User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দাস বিদ্রোহের নেতা স্পার্টাকাসকে নিয়ে অনেক অনেক কিছু হয়েছে। সিনেমা, গল্প, উপন্যাস। তবে তাদের মাঝে কেউই বোধহয় হাওয়ার্ড ফাস্ট এর লেখা স্পার্টাকাসকে ছাড়িয়ে যেতে পারেনি। বইটির কাহিনী শুরু হয় প্রমোদ ভ্রমনে বার হওয়া কয়েকজন তরুণ-তরুনী এর একটি দলকে দেখাবার মাধ্যমে। এরপরে একে একে উঠে আসতে থাকে বিভিন্ন চরিত্র, যারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাস বিদ্রোহ দমনে জড়িত ছিলেন। এভাবে ঘটনার গতিতে আসে কাপুয়ার বিখ্যাত গ্লাডিয়েটর এরিনার মালিক লেনতুলাস বাতিয়াতাস। তার এরিনা থেকেই জন্ম হয় স্পার্টাকাস কিংবদন্তীর। কে এই স্পার্টাকাস? কি এই স্পার্টাকাস? কিভাবে জন্ম হয় একজন স্পার্টাকাস এর? পাঠক যতই এগিয়ে যেতে থাকবেন বই এর ভেতরে, তিনি অনুভব করতে পারবেন, এই প্রশ্নের উত্তর গুলো যেন তার জানাই ছিল, বইটি কেবল তাকে মনে করিয়ে দিচ্ছে মাত্র। বইটি কেবল স্পার্টাকাস এর গল্প নয়। এটা একই সাথে ক্রাতাস অথবা ক্রিকতাস এরও গল্প, যারা ছিল স্পার্টাকাস এর সহযোদ্ধা, অকুতোভয়, দুদ্ধর্ষ যোদ্ধা। দাস বিদ্রোহে যাদের অবদান স্পার্টাকাস এর পরেই। আসে ভেরোনিকার কথা, স্পার্টাকাস এর জীবনসঙ্গীনি, তার ভালবাসার অশ্রয়স্থল। কেন জন্ম হল স্পার্টাকাস এর? কেন যুগে যুগে স্পর্টাকাস এর জন্ম হয়ে আসছে দেশে দেশে? এরই একটা উত্তর খোজার চেষ্টা করেছেন লেখক। আপনাকে বইটি পড়তে স্বাগতম। কিনে পড়লে কোনভাবেই ঠকবেন না। একবার পড়ে রেখে দেবেন শেলফে, মাঝে মাঝে এক দুবার পড়ে দেখবেন। প্রত্যেকবারই নতুনের মতই অনুভুতি হবে।