল্পের প্লট। বন্ধুদের সহায়তা, একে অন্যকে সহযোগিতা করা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকাসহ শেষটাও অসাধারণ--বই পড়ার অভ্যাস গড়ে তোলার যে উদ্যোগ। পাশাপাশি এমন ডিটেইল প্রচ্ছদ সাধারণত চোখে পড়ে না। আমাদের দেশের বেশির ভাগই ফাঁকিবাজি প্রচ্ছদ। হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু ডিটেইল আঁকা হয় না। এই বইয়ের প্রচ্ছদশিল্পী বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য। সবমিলিয়ে কিশোরদের জন্য একটি দারুণ উপহার হতে পারে বইটি। তবে দুই একটা আপত্তি রয়েছে। যেমন-ইংরেজি স্যার প্রসঙ্গ। একজন স্যারের নাম কেন ‘বস্তা স্যার’ দিতে হবে? ফারুকের নাম কেন ফালু হতে হবে? ওটা ওর ডাক নাম হতে পারত। তবে এসব হয়তো ছোটখাটো বিষয়। লেখক নিয়মিত লিখলে আমাদের ভালো ভালো লেখা উপহার দিতে পারবেন। অন্যদিকে কিশোরদের বই হিসেবে ফন্ট সাইজ আরেকটু বড় হতে পারত। কাগজও আরও ভালো হতে পারত। এটা হয়তো প্রকাশক, হালকার ওপর ঝাপসা কাজ করে বেশি লাভ করতে চেয়েছেন। লেখার মান অনুযায়ী আরও ভালো প্রকাশনা সংস্থা বইটি প্রকাশের দাবি রাখে! রেটিং দিতে এসে মনে হয়, সমালোচনা করে ফেললাম।
Was this review helpful to you?
or
মফস্বল শহর হলেও স্কুলের ক্যাপটেন্সী নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কেননা পুরো জেলায় কেবল ওই একটা স্কুলেই ক্যাপটেনদের ব্যাপক আয়োজনে ক্যাপ ও ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এছাড়াও ক্যাপটেনের একটা প্রভাব রয়েছে স্কুল জুড়ে। রাতু, ফালু, সুজন, রাহু ও শাহেদ ক্লাস সেভেনে পড়ে। একজন বাদে ওদের মাঝেও চলে এই লড়াই। বড়দের চমকে দেওয়ার জন্য ওদের একটা পরিকল্পনা আছে। কিন্তু ছোট হওয়ায় সাহস পাচ্ছে না। তারপরও পরিকল্পনা অনুযায়ীই সামনে যাচ্ছে ওরা। এরই মধ্যে কয়েকটি ঘটনা ঘটে যায়। রাতু ঠ্যাং ভেঙে একদম বিছানায়। ক্লাসে আসে একজন নতুন ছাত্র। বস্তা স্যার স্কুলের বাইরে অথচ ফালু আর স্কুলে আসে না। হঠাৎ উধাও হয়ে যায় চশমা শাহেদ। নাই তো নাই। চারদিকে ছেলেধরার কথা শোনা যাচ্ছে। রাতের আঁধারে কাউকে না বলে ওরা বেরিয়ে পড়ি শাহেদকে খুঁজতে। পেয়ে যায় ছেলে ধরার সন্ধান। ছেলেধরার পিছু পিছু চলে যায় ভুতুড়ে জঙ্গলে...যেখানে দিনের বেলায়ও কেউ যায় না। এরপর শুরু হয় নানান কাহিনী। অন্যদিকে বার্ষিক পরীক্ষার ফলাফলে নতুন ক্লাসের ক্যাপটেনের নাম শুনে সবাই হতবাক! যে কখনও ক্যাপটেন হওয়ার জন্য লড়াই করে না, স্বপ্নও দেখে না সেই হলো নতুন ক্যাপটেন! যা কেউ ভুলেও ভাবিনি। কিন্তু সে সারাদিন টইটই করে ঘুরলেও কথা রেখেছে... কথা ছিল, ভালো করবে আগের থেকে। তাই বলে একদম ক্যাপটেন...! এভাবেই এগিয়ে গেছে কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপ্টেন’। দুর্দান্ত এই কিশোর উপন্যাসের চমৎকার প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার।
Was this review helpful to you?
or
আমার এক বন্ধুর মাধ্যমে বইটির খবর পেয়েছি। সে আমাকে বলার পর প্রায় এক বছর থেকে অপেক্ষা করছিলাম, বইটি কিনতে পাব কবে। কিন্তু এক বছরেও আমি বইটি কিনতে পারিনি। বারবার বলা হচ্ছিল, এটার প্রিন্ট শেষ। পরে আমার বন্ধুর কাছ থেকে বইটি ফেরত দেওয়ার শর্ত নিয়ে পড়েছি। এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি। ফালুর জন্য মাঝে মাঝেই একটু কষ্ট হয়েছে! চোখ ছলছল করেছে! এককথায়, দারুণ লেগেছে। আর শেষটা তো দারুণ। বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শেষ হয়েছে! লেখকের প্রতি অনুরোধ থাকবে, আরও বেশি কিশোর উপন্যাস আমাদের উপহার দিন। --রাকিবুল ইসলাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ঢাকা
Was this review helpful to you?
or
ক্লাস সেভেনের একদল দুরন্ত ছেলের গল্প নিয়ে তরুণ লেখক তানজিল রিমনের কিশোর উপন্যাস "আমাদের ক্লাস ক্যাপ্টেন"।লেখক তানজিল রিমন বা আমার শ্রদ্ধেয় বড় ভাই,তিনি এই ফাটাফাটি রকমের কিশোর উপন্যাসটির স্রষ্টা । ফেসবুক আর একটু একটু লেখালেখির সূত্রে তার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় । তাই পাঠকদের অন্তত এটুকু আশ্বস্ত করতে পারি যে উপন্যাসটি পড়ে অন্তত নিরাশ হবেন না,চারুকলার ছাত্র হলে লেখালেখিতে পাকা হাত আছে রিমন ভাইয়ের । তিনি তার পাঠকদের মনের তৃপ্তি পূরণে সক্ষম । এবার বইটির কথায় আসি । ক্লাস সেভেনের সেই দুরন্ত ছেলেদের বাস এক মফস্বল শহরে । রাতু,ফালু ,শাহেদসহ আরও কয়েকজন । এরপর নানা ঘটনা । রাতুর ঠ্যাং ভাঙা,ফালুর স্কুলে না আসা,শাহেদের হঠাত্ করে উধাও হয়ে যাওয়া,ক্লাসে নতুন ছাত্রের আগমন-ঘটতে থাকে একের পর এক । তারপরেও ভেতরে ভেতরে চলে ক্লাস ক্যাপটেন হবার প্রতিযোগীতা । এরপর ভয়ানক অ্যাডভেঞ্চার,ছেলেধরাদের পিছুপিছু । কিন্তু তারাই ধরা পড়ে গেল পুলিশের হাতে ? তারপর ??? অবশ্য সেই ছেলেধরার দলও ধরা পড়ে । শেষমেশ । কিন্তু ক্লাস ক্যাপ্টেন নির্বাচন ? কি আজব ! যে কোনদিন ক্লাস ক্যাপটেন হতেও চায়নি কেমন করে জানি সে ই হয়ে গেল ক্লাস ক্যাপটেন । এভাবেই নানা ঘটনার ঘনঘটায় জমে উঠেছে "আমাদের ক্লাস ক্যাপটেন"।