User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By 880****332

      24 Jan 2025 07:33 PM

      Was this review helpful to you?

      or

      অপরাজিতা একবিংশ শতাব্দীর সাহসী নারী চরিত্র।জীবন চক্রে কেউ সুখের সাগরে ভাসে না আবার আজীবন দুঃখের সাথেও জীবন কাটায় না।সুখ,দুঃখ আপেক্ষিক তবে পরিস্থিতি নিজের উপর কতটা ভারী হবে ব্যাক্তি কতটা সাহসের সাথে আত্মবিশ্বাসের সাথে তার মোকাবিলা করবে তার উপরও বর্তায়। কিশোরী অপরাজিতা অপু থেকে তরুনী অপরাজিতা হওয়ার পথ সহজ নয়।কিছু পরিস্থিতি এমন আসে আমরা কি করবো ভেবে পাইনা তখন জীবন বৃথা মনেহয় ইদানীং মানুষ এসব সমস্যায় আত্ম*হত্যার পথও বেছে নেয়।জীবনের মোড় বদলে যেতে এক মুহুর্তও লাগে না সৃষ্টাকে স্মরণ করে নিজেকে ভেঙে গুড়িয়ে যেতে না দিয়ে কিশোরীর এগিয়ে যাওয়ার যাত্রা। পরিবার,ভালোবাসা,বন্ধুত্ব এসব সম্পর্ক উত্তাল- পাথাল হয়ে যাওয়ার পরেও যারা নিজেকে সামলাতে সক্ষম তারাই আসল অপরাজিতা। অপরাজিতা বইটা পড়ে নোট করা কিছু পয়েন্ট : ১।আমাদের জীবনে যেই পরিস্থিতিই আসুক না কেন কেউ পাশে থাকুক বা না থাকুক নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।মনে রাখতে হবে জীবন একটা যুদ্ধ ক্ষেত্র। ২।অনুভূতি একটা পাখির মতো তাকে খাঁচায় বন্দি করে নয় বরং বিশাল আকাশে উড়তে দেওয়া উচিত সে তোমার মায়ায় আবদ্ধ হলে ঠিক ফিরে আসবে। ৩।চরিত্র মানুষকে অনন্য করে, যে পুরুষ হাজার সুযোগেও নিজেকে শুদ্ধ রাখে তার প্রতি ভালোবাসা, সম্মান এমনি চলে আসে। ৪।বন্ধুত্বের কোনো বয়স হয়না। সেই মানুষটাকে বুঝতে পারাই মুখ্য বিষয়। ৫।নারী সঙ্গী যতই রুপবতী,গুনবতী,দায়িত্ববান, ভালোবাসায় বেধে রাখার মতো হোক না কেন,পুরুষের চরিত্রে দোষ থাকলে রুপ, গুনে আটকাবে না। ৬।অভাব মানুষ চেনায়, তখন সবার রুপই দেখা হয়ে যায়। অপরাজিতা তুমি অনন্য। মিষ্টি মেয়েটার লড়াই সহজ ছিলো না, জীবনটাই এমন তাও বেঁচে আছি থাকতে হবে এটাই জীবন।??

      By 880****978

      06 Oct 2024 11:34 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা বই। বাস্তবতার প্রখরতা ❤️

      By 880****987

      12 Mar 2024 10:28 AM

      Was this review helpful to you?

      or

      ✓বই- অপরাজিতা ✓লেখক- আফিফা পারভীন ✓ধরণ- সামাজিক-রোমান্টিক-মনস্তাত্ত্বিক ✓প্রচ্ছদ- ফাইজা ইসলাম ✓প্রকাশনী- ছাপাখানা প্রকাশনী ✓মু্দ্রিত মূল্য- ৬৪৫ টাকা ◾ফ্ল্যাপ: জীবন জুড়ে শুধু সুখের আবাদ হয়, এমনটা কখনো ঘটে না। সময় ও পরিস্থিতির কারণে প্রতিটি মানুষের জীবনেই প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত দুঃখ, হতাশা ও অপ্রাপ্তি থাকে। কাঙ্ক্ষিত প্রাপ্তির গন্তব্যে পৌঁছাতে প্রতিকূলতা আসবেই। এসব মোকাবিলা করে টিকে থাকাটাই মানব জনমের মূল লক্ষ্য। 'জীবনে যা-ই হোক, হাল ছেড়ো না, লড়াই করো। হারিয়ে যেও না, টিকে থাকো। স্বপ্ন ভা'ঙুক, তুমি ভে'ঙে পড়ো না। আর যদি সময় ও পরিস্থিতি স্বপ্ন ভা'ঙার সাথে সাথে তোমাকেও ভে'ঙে দেয়, তবুও নিরাশ হয়ো না। সেই ভগ্ন'স্তূপ থেকেই আবার উঠে দাঁড়াও। মাথা উঁচু করে বেঁচে থাকো। নিজ শক্তি, তেজ ও গুণে হয়ে উঠো একজন অপরাজিতা' — এই কথাগুলোই উপন্যাসটির মূল উপজীব্য বিষয়। ◾নামকরণ: স্নিগ্ধ লতানো আকর্ষণীয় একটি ফুল অপরাজিতা। প্রথম দর্শনেই যে নজর কেড়ে নেয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র অপরাজিতাও ঠিক তেমন স্নিগ্ধ, আবেগী, কল্প বিলাসী। রূপে, গুণে, বুদ্ধিমত্তায়, চলনে বলনে সে সবার প্রিয় আর ভীষণ মিষ্টি। অপরাজিতা নামের মাঝেই লুকিয়ে আছে কেমন একটা জয়ী জয়ী ভাব, সব প্রতিকূলতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রবণতা, মাথা উঁচু করে করে মুক্ত আকাশে স্বাধীন বিহঙ্গের ন্যায় উড়ে বেড়ানোর প্রয়াস। গল্পের কল্প বিলাসী, আদুরে, আবেগী অপরাজিতাও তেমন সব প্রতিকূলতা পেছনে ফেলে মাথা উঁচু করে দাড়িয়ে ছিলো, ভে'ঙ্গে পড়েও উঠে দাড়িয়ে ছিলো, নিজের ও নিজের পরিবারের জন্য করে নিয়েছিলো একটা শক্তপোক্ত স্থান। কখনো স্নিগ্ধতার প্রতীক হিসেবে আবার কখনো সব বাঁধা ভেঙে জীবনে জয়ী হওয়ার প্রতীক হিসেবে অপরাজিতা নামটা যথার্থ। ◾প্রচ্ছদ: প্রথমেই বলবো 'মাশাআল্লাহ"। আমার কাছে আমার দেখা সবচেয়ে সুন্দর, সব চেয়ে স্নিগ্ধ আর প্রশান্তি দায়ক প্রচ্ছদ অপরাজিতা বইটার প্রচ্ছদ। যতবার দেখি ঠিক ততবার আরো দেখার ইচ্ছে জাগে, বইটা হাতে নিয়ে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয়। এত্তো সুন্দর। প্রচ্ছদটা যেনো বইয়ের প্রতিবিম্ব। একই সাথে প্রকাশ করেছে সৌন্দর্য, স্নিগ্ধতা, মুগ্ধতা আর খাঁচা ভেঙে সব বাধা কে পেছনে ফেলে মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়ানো, বাস্তবতার সাথে লড়াই করে মাথা উঁচু করে বেঁচে থাকার কথা। ◾পাঠ প্রতিক্রিয়া: নাম দিয়ে অপরাজিতা আমার মন কেড়েছে, রূপ দিয়ে নজর কেড়েছে আর তার গুণ দিয়ে আমায় বাস্তবতা শিখিয়েছে, রঙ বেরঙের অনুভূতি মিশ্রিত কতগুলো গল্প উপহার দিয়েছে আর পাঠক হৃদয়ে তৃপ্তি দিয়েছে। "আমরা কল্পনায় বাস করি, কল্পনায় সুখের রাজ্য সাজাতে ভালোবাসি। আমাদের কল্প রাজ্যে থাকে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। প্রতিকূলতা, বাস্তবতার নি'ষ্ঠুরতা সেখানে ঘরের অবহেলিত, অপ্রয়োজনীয় আসবাব পত্রের ন্যায়। কিন্তু কল্পনার স্বপ্ন যখন ভে'ঙে যায়? সুখের কল্প রাজ্যে উড়তে উড়তে আমরা যখন নি'ষ্ঠুর বাস্তবতার সামনে মুখ থুবড়ে পড়ে যাই? ছায়া দেওয়া বট গাছটা যখন নিজেকে মাথার উপর থেকে সরিয়ে নেয়, শক্ত ভিতটা যখন নিচ থেকে সরে যায় তখন? তখন, আমরা ভেঙে গুড়িয়ে যাই, হারার আগেই হেরে যাই, সুখ গুলো সব কর্পূরের ন্যায় ভেসে যায়, জীবনটা হয়ে ওঠে অন্ধকারে নিমজ্জিত এক ভয়'ঙ্ক'রপুরী। হৃদয় পু'ড়ে ছারখার হয় অসহ্য যন্ত্রনায়, আর আমরা ভাবি সব শেষ! অপরাজিতা গল্পটা আমায় উপলব্ধি করিয়েছে এখানেই সব শেষ নয়, ভে'ঙে পড়া তো জীবন যুদ্ধের সূচনা মাত্র। এখনো অনেক লড়াই বাকি, বাস্তব জীবনের একটি গল্প রচনা করা বাকি, আমার আমার মানুষের জন্য ঢাল হওয়া বাকি, সুখ কুড়িয়ে নেওয়া বাকি, পোড়া ছাই থেকে জন্ম নেওয়া ফিনিক্স পাখি মতো এক যোদ্ধা হওয়া বাকি। বইটা আপনাকে উপলব্ধি করিয়ে দিবে আপনি একজন যোদ্ধা, যুদ্ধ করে টিকে থাকার জন্য, নিজের শক্তপোক্ত স্থান গড়ে নেওয়ার জন্যই আপনার জন্ম। প্রত্যেকে তার জীবন যুদ্ধে "অপরাজিতা" হোক। হোক না সেটা ছোট বা বড় পরিসরে।" ~অপরাজিতা জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্প। "উপলব্ধির পরে আসে পাশে থাকার গল্প। সব সময় কাছে থাকলেই কি পাশে থাকা হয়ে যায়? উহু 'অপরাজিতা' উপন্যাসে তো দূরে থেকেউ কেউ একজন সর্বদা অপরাজিতার পাশে ছিলো। যার কথা গুলো অপরাজিতাকে সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে আর কেউ একজন চোখে চোখে রেখেও দূরে ছিলো, দূরত্ব বজায় রেখেও আগলে রাখার, বন্ধুত্ব দিয়ে আধার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতো। আবার কেউ ছিলো অপরাজিতার পথের সাথী। লড়াই টা ছিলো অপরাজিতার তবে জয়ের পথ দেখানোর জন্য কেউ একজন বন্ধুত্বের হাত বাড়িয়ে ছিলো আর শেষ মুহুর্ত পর্যন্ত তার বন্ধুত্বের হাত পাশে রেখেছিলো।" ~অপরাজিতা পাশে থাকার গল্প। "ছাপোষা জীবনে অল্প অর্জন, শান্তি, আত্মতুষ্টি আর ভালোবাসাময় একটা পরিবার নিয়েই মধ্যবিত্তদের সুখের সংসার। অভাবের সাথে তাদের নিবিড় এক বন্ধুত্ব থাকে। সবাই কাছে, পাশে থেকে সরে গেলেও অভাব যেনো চুপি চুপি বলে যায় আমি তো আছি। তবে মধ্যবিত্তরা অভাবের সাথে সন্ধি করেই টিকে থাকতে জানে। পরিবারে সদস্য রাও কেমন যেনো ছোট থেকেই অভাবের সাথে মানিয়ে নেয়, তাই তো তাদের সখ আহ্লাদ ও থাকে সীমিত। মধ্যবিত্ত পরিবারের গল্প গুলো আমার কাছে ভীষণ সুন্দর!" ~অপরাজিতা ঠিক এরকম এক মধ্যবিত্ত পরিবারের গল্প যা কালো কালিতে জীবন্ত ভাবে ফুটে ওঠেছে। "মায়েরা হয় মহীয়সী। কখনো কোমলমতী তো কখনো কঠোর। কখনো শাসনে রাখবে তো কখনো ভালোবাসার উষ্ণ চাদরে মুড়িয়ে রাখবে। মা তো সন্তানের পথ প্রদর্শক। প্রতিকূল মুহূর্তে শক্ত হয়ে থাকার মতো সাহস মায়েদের থেকেই পাওয়া যায়।" ~অপরাজিতা গল্পটা ঠিক এরকম এক মায়ের গল্প। "নারীর চোখে স্বপ্ন থাকে, সেই স্বপ্নতে সুখের এক সংসার থাকে, নিজস্ব এক সংসার। যত্ন, স্নেহ, মায়া আর ভালোবাসা দিয়ে তারা একটা সংসার বুনে। কখনো সংসারের পিছনে ঢেলে দেয় নিজের সবটা। বিনিময়ে নারী কী পায়? তাদের যথার্থ মূল্যায়ন হয় তো?" ~অপরাজিতা এমনই এক সংসার অন্তপ্রাণ নারীর গল্প। "ঠিক কতদিন পাশে থাকলে একটা মানুষ কে চেনা যায়? তার উপর বিশ্বাস, ভরসা, আস্থা রাখা যায় যে, 'সে আমায় সবসময় আগলে রাখবে,আমার ভালোবাসার বিনিময়ে আমাকেউ ঠিক ততটাই ভালোবাসবে'? ~অপরাজিতা দীর্ঘ সময় পাশে থেকেও হুট করে অপ্রত্যাশিত এক বিশ্বাস ঘাতকতার গল্প। বাজে ভাবে ঠকে যাওয়ার, হারিয়ে ফেলার গল্প। অপ্রত্যাশিত সেই মুহূর্ত আমায় দীর্ঘ সময় ভুগিয়েছে। ইশ্ কী অসহ্য যন্ত্রণা! "আত্মীয়তার সম্পর্কটা আসলে কিসের সাথে, আত্মা নাকি অর্থ ? অর্থ থাকলেই আত্মীয়তার সম্পর্ক বেঁচে থাকে, বাবার যতদিন অর্থ আছে সন্তানেরা ঠিক ততদিন পর্যন্তই আত্মীয়দের থেকে আহ্লাদ পায় বুঝি! বাবার অর্থ নেই তো তোমার কোনো মূল্য নেই, তোমার প্রতি আত্মীয়দের ভালোবাসা ও নেই।" ~অপরাজিতা কিছু স্বার্থপর আত্মীয়দের গল্প যারা বিপদে সাহায্যের হাত তো দূর উল্টে আরো বিপদগ্রস্তদের আপদ ভেবে দূরে সরিয়ে দিয়েছিলো। "মুদ্রার যেমন দুই পিঠ থাকে তেমন আমাদের আশে পাশেও ভালো খারাপ দুই ধরনের মানুষ ই থাকে। অপরাজিতায় যেমন স্বা'র্থপর লোকের স্বা'র্থপরতার কথা উল্লেখ আছে ঠিক তেমন ই আবার পরার্থপরতার কথাও উল্লেখ আছে। অপরিচিত হয়েও আগলে নেওয়ার গল্প, তাদের আতিথেয়তার গল্প দারুন ভাবে উপস্থাপন করা হয়েছে। অনাত্মীয় হয়েও নিরবে এক বৃদ্ধার অপরাজিতাদের পাহারা দেওয়ার মতো লোকের গল্পও আছে যেখানে কোনো স্বার্থ ছিলো না শুধু ছিলো ভালোবাসা, মায়া আর স্নেহ।" ~অপরাজিতা নামহীন কিছু সুন্দর সম্পর্কের গল্প। "আমাদের পরিকল্পনায় অনেক কিছুই সাজানো গোছানো থাকে, সব কিছু গুছিয়ে নেওয়ার পর ও যখন অপ্রত্যাশিত কিছু ঘটনার কারনে পরিকল্পনা ভে'ঙে যায়, চাওয়া পাওয়া গুলো পূর্ণ হয় না তখন আক্ষে'প ছাড়া আর কিছু করার থাকে না। আবার অপ্রত্যাশিত কিছু সুখ মাঝে মাঝে প্রমাণ করে দেয় তুমি বড় সৌভাগ্যবতী/সৌভাগ্যবান। প্রিয় কিছু হারিয়ে ফেলার পরেও আবার ফিরে ফিরে পাওয়ার আনন্দ ভ'য়ং'কর সুন্দর।" ~অপরাজিতা কিছু হারানোর গল্প, হারিয়ে ফিরে পাওয়ার গল্প, নতুন করে কিছু পাওয়ার গল্প। "বন্ধুত্ব ব্যাপার টা আমার বরাবরই প্রিয়। বিপদে সাহায্য করার মতো বন্ধু একটু বেশিই প্রিয়। বন্ধুত্বের গল্পে বন্ধুরাই সেরা। বিপদে একে অপরের পাশে থাকার মতো বন্ধু পাওয়াটা খুব বিরল।" ~অপরাজিতা এক ঝাঁক শুভাকাঙ্ক্ষী বন্ধুদের গল্প। "পরিশেষে বলতে চাই তেঁতুলিয়া নিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয় কন্যা তেঁতুলিয়া এক স্বপ্নের শহর। তেঁতুলিয়ার নদী, চা-বাগান, চৌকিদারের হাকডাক, কাশবন, কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ার মানুষদের জীবনধারা সবকিছু উপন্যাসে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাথে তেঁতুলিয়ার ইতিহাস, ভৌগলিক অবস্থান, বিভিন্ন দার্শনিক স্থান গুলোও উপস্থাপন করা হয়েছে দক্ষ হাতে।" ~অপরাজিতা তেঁতুলিয়ার নৈস্বর্গিক সৌন্দর্যের গল্প। আর এই সব ধরনে গল্পের সমাহারে লিখিত অপরাজিতা আমার প্রিয় উপন্যাস। ◾চরিত্র বিশ্লেষণ: ▪️অপরাজিতা খন্দকার: ঠিক অপরাজিতা ফুলের মতোই কোমল স্নিগ্ধ এক সতেরোর কিশোরী অপরাজিতা। অপরাজিতা ভীষণ আবেগী, কল্পবিলাসী, বাবার আদুরে রাজকন্যা সাথে বুদ্ধিমতী, মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের সংসারের সাথে মানিয়ে নেওয়া একদম ফুলের মতো একটা চরিত্র। অপরাজিতা কিন্তু অপেক্ষারত এক ভ'য়ংক'র প্রেমিকাও। অপরাজিতা ল'ড়াকু, বিচক্ষণ, আত্মসম্মানবোধ সম্পন্ন, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া শক্তপোক্ত এক চরিত্র। অপরাজিতা যেমন ফুলের নামে কোমল ঠিক তেমন ই জয়ী জয়ী ভাব নামে জীবন যুদ্ধে জয়ী। লেখিকা অপরাজিতা দুই ভাবেই ফুটিয়ে তুলতে একটুও কার্পন্য করেন নি। ▪️রেবা: সংসার অন্তপ্রাণ এক নারী। অভাবের সংসারেও দারুন বুদ্ধিমত্তার সাথে সবসময় ভারসাম্য বজায় রেখেছেন। তার প্রবল আত্মসম্মান বোধ, সাহসিকতা, কঠিন মুহূর্তেও পর্বতের ন্যায় অটল থাকা, সন্তানদের সাহস জোগানো, বিচক্ষণতা, অসাধারণ ব্যক্তিত্ব সবটাই আমাকে মুগ্ধ করেছে সাথে বৃদ্ধি করেছে তার প্রতি সম্মানের পরিধি। একটা সময় এসে চরিত্রটার জন্য যন্ত্রণায় ছটফট করেছি সেই সাথে অবাক হয়েছি, প্রতিকূল মুহূর্তেও সে কমন শক্ত ছিলো! অসুস্থতায় এই সিংহীর নেতিয়ে যাওয়া আমায় খুব কষ্ট দিয়েছে। ▪️আলফাজ সাহেব: বেখেয়ালি সাথে উপন্যাস প্রেমী, কবিতা প্রেমী একটা চরিত্র। বাস্তব সংসার বাদ দিয়ে গল্প উপন্যাসের রাজ্যে তার অবাধ বিচরণ। আমাদের আশে পাশে কিছু মানুষ থাকে না, যারা শুধু নিজেকে নিয়েই ভাবে, নিজের মাঝেই আবদ্ধ থাকে এই চরিত্রটা ঠিক তেমন। চরিত্রটা বোকা নাকি স্বা'র্থ'পর এটা বিশ্লেষণ করা একটু কঠিন তবে সে যাই হোক চরম ধ্বং'সাত্ম'ক। ▪️আনান: চঞ্চল এক কিশোর, পড়ালেখাতে যার তেমন আগ্রহ নেই বললেই চলে। খেলাধূলা আর ঘুরে বেড়ানো তার প্রিয় কাজ। চঞ্চল হলেও পরিবারের সাধ্য অনুযায়ী নিজের সখ কে সীমাবদ্ধ রেখেছে সবসময়। অপ্রত্যাশিত ঘটনা চঞ্চল কিশোরকেও কেমন ম্যাচিউর করে তোলে! পরিবারের বিপদের সময় ছোট্ট ছেলেটাও ঢাল হয়ে ছিলো। ▪️অরন্য সালেহীন: দুই সত্তা বহনকারী অসাধারণ এক চরিত্র। অরণ্যের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, নিজেকে নিয়ন্ত্রণে রাখা উপন্যাসে দারুণ ভাবে ফোঁটে ওঠেছে। অরণ্যের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো বাবা মায়ের প্রতি ভালোবাসা, তাদের প্রতি দায়িত্ববোধ। এটা এত্তো এত্তো সুন্দর ছিলো। বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের সুখে রাখার জন্য অরণ্যর ত্যা'গ সত্যিই প্রশংসনীয়। অরণ্যর মতো একটা ছেলে প্রতিটা বাবা মায়ের স্বপ্ন। ▪️দিশা: অপরাজিতার প্রিয় বান্ধুবী। অর্থবিত্তে প্রভাবশালী পরিবারের সদস্য হলেও অহং'কা'রের ছিটেফোঁটা ছিলো না। অপরাজিতার সাথে সহজেই মিশে যেতো। একটা সময় তার উপর আমার প্রচন্ড রা'গ ছিলো পরে গিয়ে সে রাগ বা'ষ্প হয়ে হাওয়ায় উড়ে গেছে। ▪️দীপ্ত সরোয়ার: বন্ধুত্ব দিয়ে অপরাজিতার মন ছুঁয়ে নিতে চাওয়া নিরহংকার, মিশুক, ব্যক্তিত্বসম্পন্ন অন্যরকম সুন্দর এক চরিত্র। অপরাজিতার আধার মুখে হাসি ফোটানো চেষ্টা করতো সবসময়। তার পরিবারের চাপ, ভালো প্রেমিক হতে না পারার আ'ক্ষেপটা ক'ষ্টদায়ক ছিলো। ইশ্ কী আ'ফ'সো'স! ▪️বাচ্চু সরকার-সালেহা খাতুন-মরিয়ম: আতিথেয়তার এক সুন্দর দৃষ্টান্ত এই চরিত্র গুলো। অপরাজিতাদের কঠিন মুহূর্তে আশ্রয় দেওয়া লোকদের ভালো না লেগে থাকতে পারি নাকি? আত্মীয়রা যেখানে স্বার্থ খোঁজে সেখানে এরকম কিছু মানুষের উপস্থিতি ভীষণ মুগ্ধ করে। বিশেষ করে সালেহা খাতুন চরিত্রটা বেশি সুন্দর ছিলো। ▪️শামীমা: চরিত্রটাকে নিয়ে দুই লাইন লেখাই আমার কাছে চরম বিরক্তিকর। তবুও না লেখলেই নয়। কোমল অপরাজিতারা কখনো শক্ত হতে পারে না যতক্ষণ না কোনো আ'ঘাত আসে, মাথা উঁচু করে দাড়াতে পারে না যতক্ষণ না তারা ভে'ঙে পড়ে। আর এই আ'ঘাত আর ধ্বং'সের জন্য শামীমার মতো কিছু চরিত্রের আবির্ভাব হয়। শামীমা উপন্যাসের এমন এক অলংকার যা আপাতদৃষ্টিতে মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শামীমারা যখন আবার ভালো মানুষের মতো আচরণ করতে আসে মনটা চায় ঠু'স ঠু'স করে গুলি করে খু'লি উড়িয়ে দিই। ▪️সুরাইয়া বেগম: মারা আর যেমন হোক সুরাইয়া বেগমের মতো কখনো না হোক। এটা কেমন মা? মেয়ের বিপদে উল্টে মেয়েকেই দোষ দেয়। চরম কষ্টের মুহূর্তে মেয়ে যদি মায়ের আঁচলে শান্তিই খুজে না পায়, মায়ের হাত পাশে না পায় তাহলে অমন মায়ের দরকার কী? ব*জ্জাত কু'টনি বুড়ি। ▪️রবিউল ইসলাম-সাবিনা: রবিউল ইসলাম কে প্রথম প্রথম ভালোই লেগেছিলো পরে দেখা গেলো মহাশয় বিবেক বর্জিত এক লোক, স্ত্রীর দাস বললেও ভুল হবে না। মাঝে মাঝে এদের বিবেক জাগ্রত হলে আবার একটু আধটু লাভ ও হয়। সাবিনা সমাজের সেই রা*ক্ষুসী ভাবী গুলো প্রতিনিধিত্বকারী। আবার মা হিসেবেও দশে শূণ্য। ব*জ্জাতের হাড্ডি ছেলে নিয়ে আবার গর্ব করে ফা*জিল মহিলা। ▪️কুদ্দুস মিয়া: আমার সবচেয়ে প্রিয় চরিত্র। অদ্ভুত বৈশিষ্ট্যের এই বৃদ্ধ লোকটা অপরাজিতাদের বিপদের সময়ের একমাত্র সঙ্গী ছিলো। অপরাজিতা ভবনের সিংহ দুয়ার পাহারা দেওয়া একমাত্র রক্ষী আবার কখনো রাজকন্যা অপরাজিতার সেনাপতি। অসুস্থ বৃদ্ধ লোকটা নিজের সাধ্যমতো অপরাজিতাদের পাশে থেকেছে। অপরাজিতার প্রতি তার স্নেহপ্রিতি আর অপরাজিতার তার প্রতি সম্মান দুটোই ছিলো মনোমুগ্ধকর। ▪️রায়হান: বন্ধুত্বের সুন্দর উদাহরণ রায়হান। প্রবল উত্তেজনার ভীড়ে একরাশ প্রশান্তি। ভেঙে পড়া অপরাজিতাকে উঠে দাড়াতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া ভীষণ মনোমুগ্ধকর একটা চরিত্র। রায়হানের বুদ্ধি আর সাহায্য ব্যতীত অপরাজিতার জার্নিটা হয়তো আরো কঠিন হতো। রায়হান চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হলো বন্ধুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ। বন্ধুত্বের এক শব্দের সুন্দর সংজ্ঞা "রায়হান"। নীলুফা সুলতানা, আজাদ সাহেব, আলেয়া রহমান, সোহান, রিমা, তিতলি, আদি, ইশিতা, ফলানির মা সহ প্রতিটা চরিত্রের উপস্থিতি আরেক টা চরিত্রকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। প্রতিটা চরিত্রে ফুটে ওঠেছে আমাদের আশে পাশের ভিন্ন ভিন্ন ধরনে মানুষের বৈশিষ্ট্য। কোনো চরিত্র মুগ্ধতা সৃষ্টি করেছে তো কোনো চরিত্র ঘৃ'ণা, কোনো চরিত্র হৃদয় প্রশান্ত করেছে তো কোনো চরিত্র পাঠক মনে অস্থিরতার সৃষ্টি করেছে। ভালো খারাপ সব মিলিয়ে উপন্যাসের চরিত্রগুলো নিজ নিজ অবস্থানে অনন্য। ◾প্রিয় উক্তি: "আগুনের ফু'লকি যখন উড়ে গিয়ে আকাশ ছুঁতে চায়, তখন সে জানে তার আয়ু স্বল্প ক্ষণের, একটু পড়েই মুখ থুবড়ে মাটিতে পড়বে। তারপরও তার উড়ার সাধ হয়, সে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। আমি জানি আমাদের আজকের এই মুহূর্তটা এখানেই শেষ। আমাদের জীবনে আর কখনো কিছুই হবে না, এমনকি দেখা হবে না কথাও হবে না। তারপরও আমি এই এক মুহূর্তের স্মৃতি নিয়ে বাঁচব।" "মধ্যবিত্ত পরিবারের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য কোনো আলাদিনের চেরাগ পাওয়া যায় না, কোনো জাদুমন্ত্রও কোথাও নেই। শুধু পরিশ্রম আর সততা দিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা যায়।" "নিজে যদি এভাবে ভে'ঙে পড়ো, তবে মানুষ তোমাকে আরো বেশি ভা'ঙতে আসবে। তাই কঠিন হতে শেখো। জীবন কতো অনিশ্চিত বুঝেছ তো! যেকোনো সময় যে কোনো অঘটনের জন্য সবসময় প্রস্তুত থেকো।" ◾লেখনী: মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গোছানো লেখা, মনোমুগ্ধকর শব্দচায়ন, শালীন ও মার্জিত ভাবে সবকিছু উপস্থাপনা সব মিলিয়ে ভীষণ সুন্দর লেখনী। অনুভবে কল্পরাজ্যে ঘুরিয়ে আনার মতো লেখনী আমায় বার বার মায়ায় পড়তে বাধ্য করে, প্রতিটা বাক্য নতুন করে মুগ্ধতা সৃষ্টি করে। ◾বইটার মাধ্যমে অনেক কিছু শিখেছি, কিছু বিষয় উপলব্ধি করেছি, বইটার সাথে খুব সুন্দর এক সময় কে'টেছে। সমাপ্তিতে তৃপ্তি পেয়েছি। ঘটা করে বলবো না বইটা মাস্টরিড মাস্টারপিস একটা বই কারণ রুচি, পছন্দ ব্যক্তি বিশেষে ভিন্নরকম হয়। আমার কাছে যেটা বেস্ট অন্যজনের কাছে সেটা বেস্ট নাও হতে পারে। তবে হ্যাঁ ঘটা করে যা বলবো তা হলো "নিঃসন্দেহে আমার পড়া বেস্ট একটা বইয়ের তালিকায় অপরাজিতার স্থান"। (ভুলত্রুটি মার্জনীয়) লেখা ও ছবি: সাবিহা আক্তার।

      By HuRi Jihan

      05 Mar 2024 06:52 PM

      Was this review helpful to you?

      or

      অপরাজিতা নিঃসন্দেহে একটি অসাধারণ বই। বইটার ঘোর থেকে এখনো পর্যন্ত আমি বের হতে পারি নি। একজন নারী তার জীবনের অপ্রত্যাশিত সকল বাধা পেরিয়ে কিভাবে জয়ী হয় বইটা না পড়লে সেই সম্পর্কে জানা অসম্ভব। বইয়ে, মেয়েদের জন্য অনেক ম্যাসেজ রয়েছে। নারী দুর্বল নয় বরং নির্ভরতা। আমি অবশ্যই সবাইকে বইটা পড়ার পরামর্শ দিবো। লেখক নিজের যোগ্যতা দিয়ে বইয়ের মান বাড়িয়েছেন।

      By drd****com

      04 Mar 2024 09:02 PM

      Was this review helpful to you?

      or

      অপরাজিতা একটি উপন্যাস আফিফা পারভীন আপুর লেখা। অপরাজিতা একটি মেয়ে। যে নামেই পরিচয়। যে মেয়ে পরাজিত হতে জানে না। পরে গেলে আবার উঠে দাঁড়ায়। হেরে যাওয়া যার চরিত্রে নাই। যার মনোবল অসীম। আফিফা পারভীন আপুর লেখা অপরাজিতা একটি অনন্য সাধারণ বই।যেটা একবার পড়লে বারে বারে পড়তে ইচ্ছে করে আপুর অসাধারণ লেখনীর গুনে। আফিফা পারভীন আপুর লেখা স্বচ্ছন্দ, সাবলীল এক কথায় অসাধারণ। উনার লেখনীর গুনে প্রতিটি বই হয়ে উঠে মাস্টার পীস। প্রতিটি উপন্যাসেই থাকে একটি করে মেসেজ। উনার উপন্যাস শুধু বিনোদনের জন্য নয়, বইতে থাকা মেসেজের জন্য সেই বইটি পাঠকের জীবনে একটা বার্তা বয়ে আনে যেটা জীবনে সর্ব বস্থায় প্রয়োজনীয়। এই উপন্যাসটিতে অপরাজিতা এমন একটি চরিত্র যে শত সমস্যা মোকাবিলা করতে জানে, সংগ্রাম করে উঠে দাড়িয়ে অন্যদেরকেও টেনে তুলতে পারে। এই উপন্যাসের অন্যান্য প্রতিটি চরিত্রই ইউনিক। প্রত্যেকেরই নিজস্ব স্বকীয়তা আছে। বন্ধুদের কিভাবে সহযোগিতা করা যায় সেই মানসিকতা আছে। এই উপন্যাসের রেবা চরিত্র অসাধারণ যার আত্মসম্মান প্রবল যিনি ভেঙে যাবে তবু মচকাবে না। উনার এই গুনটা অপরাজিতা পেয়েছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ এই অসম্ভব সুন্দর উপন্যাসটা উপহার দেওয়ার জন্য। এই উপন্যাসটি লিখতে আপুর অনেক অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়েছে। অনেক অনেক কষ্ট করতে হয়েছে। এই বইটি পড়ে আপু যে স্থানের কথা লিখেছেন সেই জায়গার ইতিহাস সংস্কৃতি জানতে পেরেছি, চলমান মনের চোখে অনেক কিছু দেখতে পেয়েছি। প্রতিটি জায়গার বর্ননা খুবই সুন্দর মনে হয় চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। ওখানে যেতে ইচ্ছে হচ্ছে।ভালো থাকবেন আপু। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।

      By Priya Rahman

      27 Feb 2024 05:03 PM

      Was this review helpful to you?

      or

      #অপরাজিতা "সম্পর্কে স্বচ্ছতা ও সাম্যতা বজায় রাখতে হলে অবশ্যই সব ধরনের হিসাব বরাবর রাখতে হয়। একজন শুধু দিয়ে যাবে হাত উজার করে, আরেকজন শুধু হাত পেতে নিয়ে যাবে, এমন হলে একটা সময় সম্পর্কে অসামঞ্জস্যতা চলে আসে। দুইজনের সম্পর্কে দুই জন সমান না থেকে ছোট বড় হয়ে যায়। এরপর ধীরে ধীরে একজনের মনে অহংকার আসে তো আরেকজন নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে। তারপর আত্মঅহমিকার দ্বন্দ্বের আগুনে সম্পর্কটাই পুড়ে ছাই হয়ে যায়। " ★ জনপ্রিয় লেখক আফিফা পারভীনের নতুন উপন্যাসের কিছু অংশ উপরের কথাগুলো। "অপরাজিতা" উপন্যাসটি কোন রোমান্টিক বা গতানুগতিক কোন প্রক্ষাপটে লিখা না। এটি ভিন্ন তবে খুবই সাধারণের মাঝে বেড়ে ওঠা এক অসাধারণ মেয়ের কাহিনি। মায়ের আদরের কন্যা, বাবার রাজকন্যা থেকে ছিটকে পরে জীবন সংগ্রামে লড়াই করে জয়ের আশায় অপরাজিতা হয়ে ওঠা এক মেয়ের কাহিনি। ★ পাঠ প্রতিক্রিয়া : আজ বই নিয়ে আলোচনার আগে লেখককে নিয়ে একটু প্রতিক্রিয়া জানাই । একজন লেখক কতটুকু তার কাজের প্রতি ডেডিকেটেড হলে, এতো সুন্দর করে নিজের মতামত পাঠকের নিকট তুলে ধরতে পারে তা আফিফা আপুর লেখা পড়লে বুঝা যায়। চমৎকার শব্দের গাঁথুনী, নির্ভেজাল বক্তব্য, দারুণ প্রাকৃতিক বর্ণনা সবকিছু মিলেমিশে এক হয়ে থাকে তার প্রতিটা বইতে। আমি অনেক খুঁজেও আপুর লেখায় কোন শব্দের বা বাক্যের ভুল পাই না কখনো। এবার আসি অপরাজিতা প্রসঙ্গে, বইটিতে সবার প্রথমে নজর কাড়ে এর চমৎকার প্রচ্ছদ ও আর্কষণীয় বাইন্ডিং । হাতে নিলেই মন ভালো হয়ে যায় এমন একটা কাজ। তারপর আসি গল্পে। এই উপন্যাসটিতে আমার সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে উপন্যাসে উল্লেখিত বিভিন্ন স্থানের বর্ননা। সেইসাথে ওই এলাকার প্রচীন ইতিহাস তুলে ধরেছেন লেখক যা কাহিনিকে আরও সমৃদ্ধ করেছে। শুরুতে সাধারণ আর দশটা মধ্যবিত্ত পরিবার যেমন হয় তেমনই মনে হয়ছে অপরাজিতার পরিবারকে। কিন্তু আলফাজ সাহেবর একটা সিদ্ধান্ত গোটা অপরাজিতা ভবনের ভিত্তি নড়বড়ে করে দেয়। সেই সাথে রেবা, আনান আর অপরাজিতার জীবনও। গল্পের মাঝ বরাবর এসে আমি এমন একটা ধাক্কা খাই যেটা শুরুর দিকে অনুমানও করতে পারি নি। তারপর একের পর এক টুইস্ট আসতেই থাকে কাহিনিতে, সেইসাথে অপরাজিতার জীবনের মোড় ঘুরতে থাকে পুরোদমে। একজন নারী ও মেয়ে হিসাবে আমি বলব, অপরাজিতাকে জানার জন্য, কিছু শেখার জন্য হলেও এই বইটা সকলের একবার পড়া উচিত। অপরাজিতার চোখে জীবনকে দেখার এক ভিন্ন রূপ নজরে পড়বে নিশ্চিত। ★ চরিত্র কথন : আফিফা আপুর বই আর আর্কষণীয় চরিত্রে ভরপুর থাকবে না এমনটা খুব কমই হয়। তাই "অপরাজিতা " বইটিতেও মনে দাগকাটার মতো বেশ অনেকগুলো চরিত্র আছে। √ অপরাজিতা : " অন্যের কাছে করা প্রতিজ্ঞা যেমন রাখতে হয়, তেমনি নিজের কাছে করা প্রতিজ্ঞারও সম্মান রাখতে হয়। না হলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখা মুশকিল হয়ে যায়। " বইয়ের প্রধান চরিত্র অপরাজিতা নামের এক তরুনী। আত্মবিশ্বাসী, সংগ্রামী, অকপট, ও মায়াময়ী। কিন্তু শুরুতে এমনটা ছিলো না অপু। সময়, পরিস্থিতি ও আপন মানুষদের বিশ্বাসঘাতকতা তাকে দিন দিন আরও নির্ভীক করে তুলেছে। পুতুলের মতো তুলতুলে ও মোমের মতো নরম মনের অপরাজিতার ব্যক্তিত্ব হলো ইস্পাতের মতো মজবুত। √ অরণ্য : " কিছু দুঃখ আমরা ভুলে যেতে পারি, আর কিছু দুঃখ ভোলার মত দুঃখ আর হয় না। এসব না ভোলার মত দুঃখগুলোকে বুকে পুষে নিয়েই আমরা জীবনে এগিয়ে যাই। " গল্পের আরেকটি অন্যতম পছন্দের চরিত্র অরণ্য। স্বভাবে নম্র, ভদ্র ও মেধাবী। নিজের ভীষণ প্রিয় একজন মানুষের মৃত্যুর পর, বাবা - মায়ের খুশির জন্য নিজেকে ভুলে সেই প্রিয়জনের খোলসে নিজেকে মুড়ে নেয়া একজন আদর্শ ছেলে। কিন্তু নিজের ভালোবাসার জন্য অরণ্য কী পারবে সেই খোলস থেকে বেরিয়ে আসতে? √ রেবা : " সম্পর্কের চোরাগলি ধরে কখন মানুষ হারিয়ে যায়, এটা হয়তো অনেকের বোধের অগোচরেই থেকে যায়। হারিয়ে যাওয়ার পর সম্পর্কের অদৃশ্য বন্ধনের সুতোয় টান পড়লেই শুধু টের পাওয়া যায়, অপরদিকের মানুষটি আর কাছাকাছি নেই। জীবনের কানাগলিতে সে হারিয়ে গেছে, চলে গেছে বহুদূরে। " গল্পে আমার সবচেয়ে প্রিয় চরিত্র রেবা। অপরাজিতার মা। একজন প্রকৃত নারী, যে ভালোবাসা ও শাসনের কড়া সুতায় আলফাজ সাহেবের পুরো পরিবারটিকে আগলে রেখেছিলেন। কিন্তু জীবনের রূঢ় বাস্তবতা তার গোটা জীবনটাকেই মিথ্যে করে দিলো। এই মমতাময়ী নারীকে যত পড়েছি ততই তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি। √ শামীমা : " পৃথিবীতে যত প্রিয় বস্তুই থাকুক, কখনো তাকে পাওয়ার জন্য অন্যায় ও পাপের আশ্রয় নেয়া ঠিক ন। এর ফল কখনো ভালো হয় না। " এই চরিত্রটা গল্পে ভিলেন হিসেবে থাকলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। বলতে গেলে নেগেটিভ দিক থেকে শামীমা চরিত্রটি পুরোপুরি যথার্থ সাজানো হয়েছে। গল্পে এর চিত্রায়ণ স্বল্প বিস্তর হলেও প্রভাব ছিলো দুর্দান্ত। √ অন্যান্য চরিত্র : উপন্যাসে অনেক অনেক চরিত্রের সমাগম লক্ষ্য করা গেছে। দীপ্ত, দিশা,রায়হান, তিতলি, ইশিতা, গুনগুন, আনন্দ, বাচ্চু সরকার, আদি, রিক্তা, জয়নাল,নীলুফা, কুদ্দুস মিয়া, সোহান, আরও অনেকেই। সবাই যার যার জায়গা থেকে উপন্যাসে যথাযথ ভূমিকা রেখেছে। তবে সব শেষে আমার মন কেড়েছে "অপরাজিতা" ই। ★বইয়ের কন্ডিশন, প্রোডাকশন, প্রিন্টিং কোয়ালিটি সবকিছুই চমৎকার ছিলো। প্রচ্ছদটা ছিলো আরও দারুণ। লেখকের ঝরঝরে লেখা বইটি একটানে পড়তে স্বস্তি দিয়েছে। সব মিলিয়ে চমৎকার একটা সময় কেটেছে অপরাজিতা, অরণ্য,দীপ্ত ও রায়হানের সাথে।

      By Mushfika Sarika

      24 Feb 2024 10:42 AM

      Was this review helpful to you?

      or

      বর্তমান সময়ে লেখার এমন ধাঁচ সচরাচর দেখা যায় না। এত নিঁখুত বর্ননা ও একের পর একে কাহিনী বিন্যাস প্রশংসার দাবীদার। এই বইটিকে আমি মোটিভেশনাল হিসেবে সাজেস্ট করব সবাইকে। বই পড়ে বিনোদনের পাশাপাশি কিছু শেখাটাকে আমি খুব গুরুত্ব দেই। এই বইটিও তেমন শিক্ষনীয়। অপরাজিতার মতো সবাই একজন অপরাজিতা হয়ে উঠুক। সবার পাশেই রায়হানের মতো একজন বন্ধু থাকুক। শুভকামনা লেখিকার জন্য।

      By Sathi Islam

      23 Feb 2024 10:43 AM

      Was this review helpful to you?

      or

      অপরাজিতা গল্পটা যতোটা উপভোগের, যতোটা অনুভবের ঠিক ততোটাই উপলব্ধিরও। উপভোগের ছিল লেখিকার চমৎকার লেখনী, প্রকৃতির অপার সৌন্দর্যের দারুণ বর্ণনা যা পড়ার সময় সবকিছু দৃশ্যমান হয়ে ধরা দিচ্ছিল। অনুভবের ছিল ছোট্ট এক কিশোরী এবং তার জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু মানুষের জীবন গাঁথা। উপলব্ধির ছিল, জীবন কীভাবে বদলে যায়! ভাঙা-গড়ার জীবনে মানুষ কীভাবে ভাঙে এবং ভাঙার পরেও থেমে না থেকে কীভাবে উঠে দাঁড়াতে হয়। কীভাবে অপরাজিতা হয়ে উঠতে হয়। সুখপাঠ্য এই বইটাতে এত দারুণ দারুণ ম্যাসেজ ছিল আর অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা ছিল যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। সাহিত্য প্রেমিদের জন্য উপযোগী একটি বই।

      By 880****578

      22 Feb 2024 09:15 PM

      Was this review helpful to you?

      or

      বইঃ অপরাজিতা লেখকঃ আফিফা পারভীন প্রকাশনীঃ ছাপাখানা প্রচ্ছদঃ ফাইজা ইসলাম মুদ্রিত মূল্যঃ ৬৪৫ টাকা ★প্রচ্ছদ ও নামকরণঃ শুরুতেই প্রচ্ছদের কথা না বললে নয়। প্রচ্ছদটা সামনাসামনি কি যে দারুণ বলার মতো নয়, যে হাতে নিবে বইটা তার রাখতেই ইচ্ছে করবে না। এতো চমৎকার আর মনকাড়া প্রচ্ছদ। আসলে থাকে না কিছু বই হাতে নিলে শান্তি শান্তি একটা অনুভব হয় অপরাজিতা বইটিও ঠিক তেমন একটি বই। অপরাজিতা নামটা শুনলেই কেমন একটা জয়ী জয়ী অনুভূতি হয়। বইয়ের সাথে নামের পারফেক্ট একটা মিল আছে। বইয়ের প্রচ্ছদের রঙটা আমার অনেক প্রিয় রঙ। ★পাঠ অনুভূতিঃ এক কথায় অসাধারণ একটা বই। লেখিকা আপুর চমৎকার একটি বই। বই হাতে পাওয়ার সাথে সাথে পড়ে শেষ করেছিলাম। কিন্তু বই পড়ে বইয়ের ঘোর কাটতে আমার কয়েকদিন লেগেছে মনটা সারাক্ষণ বইতে ডুবে ছিলো। তারপর থেকে বইটা আবার পড়ে যে অনুভূতি জানাবো সেই সময়টাও পাচ্ছিলাম না। একটু ঝামেলার জন্য আর লিখা হচ্ছিলো না কিন্তু অনুভূতি জানাতে না পারলেও শান্তি পাচ্ছি না তাই তিনদিনে একটু একটু করে লিখে ফেললাম। এমন সুন্দর করে জায়গা আর প্রকৃতির বর্ণনা থাকে না দেখেও জেনো বই পড়ে আমি সব কল্পনা করতে পারি। সেই জায়গাটা সম্পর্কে জানতে পেরে মনটা যেন হারিয়ে যায় সেখানে। অপরাজিতা আমার খুব খুব পছন্দ হয়েছে কারণ বইয়ে অপরাজিতা চরিত্রের সাথে আমার কয়েকটা দিক একদম মিলে গেছে। আমাদের সব মেয়েদের মাঝে এমন একটা করে অপরাজিতা বাস করে কিন্তু কেউ কেউ সুযোগের অভাবে নিজের ভিতরের অপরাজিতাকে বের করতে পারে না। আমি চাই সবাই এই অপরাজিতার মতো হার না মেনে লড়ে যাও তবেই না সাফল্য ধরা দিবে। আফিফা আপুর লেখা যারা পড়ছে আমি জানি তারা নিঃসন্দেহে আপুর বই কিনে ফেলে, তবে যারা পড়েননি তারা একটা পড়ে শুরু করলেই সব কিনতে মন চাইবে। এই বইটা সবার পড়া উচিত। একটি সাধারণ মেয়ের অপরাজিতা হয়ে ওঠার লড়াইটা জানতে হলে অবশ্যই পড়তে হবে বইটি। কীভাবে কঠিন সময়কে মোকাবিলা করে লড়ে গেছে জানতে হলে অবশ্যই পড়তে হবে বইটি। ★চরিত্রকথনঃ অপরাজিতা বইতে অসংখ্য চরিত্র আছে। অনেক চরিত্রদের নিয়ে লেখক আপু বইটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। তার মধ্যে আমার পছন্দের কয়েকটি চরিত্র নিয়ে লিখবো। *অপরাজিতা: আমার সবচেয়ে পছন্দের একটা চরিত্র। আত্মসম্মানবোধ, সাহসী, পরিশ্রমী, গুণী একটা মেয়ে। ওর সম্পর্কে যত পড়েছি তত অবাক হয়েছি। কীভাবে এতো কম বয়সে ভাই ও মাকে সাথে নিজের একটা পরিচয় গড়ে তুলেছে। আসলেই পরিস্থিতি অনেক মানুষকে তাড়াতাড়ি বড় করে দেয়। অপরাজিতার এই হার না গল্প আমার মনকে বিষণ নাড়া দিয়েছে। *রেবা: অনেক সাহসী একজন মহিলা। কঠিন পরিস্থিতিতে ও শক্ত কিভাবে থাকতে হয় সেটা রেবাকে পড়ে জেনেছি। জীবনের খারাপ সময়ে না ভেঙ্গে পড়ে সন্তানদের আগলে রাখে। *অরণ্য: এই চরিত্রটার জন্য একটু বেশি মায়া কাজ করে আমার মনে। আহারে বাবা-মায়ের মুখে একটু হাসি ফুটানোর জন্য নিজের পছন্দ, ভালোবাসা সবকিছু ছাড়তে কোন দ্বিধা করে না। এমন ছেলে পাওয়া প্রতিটা বাবা- মায়ের সৌভাগ্য। *রায়হান: রায়হান আমার অনেক পছন্দের একজন। এমন বন্ধু যার আছে তার জীবনে কোন দুঃখ থাকতে পারে না। বন্ধুদের জন্য যে নিঃস্বার্থভাবে সর্বদা প্রস্তুত থাকে। রায়হানের মতো বন্ধু সবার কপালে থাকুক। *দ্বীপ্ত: সে গভীরভাবে ভালোবাসতে জানে তবে বিপদের সময় ভালোবাসার মানুষটির পাশে থাকতে পারেনি। আসলে পরিস্থিতি তাদের অনুকূলে ছিলো। (বিঃদ্রঃ) রিভিউ লিখতে পারি না তবে নিজের মনের অনুভূতি লিখলাম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

      By Kohinoor Mala

      21 Feb 2024 09:21 PM

      Was this review helpful to you?

      or

      পাঠপ্রতিক্রিয়াঃ অপরাজিতা পড়ে শেষ করলাম। অনেক আস্তে ধীরে বুঝে বুঝে পড়েছি কারন আপুর বইগুলো শুধু গল্প না এর ভেতর সামাজিক অনেক মেসেজ ও মনস্তাত্ত্বিক বিষয় থাকে সেটা যেন বুঝতে পারি। পড়েছি আর বারবার বই উল্টে দেখেছি আর কতটুকু আছে, বই এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কেন? বইটা আর একটু মোটা হলে ভালো হতো! বই পড়ে কেমন অনুভূতি হয়েছে সেটা লিখতে গেলে ছোটখাট একটা বই হয়ে যাবে। বইয়ের মধ্যে এমনভাবে ডুবে ছিলাম যে, বই রেখে অন্য কোন কাজ করার সময় মন শুধু "অপরাজিতা" "অপরাজিতা" করত। বইটা পড়ে অন্যরকম একটা শান্তি পেয়েছি। লেখার মান এত ভালো যে মাঝে মাঝে মনে হয়েছে এরকম লেখা পড়ার জন্যই বোধ হয় পাঠকরা অপেক্ষা করে, অপরাজিতা পাঠক মন পরিতৃপ্ত করার মত একটি বই। অপরাজিতা কোন একটা মেয়ের জীবনের গল্প, তার জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জিতে যাওয়ার গল্প। আমাদের আশে পাশে অহরহ ঘটে চলা ঘটনা প্রবাহকে কেন্দ্র করে লেখা অসাধারণ সুন্দর একটি প্রেমের গল্প। একটা সাধারন মেয়ের অপরাজিতা হয়ে ওঠার গল্প। বইটা পড়ে এত ভালো লেগেছে যে বলতেই হয় একজন পাঠক হিসেবে আমি সন্তুষ্ট। এরকম একটা বই আমার সংগ্রহে থাকার জন্য আমি আরো বেশি সন্তুষ্ট। পারিবারিক জীবনে সবাই তো আর শান্তিতে থাকে না তাই মাঝে মাঝে নিজেকে একটু শান্তি দিতে বইয়ের থেকে উত্তম আর কিছু হতে পারে না আর এর জন্য প্রযোজন ভালো মানের বই। এই ভালো মানের বইয়ের সব গুন আফিফা পারভীন আপুর সবগুলো বইতে আছে বলে আমার মনে হয়। আপু তোমাকে বলছি, পূর্বে লিখিত বইগুলো মত এবারও তুমি সফল এই বইটা এক কথায় বলি কিংবা বেশি কথায়, সবভাবেই বলব, "অসাধারণ অসাধারণ"। যারা এখনো বইটি পড়েন নি তারা দ্রুত পড়ে ফেলুন আর যারা বই টা এখনো কিনতে পারেন নাই তারা নিশ্চিন্তে কিনে ফেলুন। কথা দিতে পারি এই বইটা কিনে আমার মত আপনিও সন্তুষ্ট হবেন। নিজের সংগ্রহে রাখতে পারার জন্য আনন্দিত হবেন। বিঃদ্রঃ এই বইটা সম্পর্কে অনেক কিছু বলার আছে। অনেক অনেক অনুভূতি জমা হয়ে আছে। তাই পরবর্তীতে আবার রিভিউ লিখব।

      By sif****com

      21 Feb 2024 06:35 PM

      Was this review helpful to you?

      or

      #অপরাজিতার_পাঠ_প্রতিক্রিয়া✨ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ✨এই মাসেই পরিক্ষা তবুও পড়ালেখা রেখেই, অপরাজিতা পড়ে শেষ করেছি আরো দুইদিন আগেই,, ভাবলাম একটু অনুভূতি প্রকাশ করে যাই, নয়তো শান্তি পাবো না ? ✨ আফিফা আপুর সব বই আমার পড়া শেষ, আলহামদুলিল্লাহ । আমার মনে হয় সব বই থেকে অপরাজিতা একটু ভিন্ন ধাচের গল্প যেখানে নারী চরিত্রের প্রাধান্য ছিলো তুলনামূলক বেশি। গ্রল্পের প্রয়োজনে সব চরিত্রই সমান্তরাল ভাবে যার যার অবস্থান থেকে তাদের ভূমিকা পালন করেছে। সহজ কথায় যদি বলি "অপরাজিতা " গল্পে ফুটে উঠেছে অষ্টাদশী যুবতীর সংগ্রামের দৃশ্যপট _ স্বার্থপর সমাজের বুকে লড়াই করে টিকে থাকার ইতিহাস _ সাথে অপ্রত্যাশিত ভাবে মানুষের বদলে যাওয়া রুপ । লেখিকা গল্পে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ননা দিয়েছেন নিখুঁত হাতে । প্রকৃতির রুপ নিয়ে আলাদা করে আর কি বলবো?? আফিফা আপু এই দিক থেকে অতুলনীয় প্রশংসার দাবিদার । সেইসাথে প্রতিটা চরিত্রকে সাজিয়ে তুলেছেন বাস্তবতার প্রেক্ষাপটে । "অপরাজিতা " বইটি পড়ার সময় পাঠকদের পড়ার আর জানার আগ্রহকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাখতে সক্ষম ,, শেষ না হওয়া অব্দি শান্তি নেই!! ( অরণ্য, রায়হান, দীপ্ত) প্রতিটা চরিত্র ভীষণ সুন্দর লেগেছে। কারো থেকে কারো ব্যক্তিত্ব কম না , সবাই সবার দিক থেকে অতুলনীয়। নারী চরিত্রের মধ্যে এখন তো অপরাজিতা আমার পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে? আরেকটা চরিত্রের কথা না বললেই নয়!! অপরাজিতার মায়ের ভূমিকা এই উপন্যাসে সর্বত্র বিরাজমান। আমার ভীষণ পছন্দের একজন মানুষ তিনি,, এই চরিত্র টা সকলের মনে দাগ কেটে যাবে ইনশাআল্লাহ। "অপরাজিতা " একটা টক ঝাল মিষ্টি টাইপের উপন্যাস। এখানে পাঠক সব রকমের অনুভূতি পাবে। আফিফা আপুর সবগুলো পছন্দের বইয়ের মধ্যে অপরাজিতা একটু বেশিই পছন্দের হয়ে গেছে ♥ আপাতত আমার হযবরল অনুভূতি প্রকাশ এতটুকি থাকুক, বিস্তারিত আলোচনা পরে একসময় করবো ইনশাআল্লাহ ? যারা এখনো পড়েন নি দ্রুত পড়ে ফেলুন! হ্যাপি রিডিং ✨

      By Sumu

      17 Feb 2024 05:15 PM

      Was this review helpful to you?

      or

      অপরাজিতা গল্পটি জীবনের গল্প। উপন্যাসের নামকরণ যেন স্বার্থক,কাহিনীর সামঞ্জস্যতায়। গল্পটি একজন অপুর, সাথে থাকা অরন্য কিংবা রায়হানের। দু হাতে আগলে রাখা দিশা ও দীপ্তরও। ‘‘অপরাজিতা" কোনো রূপকথার সোনার পালকে স্বপ্ন সাজানোর গল্প না হলেও বাস্তবে ঠেকে শিখে,টিকে থাকার গল্প। গল্পটি প্রতিটি মেয়ের জীবনে লড়াকু হয়ে বেঁচে থাকার গল্পেরই আংশিক রূপরেখা যেন। যা আপনাকে প্রকৃতির স্নিগ্ধ রূপে মুগ্ধ করবে, ঠিক তেমনই জীবনের বাস্তব সময়গুলোকে অনুভব করে সামনে এগিয়ে যেতে সাহস জোগাবে। অপরাজিতা শেষ করে আমার মনে হয়েছে, এই শব্দটিই কেমন জানি স্নিগ্ধ সুন্দর! সত্যি বলতে, যেই সৌন্দর্য প্রকাশের বিশেষ কোনো ভাষা আমার জানা নেই। শুধু মন-মস্তিস্কে অনুভব করা যায়। তবে জীবনে চলার পথে আমি আরও গভীরভাবে সহিষ্ণুতাকে ধারন করার চেষ্টা করব। উপলব্ধি করতে শিখব জীবন সত্যিই সুন্দর। এই জীবনে প্রতিটি পর্যায়ে টিকে থাকাই সবচে জরুরি বিষয়! এবং এখানেই জীবন স্বার্থক। সবশেষে বলব, বইটি ছেলেমেয়ে নির্বিশেষে প্রতিটি বয়সের মানুষের জন্য সুইটেবল। প্রতিজন মানুষ অপরাজিতার গল্পে খুঁজে পাবে নতুনভাবে জীবনকে গড়ে তোলার উন্মাদনা। জীবন একটাই, এই এক জীবনে বেঁচে থাকার সমস্ত রসদটুকু নিংড়ে সংগ্রহ করুন নিজের মতো করে, এতেই না মানব জীবনের চরম স্বার্থকতা।

      By 880****475

      17 Feb 2024 11:45 AM

      Was this review helpful to you?

      or

      অপরাজিতা একটি কল্পপ্রিয় মেয়ের বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্প। আবেগি মানসিকতার অপু থেকে শক্ত,দৃঢ় মনোবলের অপরাজিতা হওয়ার গল্প। শুধু অপু থেকে অপরাজিতা হওয়ার গল্পেই "অপরাজিতা" বইটির গন্ডি সীমাবদ্ধ থাকে নি বরং "অপরাজিতা" বন্ধুত্ব, আত্নীয়তার গল্প আর সাথে "অপরাজিতা" কয়েকটি পরিবারের গল্প, পরিবারের সদস্যদের মধ্যাকার সম্পর্কগুলোর গল্প। লেখক এই পরিবারগুলোর গল্প বলতে যেয়ে একই সম্পর্কের কতগুলো শেড দেখিয়েছেন আর পাঠককে ভাবিয়েছেন, বুঝিয়েছেন - পরিবার তখনই পরিবার হয় যখন পরিবারের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট সম্পর্কগুলোতে (স্বামী-স্ত্রী, মা- মেয়ে, মা-ছেলে, বাবা- মেয়ে, বাবা-ছেলে) দুপক্ষেরই সমান ইনভেস্টমেন্ট, যত্ন,ভালোবাসার সামঞ্জস্য থাকে। স্বামী- স্ত্রীর সম্পর্কের একটি অতীব গুরুত্বপূর্ন দিক লেখায় এসেছে - আমি আসলে ভাবিই নি লেখক বিষয়টাকে এতোটা বোল্ড ভাবে তুলে ধরবেন এবং বুঝাতেও সক্ষম হবেন। এটার জন্য লেখককে আলাদা কুর্নিশ জানাই। আবার পরিবারের জন্য একজন মানুষ ঠিক কতটা বদলাতে পারে যে নিজের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়, পরিবারের জন্য করা ত্যাগ এরকম আরো নানান বিষয় বইটিতে সুক্ষ্ম ভাবে লেখক দেখিয়েছেন। আর সত্যি বলতে পাঠক যদি মনোযোগ দিয়ে পড়ে তবে ভাবনার দরজায় নাড়া দিতে সমর্থ এমনই এক বই "অপরাজিতা"। বেশকিছু ব্যাপার আমাকে নতুনভাবে ভিন্ন দৃষ্টিকোন থেকে দেখতে বাধ্য করেছে বইটি। টিনেজার হিসেবে পরিবার, পরিবারের মধ্যে থাকা সম্পর্কগুলোর মূল্যয়ন, দায়িত্ববোধ সর্বোপরি নিজের আবেগ, অনুভূতির সাথে বাস্তবতার সামঞ্জস্য আছে কিনা - এসব বিষয় আমার মাথায় থাকবে এখন থেকে । "অপরাজিতা" আমার মাথায় ব্যাপারগুলো সেট করে দিয়েছে। হ্যাটস অফ টু দ্যা রাইটার। ঠিক কি লিখেছেন সেটা লেখক জানে, তবে কি পড়েছি সেটা আমি জীবনভর অনুভব করে যাবো। আমার মাথায় শুধু একটি প্রশ্নই ঘুরছে, "আদতে সম্পর্ক জিইয়ে রাখতে কি করতে হয়? স্বচ্ছ থাকা, যত্ন নেওয়া এসবও তো দেখা যায় সময়ের আবর্তনে কম পড়ে যেতে পারে!"

      By Farhana Kabir

      17 Feb 2024 10:48 AM

      Was this review helpful to you?

      or

      #অপরাজিতা_পাঠ_অনুভূতি আজ শেষ করলাম অপরাজিতা বই টি। আফিফা পারভীন আপুর "কাচবন্দি ভালোবাসার " মাধ্যমে তার লেখার সাথে পরিচয় আমার। এরপর তার লেখার প্রেমে পড়ে তার প্রকাশিতব্য সবগুলো বই ই এখন আমার ঘরে ,আলহামদুলিল্লাহ। তার লেখার উপর সম্পূর্ণ ভরসা এবং আস্থা রেখেই অপরাজিতা অর্ডার করেছিলাম। আমি নিশ্চিত ছিলাম নিরাশ হবো না, নিরাশ হওয়া তো দূর বরং চাওয়ার থেকেও অনেক অনেক বেশি পেয়েছি ,আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমার কাছে আপুর লেখা মানেই ম্যাজিক। সবথেকে যেটা ভালো লাগে সেটা হলো আপুর লেখা কোন কাল্পনিক রূপকথার গল্পের নায়ক নায়িকা বা অবাস্তব কল্পনা'কে ঘিরে তিনি লেখেন না। সুখ, দুঃখ, আনন্দ, বে দ না , বন্ধুত্ব, জীবনের বাস্তবমুখী দিক অতি সাবলীল ভাবে তিনি তুলে ধরেন। যেমন #অপরাজিতার প্রকৃত অপরাজিতা হয়ে ওঠার গল্প তিনি তুলে ধরেছেন। বাবার অতি আদুরে বাপ সোহাগী মেয়ে কিভাবে বাস্তবতার ক ষা ঘা তে নানান ঝড়- ঝাপটা, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি ল ড়া য় করে একজন অপরাজিতা হয়ে উঠেছে তার গল্প। ফুটিয়ে তুলেছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের চিত্র। জানতে পেরেছি বিভিন্ন দার্শনিক স্থান ও স্থাপত্য সম্পর্কে। এক কথায় অপরাজিতা সত্যিই এক অনবদ্য সৃষ্টি। আসলেই জীবন কখন কাকে কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারে না। থেমে যাওয়ার নাম জীবন নয়।এক পা দুই পা করে এগিয়ে যাওয়ার নাম ই জীবন। থেমে গেলে জীবন যুদ্ধে পিছিয়ে পড়তে হয় , এবং এক সময় নিঃশেষ হয়ে যেতে হয়। অপরাজিতা থেমে যায়নি , হেরে যায়নি, হেরে যেতে যেতে ও ঠিক হারিয়ে দিয়েছে নিজের প্রতিকূল অবস্থা কে। জিতে নিয়েছে নিজের জীবনের ভালো থাকার পথ। জীবনের ক ঠি ন পথ পাড়ি দেওয়ার নাম অপরাজিতা। বি: দ্রঃ- ( আমি আমার অনুভূতি কখনও ই গুছিয়ে প্রকাশ করতে পারি না, তবু চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনা করবেন)

      By Tahira Tanjum Shuma

      17 Feb 2024 10:18 AM

      Was this review helpful to you?

      or

      ছাপাখানা প্রকাশনী থেকে প্রকাশিত সামাজিক ও মনস্তাত্ত্বিক ক্যাটাগরিতে আফিফা পারভীন আপুর লেখা নবম বই 'অপরাজিতা' সামসময়িক সময়ে গল্প উপন্যাস বলতে যা বুঝায় এটা তার থেকে অনেকটাই ভিন্ন। কারণ এখানে গড়পড়তা প্রেম কিংবা ভালোবাসার অতি রঞ্জিত কোনো বর্ননা নেই যা আছে তা হলো শান্ত দিঘির মতো অথবা ভূগর্ভে লুকায়িত লাভাকুণ্ডের মতো। যা মানুষ বুকে ধারণ করেও থাকে বৃক্ষের মতো অটল অবিচল। যা আশ্রয় দেয়, সাহস দেয়, আগলে রাখে আবার নিজের সংস্পর্শ থেকে দূরে থাকে। 'অপরাজিতা' গল্পটি শুধু একজনের নয়। এ গল্পে যতটুকু ভাগ অপরাজিতার রয়েছে ঠিক ততটুকুই রয়েছে রেবার। এটি শুধু অপরাজিতার ভেঙে চুরে আবার নিজেকে গড়ে একজন্য সত্যিকারের অপরাজিতা হয়ে ওঠার গল্প নয়, এটা রেবা, অরন্য, দীপ্ত, রায়হান, শামিমা সবারই নিজ নিজ জায়গা থেকে অপরাজিতা হয়ে ওঠার গল্প। জীবনে ঝড় এসেছে, বাঁক নিয়েছে, তবুও সবাই সেই ঝড়কে বুকে আগলে রেখে একেকজন অপরাজিতা হয়ে উঠেছে। যারা একবার নিজেদেরকে সামলে ওঠা শিখে যায়, যারা একবার নিজেদেরকে, বাস্তবতাকে বুঝতে শিখে যায় তাদের থামিয়ে রাখে এমন সাধ্যি কার? আপনি এই বইটি যতক্ষণ পড়বেন নিজের মধ্য এক অদ্ভুত শক্তির উপস্থিতি টের পাবেন। শব্দের বুননগুলো রয়েছে মুক্তার গহনার মতো। একেরপর এক সামঞ্জস্য রেখে লেখিকা বুনেই চলেছে যা আপনাকে প্রতি মুহুর্তে মুগ্ধ করবে।

      By sad****com

      16 Feb 2024 08:40 PM

      Was this review helpful to you?

      or

      #পাঠ অনুভূতি: #অপরাজিতা অবশেষে শেষ হলো অপরাজিতা। বরাবরের মতোই আফিফা পারভীন আপুর লেখার ওপর বিশ্বাস করে বইটা প্রি অর্ডার করেছিলাম। আর তা আমাকে নিরাশও করেনি। বারবরের মতোই আমি সন্তুষ্ঠ। আপু মানেই আলাদা, একদম সাধারণ। কিন্তু এই সাধারন বিষয়গুলোকেই আপু তার অসাধারণত্ব দিয়ে ফুটিয়ে তোলে।আপুর লেখার আরেকটা দিক যেটা আমার বেশি ভালো লাগে তা হলো আপুর বই হোক বা গল্প যাই হোক না কেন তা একদম বাস্তব মূখী হয়।জীবন যে কোনো নাটক, সিনেমা, রূপকথার গল্প নয়, ভালো খারাপ সব মিলিয়েই জীবন এই জিনিসটা আমি সবসময় আপুর বই পড়ার পর উপলব্ধি করি। তা এই বইতেও পেয়েছি। #অপরাজিতা, বইটার নামটা যেমন সুন্দর, তেমনই চোখে প্রশান্তি দেওয়ার মতো তার চমৎকার প্রচ্ছদ। এই বইটা একদম নরমালি পড়া শুরু করেছিলাম । কিন্তু পড়তে পড়তে ধীরে ধীরে কেমন জানি এর মধ্যে হারিয়ে গিয়েছি। এই বইটাতে যেমন চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য সম্পের্ক জানতে পেরেছি তেমনি জানতে পেরেছি নানা দার্শনিক স্থান সম্পর্কে। জানতে পেরেছি এক শান্ত, শীতল, আর বাবার আদুরে কন্যা থেকে নানা ঝড় ঝাপটা ও নানা প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এক নতুন অপরাজিতা হয়ে ওঠার গল্প। জীবন যে মানুষকে কখন, কিভাবে কোন পর্যায়ে নিয়ে যাই তা এক সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু যেকোনো সমস্যাকে যারা সহজে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারে তারাই একসময় না একসময় সফল হয়।তারাই প্রকৃতপক্ষে এক একজন #অপরাজিতা। এই বইটা পড়ে একজন শুন্য থেকে শুরু করে পূর্ণ অপরাজিতার গল্প সম্পর্কে জানতে পেরেছি। এমন অনেক #অপরাজিতা আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। কিন্তু কয়জন এরকম সাধারণ বিষয় নিয়ে এত সুন্দর করে লিখে? এত সাধারণ বিষয় গুলোকে অসাধারণ করে ফুটিয়ে তোলা একমাত্র আফিফা পারভীন আপুর পক্ষেই সম্ভব। আপুকে স্যালুট জানাই এমন সাধারণ বিষয়গুলো একদম অসাধারণভাবে ফুটিয়ে তোলে আমাদের পড়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আপুর বইগুলো পড়ার পর আমার নিজের কাছে গর্ব হয় যে আমি এমন অসাধারণ একজন লেখকের পাঠক। আমার তরফ থেকে আপুর জন্য সবসময় দোয়া ভালোবাসা রইল আপু।?? (বি.দ্র. :আমি রিভিউ দিতে পারি না। তাই চেষ্টা করেছি পাঠ্যানুভূতির মাধ্যমে ছোট করে আমার অনুভূতি জানানোর। জানি না কেমন হয়েছে। সবাই ভুলএুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

      By Tuly Das

      16 Feb 2024 01:40 PM

      Was this review helpful to you?

      or

      #পাঠ_অনুভূতি কিছু কিছু বই থাকে যা আপনার চিন্তা চেতনাকে আরো সমৃদ্ধ করে, ভাবনার জগতকে প্রসারিত করে, নিজের দায় দায়িত্বটুকু পালন করতে হবে এই বোধদয় করায়, অদূর ভবিষ্যতেও যেন কখনো সম্পর্কের ভারটা বোঝা না হয় সেই বুঝটুকু মস্তিষ্কে বিচরণ করায় এই সবকিছুর কম্বিনেশনের পুরো প্যাকেজ "অপরাজিতা"। বন্ধুত্ব তো অনেক রকমের হয় আমরা জানি কিন্তু ভালোবাসাও যে বিভিন্ন রঙের বিভিন্ন ঢংয়ের হয় তার সংজ্ঞা পুরোপুরি "অপরাজিতা"। ভালোবাসার অর্থ শুধু নিজে ভালোথাকা না যাকে ভালোবাসি সম্পূর্ণভাবে তার ভালোথাকার আরেক নাম "অপরাজিতা"।আমি মুগ্ধ আমি তৃপ্ত "অপরাজিতা" পড়ে। লেখকের অন্যান্য বই পড়ে আমার কাছে মনে হয়েছে আফিফা পারভীন আপুর সবচেয়ে বড় চমকটিই তার লেখার ভিন্নতা আর এই বইটাতে তো শুধু চমক চমক আর চমক।আমি তো প্রথম পৃষ্ঠা পড়েই মুগ্ধ হয়ে গেছি।কোন জায়গার সৌন্দর্য্য উপলব্ধি করার জন্যেও আসলে যেমন জোহুরির চোখ প্রয়োজন তেমন প্রয়োজন সঠিক ভাবে সেই সৌন্দর্য্যের বিশ্লেষণ করা।আর এক্ষেত্রে তো লেখক তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সাহসের সাথে। বলতে গিয়ে হয়তো আমি সঠিক ভাবে বোঝাতে পারবো না তবে বলবো অপরাজিতা বেস্ট বেস্ট আর বেস্ট বইগুলোর মধ্যে অন্যতম। "আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়" এর রেশ থেকে বের হবার জন্য"অপরাজিতা" তার নিজস্ব মহিমায় অটুট হয়ে দাঁড়িয়েছে।পুরো বইয়ের কথাগুলোই সুন্দর কিন্তু শুরু আর শেষের দিকের কথাগুলো এতো বেশি মন ছুঁয়েছে যে কি বলবো।আমি আবার পড়বো অপরাজিতা, বারবার পড়ার মতো বই অপরাজিতা,হৃদয় মন তৃপ্ত করার মতোই বই "অপরাজিতা"।মনের গলিতে শতশত ডানার প্রজাপতি উড়াউড়ির আরেক নাম "অপরাজিতা"। বাস্তবতার কড়াঘাতে পিষ্ট হয়ে ঘুরে দাঁড়ানোর আরেক নাম "অপরাজিতা"। বি:দ্র:সময় সুযোগ করে পড়বেন বইটি।পুরো পয়সা ওসুল উপন্যাস।মন হারানোর মতোই একটি বই "অপরাজিতা"।নিজে পড়ে অন্যকে সাজেস্ট করার মতোই বইটি। ধন্যবাদ লেখককে এতো সুন্দর করে এমন একটি বই লিখে পড়ার সুযোগ করে দেবার জন্য।

      By Ismath Jerin Khan Eva

      03 Mar 2024 07:34 PM

      Was this review helpful to you?

      or

      #পাঠ_অনুভূতি #অপরাজিতা বইয়ের নাম: অপরাজিতা লেখকের নাম: আফিফা পারভীন প্রকাশনী: ছাপাখানা প্রকাশনী প্রচ্ছদশিল্পী: ফাইজা ইসলাম প্রথম প্রকাশ: বইমেলা,২০২৪ পৃষ্ঠা সংখ্যা: ৩০২ পৃষ্ঠা অপরাজিতা গল্পটি শুধুমাত্র অপরাজিতা নামক মেয়েটির অপরাজিতা হয়ে ওঠা কিংবা হার না মানার গল্প নয় । তার সাথে যুক্ত অরণ্য, রায়হান, দীপ্ত, বন্ধুমহল , আনান সবার নিজ নিজ অবস্থান থেকে অপরাজিত হয়ে ওঠার গল্প। রেবার একা হাতে সবকিছু সামলানোর গল্প । একজন সন্তানের জীবন যুদ্ধে টিকে থাকার গল্প। জীবনের কঠিন মুহূর্তে এক বন্ধুমহলের পাশে থাকার গল্প।বইটি এক কথায় অসাধারণ। আমার পড়া এটা আপুর প্রথম বই। কিন্তু এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মত একটা বই। আরও দুটি বই শ্বেত পাথরের মালা আর বাতাসে বহিছে প্রেম ঘরে আছে। ইনশাআল্লাহ পড়ব । ভাবিনি অপরাজিতা বইটি এত মোটা একটা বই হবে। আর প্রচ্ছদটার কথা নাই বা বললাম ।

      By Jannat2002 Risalat2015

      16 Feb 2024 04:58 PM

      Was this review helpful to you?

      or

      #পাঠ_অনুভূতি #অপরাজিতা অপরাজিতা বইটি আফিফা পারভীন আপুর নবম বই। অসম্ভব চমৎকার এবং বাস্তবসম্পূর্ণ একটি বই। আফিফা আপু আমার কাছে শুধু একজন লেখক হিসেবে পরিচিত নয় বরং আমি আপুকে মনে করি উনি একজন জাদুকর শব্দের জাদুকর। যার জাদুর ছোঁয়ায় শব্দেরা আনন্দে আত্মহারা হয়ে উঠে। আপুর লেখা প্রতিটা বই বরাবরই সকল পাঠক হৃদয় জয় করে আসছে এ পযর্ন্ত তার মতোই এই অপরাজিতা বইটি ও একটি চমৎকার মনোমুগ্ধকর বই। আমি নিঃসন্দেহে বলতে পারি বইটি পড়ে আমার মতো সবাই এই কথাই বললেন। অপরাজিতা বইটি শুধু সাধারণ কোন প্রেম কাহিনী নিয়ে না। আর নাইবা শুধু একজন নারীর জীবনের গল্প নিয়ে। বরংচ এটি অপরাজিতার মতো জীবনযুদ্ধে হেরে গিয়ে হাজার বাধা অতিক্রম করে আবার কিভাবে বিজয়ের সাথে উঠে দাড়াতে হয় তার দৃষ্টান্তমূলক বাস্তব চিত্র। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সবাই নিতে পারেনা। সেই সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে কিভাবে কিশোরী অপু থেকে আজকের সফল অপরাজিতা হয়ে উঠেছে তার গল্প। আমার মনে সবচেয়ে বেশি যে ব‍্যাপারটা খুব দাগ কেটেছে তা হলো কাউকে ভালোবাসা। কেউ কেউ ভালোবেসে তার ভালোবাসাকে পেয়েও অন‍্যের সুখের জন্যে ত‍্যাগ করতে পারে তার চমৎকার উদাহরণ যেমনটি আছে বইটিতে তেমনি আবার নিজের স্বার্থের কথা চিন্তা করে অন‍্যায়ভাবে ভালোবাসতেও পারে এবং তা যেকোনো মূল‍্যে নিজের করে নিতে পারে তার বাস্তবচিত্রও আছে। আমি অপরাজিতার আগে রেবার প্রেমে পড়েছি। তেমনি অরণ‍্য,দীপ্ত ও রায়হান কে আমার খুব ভালো লেগেছে।গল্পে প্রতিটা চরিত্র তার নিজ নিজ জায়গায় অসাধারণ। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা ও নিষ্ঠাও ছিল খুব সুন্দর উদাহরণস্বরূপ। আর প্রকৃতির ও জায়গায় বর্নণা ছিল সবচেয়ে চমৎকার বিষয় বইটিতে। আপু আগেই বলেছিলেন বইটি পড়ে যে বা যারা সেখানে কখনও যায়নি তারাও যেন বইটি পড়ে বইয়ের মাধ্যমে সেখান থেকে ঘুরে চলে আসবে আসলেই ঠিক তাই। আমার মনে হয়েছিল আমিও যেন তখন সেখানে ছিলাম। আমি খুব তৃপ্ত বইটি পড়ে। বইটি কিনে পড়ে কারোও মনে হবে না যে তার লস হয়েছে বইটি কিনে। একেবারেই পয়সা উসুল টাইপ একটি বই এই অপরাজিতা ????। আপুকে আমার জাদুময়ী আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কে এতো চমৎকার একটি লেখা উপহার দেয়ার জন্যে। আমার এখনো আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় বইটির রেশ কাটেনি তেমনি যেন অপরাজিতার রেশে আমি এখনো আটকে আছি। এবং আমি দীর্ঘদিন এর আবেশে আটকে থাকতে চাই ??? যারা এখনো এই চমৎকার বইটি সংগ্রহ করেননি জলদিই সংগ্রহ করে পড়ে ফেলুন।অসম্ভব চমৎকার একটি জার্নি হবে অপরাজিতার সাথে ??।।।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!