User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
◾বুক রিভিউ বই: দহন শেষে মেষ লেখক: উমেরা আহমেদ অনুবাদ: সাদমান সিদ্দীক জনরা: ইসলামি সাহিত্য প্রকাশক: নোঙর প্রকাশন ▪️ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, অতঃপর নেককারদের এবং এরপর যারা নেককার তাঁদের। মানুষকে তাঁর দ্বীনদারি অনুপাতে পরীক্ষা করা হয়। যে লোক যত বেশি ধার্মিক, তাঁর পরীক্ষাও হয় তত কঠিন। তেমনই ঈমান-রক্ষা ও ঈমান-গ্রহণের দুটি ভিন্নভিন্ন চরিত্রের নানাবিধ কঠিন ঈমানি পরীক্ষার টান টান উত্তেজনায়ময় কাহিনি নিয়ে সাজানো এই গল্পটি। ▪️ বইটি বিশেষ করে আমার মতো জেনারেল-পড়ুয়া মানুষদের জন্য একটি অসাধারণ শিক্ষামূলক বই। গল্পটি এক দীপ্তিময় ঈমানি পরীক্ষার, আলোকিত সাফল্যের উপমা। আমরা হয়তো গল্পের মতো এতোটা কঠিন পরিস্থিতির মুখামুখি হবো না, কিন্তু কতোটা কঠিন পরিস্থিতির মুখামুখি হতে হবে তাও জানি না। যদিও এখন ঈমান বিধ্বংসী ফেতনা ছড়িয়ে আছে মহামারীর মতো। যেমন: বিয়ের আগে পাত্র-পাত্রীর ফ্রি মিক্সিং চলাফেরা। ডেইটে যাওয়া কিংবা প্রমোদ ভ্রমণে যাওয়া। এসবের কোনোটিই ইসলাম সমর্থন করে না। কিন্তু দুঃখের বিষয় হলো, সমাজ এতোটাই নিচু মানসিকতা কিংবা ফ্রি মাইন্ডেড হয়ে গিয়েছে যে, বিয়ের আগে তাদের নির্বিবাদে করে ছেড়ে দেয়। বিয়ের আগে এসব ফ্রি মিক্সিং যে কতোটা পাপ! সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। উপন্যাসের 'উমিদ'ও সেরকম তথাকথিত পশ্চিমা-মনা হবু বর ও তার অশ্লীল সংস্কৃতি পায়ে ঠেলে নিজের ঈমানি পরীক্ষায় বিজয় লাভ করে। ▪️ আমরা যারা নতুন করে দ্বীনের পথে চলতে শুরু করি, কিংবা চলছি; আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করেন বিভিন্ন মাধ্যমে। যেমনটি কোরআনে বলা হয়েছে। কিন্তু যার অন্তর পরিশুদ্ধ, সে অবশ্যই এটি উপলব্ধি করতে পারে যে, এটি তার পরীক্ষা। কিন্তু আমরা যদি আল্লাহকে ভুলে, বস্তুবাদী দুনিয়ায় সুখ খুঁজে ফিরি! তখনও আমরা নানাবিধ বিপদ-আপদের সম্মুখীন হই। কিন্তু এই বিপদ-আপদ মূলত আমাদের হাতের কামাই! এগুলোই আমাদের দুনিয়া এবং আখেরাত ধ্বংস করে দেয় ও দেবে। . ▪️ ভাইয়ার লিখিত আরো কিছু বই ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। লেখকের লিখিত বই সমূহ : 1️⃣ উইল ইউ ম্যারি মি? 2️⃣ মেহরিন 3️⃣ হলুদ ফুলের ইনকিলাব অনুবাদকৃত বই সমূহ: 1️⃣ পীরে কামেল ১, পীরে কামেল ২ শিগ্রয় আসছে ইনশাআল্লাহ 2️⃣ দহন শেষে মেষ আরশের মালিক ভাইয়াকে নেক হায়াত দান করুক।আমিন।এবং হাতের লেখায় বরকত দান করুক।আমিন।