User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
১২০ টাকার বইয়ে ৫০০ টাকার বইয়ের সমান থ্রিল। সময় যে কোনদিকে গেছে টেরই পাইনি।
Was this review helpful to you?
or
❝ত্রেতা❞ নামটাই কী ভীষণ ইউনিক, তাই না? হয়তো আপনি শব্দটা আগে থেকেই জেনে থাকলে ইউনিক লাগবে না। কিন্তু আমি বিশ্বাস করি যখন একটা বইয়ের এমন নাম শুনবেন তখন আপনার মনে ক্ষণিকের জন্য হলেও একটা আকর্ষণ কাজ করবে উপন্যাসটি পড়ার জন্য। জানতে ইচ্ছে করবে লেখক কয়েস স্বামী কেন এই নামকরণ করলেন উপন্যাসের? ❝ত্রেতা❞ নামটা না যত ইউনিক ছিল তার চেয়ে বেশি আকর্ষণীয় ছিল পুরো উপন্যাসের রোমাঞ্চকর ঘটনাগুলো। এর পরতে পরতে লুকিয়ে ছিল কৌতূহল উদ্দীপক টুইস্ট যা আপনাকে চুম্বকের মতো ধরে রাখবে বইয়ের প্রারম্ভ থেকে যবনিকা অবধি। উপন্যাসের সূচনা হয় শপিংমলে। সদ্য বিধবা মুন্নি তার মৃত স্বামী আনিসের প্রতিবিম্ব দেখে চমকে উঠলেও আশেপাশে খুঁজে তার কোনো অস্তিত্ব না পেয়ে মনের ভুল ধরে নিলেও ব্যাপারটা মাথা থেকে সরাতে পারেন না। এরপর আরও কিছু ঘটনা থেকে মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু সত্যিই কি কেউ অনুসরণ করছে? কে সে? মুন্নির মনের কোণে উঁকি দেয় আনিস সেদিন দূর্ঘটনায় সত্যিই মরে গেছে নাকি বেঁচে আছে? সে-ই তাকে অনুসরণ করছে না তো? কিন্তু এটা কী করে সম্ভব? সে নিজেই তো আনিসের মৃতদেহ শনাক্ত করে। সে আর কিছু ভাবতে না পেরে এসব শেয়ার করে বন্ধু পপির সাথে। আনিসের মৃত্যুর আগে আনা টেস্ট কীট দিয়ে মনের খেয়ালেই টেস্ট করে মুন্নি জানতে পারে সে সন্তানসম্ভবা। কিন্তু সেটা কী করে সম্ভব? সে তো... একদিন এসআই আল আমিন জানান তাকে কেউ কল করে জানিয়েছে আনিস দূর্ঘটনায় মারা যায়নি বরং কেউ ইচ্ছাকৃত তাকে খুন করেছে। কিন্তু কে করেছে এই কাজ? আনিসের মৃত্যু রহস্য, মৃত আনিসের মতো কাউকে অনুসরণ করতে দেখা, প্রেগন্যান্সি সব মিলিয়ে একটা মিশ্র সময় যাচ্ছিল মুন্নির। এরইমধ্যে আবির্ভাব ঘটে রুবি নামক এক নারীর যিনি নিজেকে আনিসের স্ত্রী দাবি করে সম্পত্তির অংশীদারত্ব দাবি করেন। এর সত্যতা যাচাই করতে মুন্নি খোঁজ নিয়ে জানতে পারে কেবল স্ত্রী নয় চারজন সন্তানও রয়েছে। একসাথে তার স্বামী ২টা সম্পর্ক চালিয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? উপন্যাসে আবুল নামের চরিত্রটি আনে আরও বেশি সাসপেন্স। মুন্নিকে স্মরণ করিয়ে দেয় সেই সাদা, সোনালি ড্রেসকে আনিস জোর করে নীল, কালো ড্রেস হিসেবে স্বীকার করানো। এ এক আরেক রহস্য। কে এই আবুল?কী রহস্য ড্রেস নিয়ে? কিন্তু তার আগে পপির অস্তিত্বের রহস্যে দোদুল্যমান মুন্নি। এরপর কী হবে? কে অনুসরণ করছে মুন্নিকে? রুবি কি সব সত্যি বলছে? পৃথিবীতে পপির আদৌ অস্তিত্ব আছে নাকি কোনো ভুল হচ্ছে? সোনালি- সাদা ড্রেসের রহস্যটা কী ছিল? আনিস কি আসলেই খুন হয়েছে? নাকি সে ফিরে আসবে? উপন্যাসের শেষে কী অপেক্ষা করছে পাঠকের জন্য? রহস্য নাকি সমাধান? জানতে হলে পড়তে হবে কয়েস সামী রচিত ❝ত্রেতা❞। ৭৮ পৃষ্ঠার বইটি হয়তো অনায়েসে এক বসায় পড়া যায়। কিন্তু কিছু বই আমাদের পড়ার গতি মন্থর করে দেয় বা নিরাশায় বইয়ের সমাপ্তি অবধি নেয় না। অথচ ❝ত্রেতা❞ বইটি ছিল এতটাই উপভোগ্য আর সাসপেন্সপূর্ণ যে এর নামের রহস্য উদ্ধার করতে গিয়ে একের পর এক রহস্য জালে আটকে গিয়ে বইয়ের শেষ পাতা পর্যন্ত নিয়েছে এক টানে। এর আগে বই বন্ধ করে বিরতি নেওয়ার কোনো সুযোগই দেয়নি। রোমাঞ্চকর এক প্লটকে সামনে রেখে চমৎকারভাবেই সম্পূর্ণ উপন্যাসটিকে রচনা করেছেন লেখক। লেখা ছিল সাবলীল ও গুছানো যা যেকোনো পাঠকের জন্য সুখপাঠ্য। চরিত্র রূপায়ণেও লেখক ছিলেন যথেষ্ট সচেতন। ফলশ্রুতিতে অতিরঞ্জিত ঘটনায় উপন্যাসটিকে কাল্পনিক মনে না হয়ে বরং বাস্তবিক থ্রিলিং অনুভূতি দিয়েছে। প্রথম থেকে ❝ত্রেতা❞ নামকরণের উদ্দেশ্য জানার আগ্রহ নিয়ে পড়া শুরু করলেও কাহিনির ঘনঘটায় উপন্যাসে ডুবে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই বুঝি আনিসের খুনি ধরা পড়ে গেল! এই বুঝি আনিস ফিরে এলো! কী এক উত্তেজনা! মুন্নির প্রতি হওয়া অন্যায়ে তার প্রতি সমবেদনা এলেও একটা কারণে বিরক্ত হয়েছিলাম বটে। পপিকে উপন্যাসের শুরু থেকে চমৎকার একটি চরিত্রে দেখলেও এক ঘটনায় তাকে কোনো ভৌতিক চরিত্র ভাবতেই গা ছমছমে একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল বইটি পড়ার সময়। আনিসের বাড়ির চিলেকোঠা ঘরটা ছিল এক রহস্যের আধার। কিন্তু আদৌও কি কোনো রহস্য ছিল সেখানে? বলতেই হয় দারুণ রোমাঞ্চকর উপন্যাস ❝ত্রেতা❞। সম্পর্কের জটিলতা, কখনও জীবনের অস্তিত্বের প্রশ্নে ভৌতিক আবহের সৃষ্টি, জুলাই '২৪ এর আন্দোলন, উপন্যাসের সাসপেন্স সবমিলিয়ে দারুণ রোমাঞ্চকর অনুভূতির আবেশ ঘটিয়ে বেশ উপভোগ্য এক উপন্যাস ❝ত্রেতা❞। উপন্যাস শেষ হলেও পাঠকের হৃদয়ে যেন তার রেশ রয়ে যায় তার নিমিত্তে লেখক শেষটায় এসে সুকৌশলে পাঠকের দিকে ছুড়ে দিলেন টুইস্ট। কী হবে উপন্যাসের শেষটায়? জেনে নিই:- বই: ত্রেতা লেখক: কয়েস সামী প্রকাশনী: অনুজ প্রকাশন
Was this review helpful to you?
or
বইটা অসাধারণ।কয়েস সামী ভাইয়ের বই মানেই নতুন কিছু। আপনারা পড়তে পারেন, আশা করি ভালো লাগবে
Was this review helpful to you?
or
বইটি সংগ্রহ করেছি। আজকেই হাতে পেলাম। শিগগিরই পড়ে রিভিউ দিব৷ তবে বইয়ের মেকআপ, কভার সবকিছু একের। ভীষণ ভাল্লাগছে ।