User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
৭০-৮০ এই দশকের ইতিহাসের পাঠ টা ৮০ পরবর্তী প্রজন্মের কাছেই কেমন যে ধোঁয়াচ্ছন্ন। আর নতুন প্রজন্মের কথা তো ভাবাই যায় না। কিন্তু উক্ত সময়ের ইতিহাসের বইগুলো কিনতে অথবা পড়তে, আমার মত ইতিহাসপ্রেমী পাঠক যার কিনা আমাদের দেশি ইতিহাস লেখকদের লেখা পড়ার অভিজ্ঞতা খুব একটা ভাল না, তারা হয়ত একটু ইত:স্তত বোধই করতেন। কারন এ দেশের রাজনৈতিক ইতিহাস কে অধিকাংশ লেখকই নির্মোহ জায়গা থেকে দেখেন নাই অথবা দেখাতে চান নাই। কিন্তু এই বইটি পড়ে আমি এতই মুগ্ধ হয়ে গেছি যে লেখক সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জেনারেল মইনুল হোসেন কে শ্রদ্ধা না জানিয়ে থাকতে পারা গেল না।। আপনাকে এই দেশটার জন্মের কঠিন সময়ে কঠিন সব দায়িত্ব গুলো পালন করার জন্যে আমার প্রজন্মের পক্ষ থেকে সালাম জানিয়ে গেলাম। বাংলাদেশ আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে।
Was this review helpful to you?
or
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাস নিয়ে লেখা অন্যতম সেরা বই। লেখক এখানে লিখেছেন তার মধ্যে ৯৯% ই তার চোখে দেখা দাবি করলে তা ভূল হবেনা। তিনি অত্যন্ত যত্নের সাথে এই বিষয়টি নিশ্চিত করেছেন যেন ইতিহাসের সাথে তার ব্যাক্তিগত মতামত মিশ্রিত হয়ে ইতিহাস বিকৃত না হয়। কিছু কিছু জটিল বিষয় তিনি খুব সহজ ও অল্পকথায় বুঝিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত আমার পড়া মুক্তিযুদ্ধ পরবর্তী Eyewitness Account এর মধ্যে সবচেয়ে পছন্দের বই। বইটি তিনি শুরু করেছেন মুক্তিযুদ্ধ দিয়ে এবং শেষ করেছেনও মুক্তিযুদ্ধ দিয়ে।
Was this review helpful to you?
or
চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
বইটিতে মূলত ৭১ পরবর্তী সময় থেকে শুরু করে স্বৈরাচারী শাসক এরশাদের ক্ষমতা গ্রহণ পর্যন্ত সময়াকালের কথা উঠে এসেছে। এর মধ্যে বেশ অনেকগুলো বিষয় জানা থাকলেও নতুন করে বেশ কিছু বিষয় জানতে পেরেছি। এন্থনি মাসকারেনহাসের লিগেসি অফ ব্লাড যে এরশাদের প্রণোদনাতে লেখা, এটি জানা ছিলো না। তার কাছে থেকে বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে ২৫ হাজার পাউন্ড পেত, যা কিনা কখনই ফেরত পাওয়া যায় নি এই বিষয়টি বেশ ইন্টারেস্টিং লেগেছে। এর বাইরেও বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িতদেরকে কিভাবে পরবর্তী সময়েগুলোতে বিভিন্ন পদে স্থাপন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, এদের বিষয়তে তৎকালীন সময়ে সেনাবাহিনী ও রাজনীতিবিদরা কি ধারণা পোষণ করতেন, এ বিষয়ে বেশ ভালো একটা ধারণা পাওয়া যায়। হুসেইন মুহম্মদ এরশাদের উত্থানের আলোচনা উঠে এসেছে এই বইতে, যেটা আগে সেভাবে পড়া হয় নি। সব মিলিয়ে চমৎকারই বলতে হবে বইটিকে। লেখনী খুব একটা সাবলীল বা গোছানো মনে হয় নি। তবে ফ্যাক্ট টেলিং এর ক্ষেত্রে নিউট্রালিটি বজায় রাখাটা বেশ কষ্টসাধ্য হলেও, এই ক্ষেত্রে লেখককে এই দায়িত্ব চমৎকারভাবেই পালন করতে দেখা গিয়েছে বলে মনে করি।
Was this review helpful to you?
or
Very good quality books.
Was this review helpful to you?
or
বইটি পড়ে ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
রাষ্ট্রীয় কোনো ব্যক্তির মুক্তিযুদ্ধ সম্পর্কে মতামত জানতে চাইলে এই বইটা বেস্ট। পুরোটাই অসাধারণ লেগেছে। কিন্তু কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট লেগেছে। লেখকের ইমেইল পাইলে তার নিকট সেগুলো মেইল করতাম। কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। যাই হোক, বইটা অসাধারণ। মুজিব হত্যা ও জিয়া হত্যা এরপর ইরশাদের উত্থান সবটুকুই উঠে এসেছে। ধন্যবাদ লেখককে
Was this review helpful to you?
or
Great writing, a true visionary.
Was this review helpful to you?
or
স্বাধীনতা পরবর্তী প্রেক্ষাপটের ইতিহাস জানার জন্য একটি অসাধারণ বই। সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে লেখকের অভিজ্ঞতা এবং ক্ষেত্রবিশেষে মতামত অনেক বিতর্কিত বিষয়ে সঠিক তথ্যের সন্ধান দিয়েছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ঘটনাবলি বর্ণ না করায় পাঠক অনেক অজানা তথ্য জানতে পারবেন।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। খুব বস্তুনিষ্ঠ লেখা। নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাসকে বর্ণনা করেছেন। আমাদের দূর্ভাগ্য যে উনি আর বেশী লিখে যেতে পারেননি।।
Was this review helpful to you?
or
This book has some hints of the plantation of agent of RAW in Bangladesh
Was this review helpful to you?
or
স্বাধীনতা পরবর্তী ১০ বছর বাংলাদেশের ইতিহাসে এক ঘটনাবহুল সময় যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বইতে অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্তভাবে লেখক তার অভিজ্ঞতায় এ ১০ বছরের বেশ কিছু ঘটনা তুলে ধরেছেন। সব মিলিয়ে আমার বইটি বেশ ভালো লেগেছে, চাইলে পড়তে পারেন।
Was this review helpful to you?
or
Wonderful book and true history of post 71
Was this review helpful to you?
or
Good book ?
Was this review helpful to you?
or
ভালো বই। বনর্নায় বাহুল্য নেই।
Was this review helpful to you?
or
True story written by a neutral, brave freedom fighter(most efficient
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Thoroughly Enjoyed the narratives by the major general
Was this review helpful to you?
or
বইটি মূলত ৭১ এর শেষ দিক থেকে স্বাধীনতার প্রথম দশকের ঘটনাবলী নিয়ে লেখা। অনেকটা দিনলিপির মতো করে ঘটনাসমূহ বর্ণনা করা হয়। এর লেখক মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (অব.) নিজেকে সেনাবাহিনীর প্রতি নিষ্ঠাবান বলে দাবী করেছেন, সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে থাকুক এমনটাই তিনি চাইতেন। মুজিবহত্যা ও জিয়াহত্যার সময় তিনি যথাক্রমে কর্নেল ও মেজর জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও এর কোনোটিতেই তাকে অভিযুক্ত করা যায়নি। এছাড়াও বইয়ের বর্ণনানুসারে তাকে সুশীল শ্রেণিভুক্ত করা চলে এবং অন্যান্য ঘটনাবলির আলোকে তার লেখাকে নিরপক্ষ দৃষ্টিভঙ্গির বলে বিবেচনা করা যায়। তবে কলেবরে বড় হয়ে ঘটনাসমূহের বিস্তারিত বিবরণ থাকলে এ বিষয়ে নিশ্চিত মতামত দেওয়া যেতো; যদিও ব্যক্তিগতভাবে আমার কাছে এর প্রয়োজনীয়তা আছে বলে মনে হয়নি। বইয়ের শুরুতে মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে যুদ্ধের কথা আলোচিত হয়েছে। আর বইটির শেষদিকে পরিশিষ্ট শিরোণামে রয়েছে মুক্তিযুদ্ধকালীন কিছু ঘটনার বিস্তারিত বিবরণ। যাহোক, অপারেশন জ্যাকপট বা ঢাকা দখলের অভিযানে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারতীয় বাহিনীর নেতৃত্ব পাকিস্তান আর্মিতে কর্মরত অনেক অনেক মুক্তিযোদ্ধাই মেনে নিতে পারেন নি, জেনারেল মইনুল তাদেরই একজন। ব্রিগেডিয়ার মিশ্রর নিষেধ সত্বেও তিনি তার বাহিনী নিয়ে ঢাকা অভিমুখে রওনা হন। তার মনে হয়েছে ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীকে গুরুত্ব দিচ্ছেনা। ভারতীয় বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের দন্দ্বের বিষয়টি ও ভারতীয় সেনাদের অহংবোধ মুক্তিযোদ্ধারা যে ভালোভাবে নেয়নি তা একটি ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়। কামালপুরের যুদ্ধে ভারতের সরবরাহকৃত ওয়ারলেসের মান নিয়ে মেজর জেনারেল গুলবৎ সিং এর সাথে লেখকের কথোপকথন ছিলো অনেকটা এরকম- লেখক : ১৯৪৮ ও ১৯৬৫ সালে তোমরা ভারতের সাথে দুটো যুদ্ধ করেছো। দুটো যুদ্ধই ছিলো তোমাদের জন্য জিরো সাম গেইম। এই '৭১ এ এসে তোমরা পেয়েছো শতাব্দীর সবচেয়ে বড় সুযোগ,পাকিস্তান ভাঙার। তোমরা চাও পাকিস্তান ভাঙতে, আমরা চাই স্বাধীন দেশ। তাই তোমাদের নিজেদের স্বার্থেই সর্বাত্মকভাবে আমাদের সাহায্য করা উচিত"। লেখকের পিঠ চাপড়ে গুলবত সিং বলেন, "মইন তুম বহুত চাল্ল্যু হ্যায়"। ১৬ ডিসেম্বরের পর ঢাকায় লুটপাটের ঘটনা বর্ণনা করা হয়। সেসময় ভারতীয় বাহিনীর নিষেধে ঢাকায় মুক্তিযোদ্ধাদের কোনো দল উপস্থিত ছিলোনা; তবে জেনারেল মইনের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছাড়া যারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা এসেছিলো। তাই লুটপাটের দায়ভার ভারতীয় বাহিনী এড়াতে পারেনা। লুটপাট এমন পর্যায়ের ছিলো যে বঙ্গভবনের থালাবাসান,গ্লাসও পর্যন্ত পাওয়া যাচ্ছিলোনা। এছাড়াও সেনানিবাসের অস্ত্রভাণ্ডারে প্রবেশ করে যতটা অস্ত্র থাকার কথা তা দেখতে পাননা লেখক; পরবর্তিতে ভারতীয় বাহিনী কর্তৃক অস্ত্র পাচারের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় সেনা ব্রিগেডিয়ার মিশ্রর বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগে কোর্ট মার্শাল হয়, পাচারের স্বপক্ষে সাক্ষ্য দিতে দেশ থেকে কয়েকজন সেনাসদস্য পরবর্তীতে ভারতে যান। মিরপুর-মোহাম্মদপুরে বিহারিদের সাথে সংঘর্ষ, মিলিশিয়া বাহিনী গঠন নিয়ে পিলখানায় সংঘর্ষের ঘটনা উঠে আসে লেখকের বর্ণনায়। জহির রায়হানের মৃত্যু নিয়ে চমকপ্রদ বর্ণনা পাওয়া যায়! এরপর মিলিশিয়া বাহিনীর পরিকল্পনা বাদ দিয়ে রক্ষীবাহিনী গঠনে দৃষ্টিপাত করা হয়। মূলত কাদেরীয়া ও মুজিববাহিনীর সদস্যদের নিয়ে তা তৈরি হয়। '৭১ মুজিববাহিনীর ভূমিকা নিয়ে ধোয়াশার কথা স্বীকার করেন লেখক। রক্ষীবাহিনীর পোশাক ভারতীয় সেনাদের মতো জলপাই রঙের হওয়া,ভারতীয় উপদেষ্টাদের তত্বাবধানে সামরিক প্রশিক্ষণ দান( যেখানে প্রধান তিন বাহিনীর প্রশিক্ষণ দেশেই হতো), আইনশৃঙ্খলা রক্ষায় পক্ষপাতমূলক আচরণ ও এদের সম্পর্কে সত্য-মিথ্যা আর অতিরঞ্জিত নানা খবর শেখ মুজিবের জনপ্রিয়তায় চীড় ধরায় বলে লেখক দাবী করেন৷ জ্যেষ্ঠতাকে অগ্রাধিকার না দিয়ে মেজর শফিউল্লাহ'র সেনাপ্রধাণ হওয়া ও শফিউল্লাহ-জিয়া-খালেদ মোশারফের সম্পর্ক নিয়ে আলোকপাত করা হয়। মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের ২ বছরের জ্যেষ্ঠতা প্রদান নিয়ে '৭৩ এ পাকিস্তান ফেরত সেনাসদস্যদের সাথে দন্দ্ব, '৭২ এ বিমানবাহিনীতে জ্যেষ্ঠতা নিয়ে বিদ্রোহ, চাকুরীরত অবস্থায় কর্ণেল জিয়াউদ্দিনের স্বনামে "হিডেন প্রাইজ" প্রবন্ধে ভারত-বাংলাদেশ মৈত্রীচুক্তির সমালোচনা করা (সরকারের তরফ থেকে এর বিরোধীতা করে বিবৃতি দেওয়া হয়নি) ও নানা ঘটনায় সামরিক বাহিনীর অস্থিতিশীলতা ফুটে উঠে। মুক্তিযোদ্ধা সনদের অগ্রহণযোগ্যতা এবং মুজিব সরকার ও জিয়ার শাসনামলে এ নিয়ে দুর্নীতির কারণে এফএফ (ফ্রিডম ফাইটার) কে ফ্রাইডে ফাইটার বলে অনেকে ঠাট্টা করতেন বলে উল্লেখ করেন লেখক। উল্লেখ্য '৭১ এর ১৬ই ডিসেম্বর দিনটি ছিলো শুক্রবার। '৭৩ এর নির্বাচনে আওয়ামীলীগ জয়লাভ করলে সমাজতান্ত্রিক দলগুলো কারচুপির অভিযোগ আনে যার সব সত্য ছিলোনা বলে লেখকের মত; তার মতে কারচুপি না হলেও আওয়ামীলীগ অনায়াসে ২৮০ আসন পেতো। '৭৪ এ মিশরের উপহার পাঠানো ট্যাঙ্কগুলো রংপুর সেনানিবাসে ট্যাংক রেজিমেনন্টে পাঠানোর অনুরোধ করেন লেখক; উপেক্ষা করে তা ঢাকায় রাখা হয়। '৭৫ এর আগস্টে এই ট্যাঙ্কগুলোই ব্যবহৃত হয়। শেখ কামালের ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা যে সম্পূর্ণ মিথ্যাচার ও বানোয়াট তা উল্লেখ করেন লেখক। সাথে সিরাজ হত্যা নিয়েও বলেন, উল্লেখ্য, সিরাজ অনেকটা হারকিউলিসের মতো ছিলো জনগনের কাছে। '৭৫ এ ফারুকের মেজর জিয়ার সাথে দেখা করার বিষয়টির সত্যতা তিনিও উল্লেখ করেন৷ সাথে ভবিষ্যতে জুনিয়র অফিসারদের এভাবে আসতে দিতে জিয়ার নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন। "জয় বাংলা" থেকে "বাংলাদেশ জিন্দাবাদ" ধ্বনি খন্দকার মোশতাক চালু করেন বলে উল্লেখ করা হয়। '৭৫ এর ৩ ও ৭ নভেম্বরের সেনা অভ্যুত্থানের বিষয়টিও উঠে আসে। ৩ নভেম্বরের অভ্যুত্থানে অভ্যুত্থানকারী সব সেনা সদস্যের সমর্থন না থাকা ও অভ্যুত্থানকারীদের সঠিক কোনো পরিকল্পনা না থাকার বিষয়টি উল্লেখ করেন লেখক। এর মাঝে '৭৫ এর হত্যাকারীরা জেলহত্যা করে দেশত্যাগ করে। ৩ নভেম্বরের অভ্যুত্থান সমর্থনে আওয়ামীলীগের মিছিল ও এতে খালেদ মোশারফের মায়ের অংশগ্রহণ একে ভারতঘেঁষা বলে রটিয়ে দেয়; যদিও এর সাথে ভারতের ইন্ধন থাকার বিষয়টি মিথ্যা বলে উল্লেখ করেন লেখক। জিয়াউর রহমানের সেনাপ্রধাণ হওয়া, রাজনীতিতে অংশগ্রহণের ইচ্ছা ও এর পেছনে এরশাদের ইন্ধনের কথা উল্লেখ করা হয়। লেখক বারবার জিয়া কে রাজনীতি থেকে বিরত থাকার কথা বলেন। এরপর রাজনৈতিক স্বার্থে ২৮ জন কর্নেলকে ব্রিগেডিয়ারে পদোন্নতি ও সেনাবাহিনীর বিভিন্ন অসামঞ্জস্যতা তুলে ধরেন। জিয়া হত্যার ব্যাপারে জেনারেল মঞ্জুর ও জেনারেল শওকতের ষড়যন্ত্রের খবরকে মিথ্যা ও এরশাদের দ্রুত কোনোরকমের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জিয়াহত্যার দায়ে বহু মুক্তিযোদ্ধা আর্মি অফিসারকে মৃত্যুদন্ডে দন্ডিত করস্র বিষয়টি উল্লেখ করেন। দ্রুততার কারণ ছিলো প্রকৃত ঘটনা উন্মোচিত হতে না দেওয়া; জিয়া হত্যা যদিও কোনো সেনা অভ্যুত্থান ছিলোনা। নিরপরাধ সেনাসদস্যের ফাঁসি রুখতে লেখক জেনারেল ওসমানীর সাথে তার আত্মীয়ের বাড়ির পেছনের দেওয়াল টপকে দেখা করেন( তখন লেখককে নজরদারিতে রাখা হতো), তবে ওসমানী লেখকে হতাশ করেন সাথে আমাকেও, তিনি এ কাজ করতে পারবেন না বলে জানান। এরপর এরশাদ মুক্তিযোদ্ধা অফিসারদের চাকুরিচ্যুত করেন, পার্বত্য চট্টগ্রামে বদলি করেন, স্বেচ্ছা অবসরগ্রহণে বাধ্য করেন। লেখক সেনাবাহিনীর শৃঙ্খলার বিষয়ে আলোকপাত করেন বারবার। আর্মিতে শৃঙ্খলা না থাকলে সমস্যা যে অবশ্যম্ভাবী তার প্রমাণে উল্লেখ করেন, জিয়াকে টপকে শফিউল্লাহর সেনাপ্রধাণ হওয়া, এরশাদের ৭ বছরে লে. কর্নেল থেকে লে. জেনারেল হওয়া(!), জেনারেল দস্তগীরকে টপকে এরশাদের সেনাপ্রধাণ হওয়া- এর একটিও ভালো ফল বয়ে আনেনি। বইটের চমকপ্রদ কিছু তথ্য হচ্ছে- অ্যান্থনি ম্যাসকারেনহাসের সোনালী ব্যাংক থেকে ২০ হাজার পাউন্ড লোন নিয়ে তা ফেরত না দেওয়া ও একে মুক্তিযুদ্ধে তার অবদানের পুরস্কার হিসেবে দাবী করা যা সম্পূর্ণ বানোয়াট। এরপর এরশাদের সহায়তায় পক্ষপাতদুষ্ট হয়ে "The legacy of blood" রচনা করেন। '৭৬ এ মুজিবের ছবি সম্বলিত ছাপানো কোটি কোটি টাকা পুড়িয়ে ফেলা যার খরচ বাংলাদেশ সরকার বহন করে। এরশাদ পাকিস্তান আমলে স্বল্পমেয়াদী কমিশনে চাকুরিতে যোগদান করেন, তার সমসাময়িকরা কয়েকবছর পরই অবসরে যান (পূর্বনির্ধারিত ছিলো), তবে এরশাদ থেকে যান। জেনারেল মইন সেনাবাহিনী থেকে প্রেষণে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত থাকেন অনেকটা সময়। সেনাবাহিনীতে ফিরে আসার জন্য তার আকুতি এ লেখায় ফুটে উঠে। বিএনপি-আওয়ামীলীগ দুই সরকারের আমলেই তিনি সেনাবাহিনীতে ফেরত আসার আবেদন করেন; হাইকোর্টে করা তার রিট খারিজ হয়ে যায়। তার শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠার কথা সবাই জানতেন; খালেদা জিয়াকে বিস্তারিত বললে তিনি জবাবে বলেন," আই নো ইউ ক্যান কন্ট্রোল আর্মি ভেরি ওয়েল বাট হু উইল কন্ট্রোল ইউ?" সরকারপ্রধাধাণের সামরিক আইনের প্রতি এই অনাস্থা ব্যক্তিগতভাবে আমাকে মর্মাহত করেছে।
Was this review helpful to you?
or
ভাল, তথ্যবহুল
Was this review helpful to you?
or
It's a must read book.
Was this review helpful to you?
or
খুবই ভাল বই
Was this review helpful to you?
or
Darun
Was this review helpful to you?
or
মেজর জেনারেল মঈনুল ইসলাম চৌধুরী লেখক হিসেবে ঘটনা গুলোর একেবারে প্রত্যক্ষ সাক্ষ। তাই স্বাধীনতার প্রথম দশকের সেনাবাহিনীর ভিতরে বাইরে তার বর্ণনা মূল্যবান।৭১ এর ৮-৯ জন সিনিয়র অফিসারের একজন।আর্টিলারি রেজিমেন্টের ৭৫ এর বঙ্গবন্ধু হত্যা থেকে জিয়ার ক্যান্টোনমেন্টে বন্দী অবস্থা এবং সেখান থেকে প্রেসিডেন্ট জিয়া হয়ে ওঠা সবই সহজ ভাষায় তুলে ধরেছেন।কিছু জানা বিষয়ও জানতে পারেন নতুন ভাবে নতুন দৃষ্টিকোণ থেকে।কিন্তু তিনি যেভাবে বলেছেন নিরপেক্ষ বর্ণনা তিনি করবেন সেরকম না,কারণ এইসব ঘটনার পরিক্রমায় তিনি ছিলেন ভুক্তভোগী কিংবা বেনিফিশিয়ারী।
Was this review helpful to you?
or
মুক্তিযুদ্ধের পরবর্তী অন্ধকার সময় নিয়ে লেখা বইয়ের সংখ্যা এম্নিতেই খুব কম,আর এরপর ও যে দুয়েক্টা হাতে গোনা বই আছে,সেগুলোরও বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ।এতসব বই এর ভীড়ে উজ্জ্বল ব্যতিক্রম এই বই খানা।একজন সৎ যোগ্য আর্মি কর্মকর্তার দেশপ্রেম ও কর্তব্যবোধ দ্বারা তাড়িত এই বই।বাংলাদেশের প্রত্যেক সচেতন নাগরিক এর এই বই খানা পড়া উচিত। ৭০-৮০ দশকের কুহেলিকাময় অস্থির সময়ের স্বরুপ খুজে পাবেন এই বইতে।
Was this review helpful to you?
or
I think this book should be read every young person...one of the best book...
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই । অনে অজানা তথ্য খুব সহজে পেয়ে গালাম।
Was this review helpful to you?
or
A great book for reading to know about the liberation war afterwards situation.Though in some part i think he was supporting the army ruler but being an army person it is normal.But to know the history,it's is a great book
Was this review helpful to you?
or
ইতিহাস আসলে যারা জানার ইচ্ছা রাখেনা, তারাই বলে ইতিহাস বিকৃত হয়েছে। এই বইটি সহ আমি আরো ১৫/১৬ টি বই পড়া শেষ করলাম। যা জানতে পারলাম এসকল বই থেকে যে তৎকালীন সময়ে সেনাবাহিনীর মাঝে ক্ষমতার প্রচুর লোভ ছিলো। যার কারণেই শেখ মুজিব হত্যা, জেনারেল জিয়া হত্যা সংঘটিত হয়। দেশের চরম শত্রু ছিলো জাসদ, এরশাদের দূর্নীতি এবং অনিয়মের কথা, শেখ মুজিবের ব্যার্থতা, জিয়াউর রহমানের কেবিনেটে রাজাকার, দূর্নীতিবাজ লোকজন, এসকল বিষয় গুলো প্রায় আমার পড়া সকল বইয়েই কমন পেলাম। তবে এই লেখকের বইয়ে লেখক জিয়াউর রহমানের ব্যাপারে কিছু কথা আড়াল করেছেন, যা স্পষ্ট। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত।
Was this review helpful to you?
or
A phenomenal read The writer is regarded as one of the few neutral officer during this period who wasn't inclined towards any ideology despite being a senior officer his name wasn't joined to any coup d'état or any attempt for it The author in this book recounts his major operation during the liberation While most part of the book covers right from chaotic surrender to aftermath of the assassination of Zia ur Rahman He provides an important insight as he was first the commader of the DHK brigade later the commander of the logistic brigade He covered the all the major coups of 1975 and provided with a plethora of obscure information, along with other aspects such as the rakkhibahini the era of Bangabandhu administration and many more Overall a vital read to get an accurate image of this period
Was this review helpful to you?
or
i find writer truthful.
Was this review helpful to you?
or
he was a guy who is eligible to write this kind of books...salute to first ever BSM of PMA from.Bangladesh ???
Was this review helpful to you?
or
General with his pride
Was this review helpful to you?
or
Thank you Rokomari for delivering this brilliant work of a former army officer. The writer is absolutely confident about what he had experienced. Inspite of facing many difficulties he continued his duty. Not only that but also many truthful and unknown facts have been revealed in this book. Really it can be called as a useful reference of our history.
Was this review helpful to you?
or
অতি পছন্দের একটা বই। অতি পছন্দের একজন মানুষ৷ যার চোখের সামনে ঘটে গেছে শত অনিয়ম। যিনি একদম কাছ থেকে দেখেছেন, কীভাবে তোষামোদ, ভণিতা, মিথ্যাচার, স্বার্থপরতা আর বিশ্বাসভঙ্গের হীন আবর্তে বাংলাদেশর স্বপ্নগুলো তলিয়ে যায়। এছাড়া রয়েছে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের যুদ্ধকালীন সংক্ষিপ্ত বিবরণ। ১৭ ডিসেম্বরের লুটপাট। কিভাবে ভারতে অস্ত্রশস্ত্র পাচার হল, সেনাপ্রধান নিয়োগে কিরকম অনিয়ম , কোন নীল নকশায় শেখ মুজিব হত্যা , খন্দকার মোশতাক কিভাবে রাষ্ট্রপতি হল, জেনারেল জিয়া কিভাবে সেনাপ্রধান হল, কেন বন্দী হল, জিয়ার হত্যাকাণ্ড আর এরশাদের তৎপরতা। এই সবকিছু খুব স্পষ্টভাবে পাবেন৷ সাহিত্যের রুপালী মলাটে বাস্তব প্রকাশ। পুরোপুরি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এমন কোন পৃষ্ঠা পাবেন না, যেটা মোটামুটি রকমের ছিল৷ প্রত্যেকটা পৃষ্ঠাই চমৎকার। এক বসায় পড়ার মতো বই হলেও, বইটা আপনাকে বার বার টানবে। উনার দুইটা বাক্য দিয়ে লেখাটা শেষ করছি, " হতাশাই আমাদের চুড়ান্ত প্রাপ্তী হতে পারে না। এগিয়ে যেতে চাই বলেই সত্য উন্মোচন অপরিহার্য। "
Was this review helpful to you?
or
One of the best "unbiased estimator" in my opinion for portraying the history before and after 1971. The writings are easy, spontaneous and unputdownable! Highly recommended for those who wants to know the history from a neutral perspective.
Was this review helpful to you?
or
Good book.......history of 10 years are complete.
Was this review helpful to you?
or
সহজভাবে অনেক ইতিহাস দেয়া আছে। জহির রায়হান ও এরশাদকে নিয়ে লেখা কথাগুলো আমায় অবাক করেছে, তবে সত্য মনে হয়েছে।
Was this review helpful to you?
or
For the first time for me after reading the book I realized afresh what a factual writing is (of course completely disregarding any human emotion). Moreover this kind of writing is not possible at any level for any person if that person is not truly honest. Generals honesty and his deliberation without emotion turns this book into and invaluable element (too hard to ignore it for any sensible person for both historians and layman alike) for our 1971 Liberation War History. Salute to my Dear General...
Was this review helpful to you?
or
Perhaps, one of the most neutral writings about our freedom fight in 1971. Writer was an honest man all through his life and his track record suggest it to be true. A general in making, received unjust treatment from the govt. was one of the East Bengal officers of "Joydebpur" which made the first planned rebellion against Pakistani army in 1971. This book gives us the crystal clear image of our liberation war and what were the problems after the victory. A book that must be considered as evidence for the period of 1971-1997 for it's unbiased view of our politicians and generals for whom our country haven't get the actual freedom yet. A Must Read for our generation (Young generation) to rethink about some misconception we had from some renowned writers (most of them are politically, ideologically manipulated), often we think that all they are telling is the truth ! A MUST READ.