User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Osman Gani

      18 Jan 2025 02:38 AM

      Was this review helpful to you?

      or

      বই রিভিউ: কোরআনে নারী: ইতিহাস, দর্শন ও আধুনিকতা লেখক: ড. আনিসুর রহমান ফারুক পরিচিতি ড. আনিসুর রহমান ফারুকের লেখা "কোরআনে নারী: ইতিহাস, দর্শন ও আধুনিকতা" একটি গবেষণাধর্মী গ্রন্থ, যা কোরআনের আলোকে নারীর জীবনের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছে। লেখক এখানে ঐতিহাসিক, দার্শনিক এবং আধুনিক প্রেক্ষাপট তুলে ধরে দেখিয়েছেন, কীভাবে ইসলামের প্রকৃত শিক্ষা নারীর মর্যাদা ও অধিকারের পক্ষে কথা বলে। বইয়ের গুরুত্বপূর্ণ অংশ এবং উদাহরণ ১. ঐতিহাসিক বিশ্লেষণ: কোরআনে বর্ণিত নারীদের কাহিনি বইয়ের প্রথম অধ্যায়ে কোরআনে বর্ণিত নারীদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক বিশেষভাবে হযরত মরিয়ম (আঃ)-এর জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। উদাহরণ: লেখক উল্লেখ করেছেন হযরত মরিয়ম (আঃ)-এর চরিত্র, যেখানে তাকে কোরআনে "সবচেয়ে মর্যাদাপূর্ণ নারী" হিসেবে উল্লেখ করা হয়েছে (সূরা আল ইমরান, আয়াত ৪২)। লেখক দেখিয়েছেন, ইসলামে নারীর মর্যাদা ও পবিত্রতার প্রতি কোরআন কতটা গুরুত্ব দিয়েছে। ২. দর্শন: নারীর সমতা এবং সামাজিক ভূমিকা লেখক কোরআনের বিভিন্ন আয়াতের বিশ্লেষণ দিয়ে দেখিয়েছেন যে, নারী ও পুরুষ আল্লাহর কাছে সমান মর্যাদা পায়। উদাহরণ: সূরা আন-নিসা, আয়াত ৩২-এ বলা হয়েছে: "পুরুষদের জন্য যা তারা উপার্জন করেছে, সেটি তাদের জন্য। আর নারীদের জন্য যা তারা উপার্জন করেছে, সেটি তাদের জন্য।" লেখক এই আয়াতের মাধ্যমে দেখিয়েছেন, নারীকে কেবল ঘরোয়া কাজে সীমাবদ্ধ না রেখে তার কর্মসংস্থান ও অর্থনৈতিক ভূমিকা স্বীকৃত হয়েছে। ৩. আধুনিকতা: কর্মক্ষেত্রে নারীর ভূমিকা লেখক আধুনিক সমাজে নারীর প্রতি বৈষম্যের কথা বলেছেন এবং দেখিয়েছেন কোরআনের শিক্ষা কীভাবে এই চ্যালেঞ্জগুলোর সমাধান দিতে পারে। উদাহরণ: লেখক কোরআনের আলোকে নারীর শিক্ষা ও কর্মক্ষেত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছেন। সূরা মুজাদালার প্রথম আয়াতের উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন, কোরআনে এক নারীর সমস্যা সমাধানের জন্য স্বয়ং আল্লাহ তার কথা শুনে একটি বিধান দিয়েছেন। এটি বোঝায়, নারীর কণ্ঠস্বর এবং অধিকার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. বিয়ে এবং পারিবারিক দায়িত্ব লেখক সূরা আন-নুরের আয়াতগুলো ব্যাখ্যা করে দেখিয়েছেন, বিয়ে কেবল নারীর প্রতি দায়িত্ব আরোপ করার জন্য নয়, বরং এটি পুরুষ ও নারীর পারস্পরিক দায়িত্ব। উদাহরণ: সূরা আর-রুম, আয়াত ২১-এ বলা হয়েছে: "তাদের মধ্যে সান্ত্বনা খুঁজে পেতে আমি তোমাদের জন্য সঙ্গী সৃষ্টি করেছি।" লেখক এই আয়াতের মাধ্যমে নারীর প্রতি ভালোবাসা, সম্মান এবং সমর্থনের ধারণা তুলে ধরেছেন। পাঠকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বইটি ইসলামের নামে প্রচলিত ভুল ধারণাগুলো চ্যালেঞ্জ করেছে এবং দেখিয়েছে কোরআনের প্রকৃত শিক্ষা নারীর মর্যাদা এবং অধিকারের পক্ষে। উপসংহার "কোরআনে নারী: ইতিহাস, দর্শন ও আধুনিকতা" গ্রন্থটি কোরআনের ব্যাখ্যা, ঐতিহাসিক উদাহরণ এবং আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে লেখা একটি অনন্য বই। এটি ধর্ম, সমাজ এবং আধুনিকতা নিয়ে যারা ভাবছেন, তাদের জন্য এক শিক্ষণীয় গ্রন্থ। বিশেষ অংশ: বইটির বিশেষত্ব হলো, কোরআনের ঐতিহাসিক উদাহরণকে আধুনিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে নারীর মর্যাদা ও অধিকারকে নতুন আলোকে উপস্থাপন করা।

      By 880****920

      13 Jan 2025 02:35 AM

      Was this review helpful to you?

      or

      A much needed book!

      By Shuvo

      24 Dec 2024 08:23 PM

      Was this review helpful to you?

      or

      লেখকের অনন্য বিশ্লেষণে "কুরআনে নারী" কেবল ধর্মীয় দৃষ্টিকোণ নয়, বরং নারীদের ভূমিকাকে নতুন আলোয় দেখার সুযোগ দেয় যা নারীকেন্দ্রিক অধ্যয়ন ও গবেষণার এক অনন্য উদাহরণ। কোরআনে উল্লেখিত বিভিন্ন নারী চরিত্রের কাহিনির ব্যাখ্যায় লেখক নতুন তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করেছেন, যা পাঠকের চিন্তা-ভাবনার জগৎ প্রসারিত করবে।

      By Joseph Haq (AH)

      23 Feb 2024 11:33 AM

      Was this review helpful to you?

      or

      Very thoughtful and thorough research that sheds light upon the wrong "cultural" beliefs of men towards women, I learned a lot by reading this book, I couldn't fathom how come Islam supresses women, but that wasn't the case as it has been depicted by so many people in the past but now, people are waking up by the help of these kinda research and books! Thank you Dr. Anisur from the ummah!!

      By saj****com

      19 Feb 2024 12:32 AM

      Was this review helpful to you?

      or

      নারী হয়ে জন্মানোর কারনে আল্লাহর প্রতি একরকম অভিমান হতো, বইটা পড়ার পর সেই অভিমান তো কেটেছেই সাথে যোগ হয়েছে নিজের মূর্খতা নিয়ে রেগ্ৰেট্স। আমি নিজে কখনো ই এভাবে কোরআন কে কেন ভাবিনি বা বুঝতে চেষ্টা করিনি। 'নারী পুরুষের চেয়ে জ্ঞানে গরিমায় সবদিক থেকেই পিছিয়ে '-- এই বানী আমার মগজেও ইন্সটল হয়ে ছিল। নারী হয়ে জন্মানোর অপরাধ বোধ থেকে মুক্ত হলাম। লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করছি সেই সাথে এই বইয়ের ইংলিশ ভার্সন চাচ্ছি আমাদের সেই সব সন্তানদের জন্য যারা ভালো বাংলা বুঝে না।

      By Md. Ishtiaque Khan

      17 Feb 2024 01:12 PM

      Was this review helpful to you?

      or

      বইমেলা থেকে নিয়েছি বইটি। হাতে নিয়েই মনে হয়েছিল নতুন কিছু পাব। লেখক নিরাশ করেন নাই।

      By md mahabub

      16 Feb 2024 11:55 PM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর লাগলো। ধন্যবাদ স্যার এতো সুন্দর বই লেখার জন্য।

      By Mohammad Ruhul Amin

      14 Feb 2024 03:47 AM

      Was this review helpful to you?

      or

      'কোরআনে নারী' বইটি আমাদের জীবনে নারীদের ভূমিকা সম্পর্কে আলোকিত হতে এবং কুরআন অনুসারে তাদের মর্যাদা উপলব্ধি করতে সাহায্য করবে। সেই সাথে এই বই থেকে লুব্ধ জ্ঞান আমাদের সমাজের পুরুষদের নারীর প্রতি অবমাননাকর আচরণ রোধে ও সামাজিক জীবনে নারিদের জীবন ব্যাবস্থার সঠিক মর্যাদা দিতে সহায়তা করবে। আমি বিশ্বাস করি, মস্তিষ্ক থেকে ভুল ধারণা মুছে ফেলার জন্য বই পড়া, চিন্তাভাবনা এবং নিজের যোগ্যতা দিয়ে বিচার করার বিকল্প নেই। আমি সেই চিন্তাগুলিকে মূল্য দিই যা সরাসরি খোলা মনে পড়া, শোনা এবং চিন্তাভাবনা করা থেকে আসে, যা প্রায়শই আমাদের চিন্তাকে প্রতিষ্ঠিত করতে একাধিক রেফারেন্স থেকে ক্রস-চেক করার প্রয়োজন হয়। কোরআন হল আমাদের জীবন ব্যাবস্থা, আমাদের সবার উচিত বেশি বেশি অর্থ বুঝে পড়ার চেষ্টা করা ও আলোচনা করা। কোন উক্তিতে খটকা লাগলে আমাদের উচিত সাথে সাথে রেফেরেঞ্চে চেক করা। আমার খুব ভাল লেগেছে লেখক বইটিতে গুরুত্বের সাথে সব রেফারেঞ্চ উল্লেখ করেছেন যা আমরা সহজেই যাচাই বাছাই করতে পারি। গতানুগতিক ধর্মীয় বই লেখার চল থেকে বাহিরে এসে একটি ভিন্ন আঙ্গিকে সাধারন পাঠকের মনের প্রশ্নকে গুরুত্ব দিয়ে, সঠিক রেফারেন্স সহকারে ও আকর্ষণীয় ভাবে লেখার জন্য আমি লেখককে ধন্যবাদ ও বাহবা দিতে গর্বিত বোধ করব। ধন্যনবাদ, মোহাম্মাদ রুহুল আমিন, মুন্সস্টার ইউনিভার্সিটি, জার্মানি

      By Arifur Rahman Bhuiyan

      11 Feb 2024 01:08 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম। আনিসুর রহমান ফারুক কর্তৃক কুরআনে নারীর ইতিহাস দর্শন ও আধুনিকতা বইটি আমি পড়েছি। উক্ত বইটি পড়ে আমার যা মনে হল তা হল আমরা নারীদের সম্পর্কে আগে যে কথাগুলো জানতাম না তা তিনি তার লিখনির মাধ্যমে সহজ-সরল এবং সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। কারণ পবিত্র কুরআনে নারীদেরকে অনেক বেশি সম্মানের সহিত সম্মানিত করেছেন। কারণ নারীরা হলো পুরুষের পরি পূরক। আমি এজন্য লেখক এবং প্রকাশক দুজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পাঠকদের কে অনুরোধ করবো একবার হলেও বইটি পড়ে দেখার জন্য

      By 880****194

      09 Feb 2024 04:03 PM

      Was this review helpful to you?

      or

      ড. আনিসুর রহমান ফারুক রচিত কোরআনে নারী ইতিহাস, দর্শন ও আধুনিকতা বইটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। ধর্মীয় অনুভূতি আর নারীর মর্যাদা বইটিতে এতো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা অন্যকোন বইয়ে পাওয়া বিরল। আমি নিজে রকমারি থেকে বইটি কিনেছি এবং আমার বন্ধুমহলেও বইটি কিনতে উৎসাহিত করেছি। শ্রদ্ধেয় লেখকের নিকট অনুরোধ করছি উনি যেনো সবসময়ই এ ধরনের বই আরও লিখেন। ধন্যবাদ

      By zahidul islam

      09 Feb 2024 01:24 AM

      Was this review helpful to you?

      or

      আজ আমাদের বিবাহ বার্ষিকী সকালে ঘুম থেকে উঠে ম্যাসেজ পেলাম ডায়মন্ড ওয়াল্ড থেকে। তারা গত ২ বছরের মত এই বছর আমি যাবো এটা আশা করছেন। কিন্তু আমি খুঁজছিলাম ডায়মন্ডের থেকে দামি কিছু। হটাৎ মাথায় আসে আরে গত ২ দিন আমি যে বই পড়ছি এর থেকে দামি উপহার একজন নারীর জন্য আর কি হতে পারে। গত কাল রকমারিতে অর্ডার দিলাম আজ পেয়েছি। এর আগে দেখার সাথে সাথে ই বুক কিনে পড়া শুরু করেছিলাম, এখনো পড়ছি। আমি এখনো পড়ছি, নারীকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে এই ধারণা বা ব্যাখা ভুল তা এই বই থেকে জেনেছি! লেখক Anisur Rahman Faroque ভাইয়া টমৎকার বিশ্লেষণ করে “লাভ এট ফাস্ট সাইট” এই বিষয় কোরআনে আছে সেটা এতো সুন্দর করে বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহ্

      By Anisur Rahman

      20 Feb 2024 01:51 AM

      Was this review helpful to you?

      or

      Best Ever

      By SHOVON

      11 Feb 2024 02:02 AM

      Was this review helpful to you?

      or

      ডা, ফারুকের সাহেবের কোরানে নারী বইটা পড়েছি। পুরা বুঝতে আরো কয়েকবার পড়ব। যতটুকু বুঝেছি তাতেই আমার মাথা ঝিমজিম করে। কত কিছু জানি না। কত কিছু ভুল জাইনা আসছি। আমি পুরুষ হয়েও বলব লেখকের লেকায় যুক্তি আছে। নারিদেরকে ঠিক সম্মানটা দেয়া হয় নাই। নারিদের থেকে পুরুষের এইটা বেসি পড়া দ র কার.

      By Shiuli Pervin

      09 Feb 2024 03:12 PM

      Was this review helpful to you?

      or

      প্রথমত আমি "কোরআনে নারী" বইটি পড়ার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান এবং নারী হিসাবে গর্বিত বোধ করছি। এটি কোনো নারীবাদী বই নয়। এটি নারীর চোখ দিয়ে কোরআনের নারীকে মূল্যায়নের চেষ্টা। “আমি নারী হিসাবে জন্ম নেয়ার জন্য গর্বিত। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে তিনি নারীদের জন্য পুরুষ সৃষ্টি করেছেন।” এই উক্তিটা আমি আমার ফেইসবুক স্ট্যাটাসে পোস্ট করেছিলাম একদিন। আমার এই কথাকে সেদিন একমাত্র Dr. Anisur Rahman Faroque​, বিশিষ্ট গবেষক, সমর্থন করেছিলো। আমি খুশি হয়ে গেলাম জেনে আমাদের পবিত্র কোরআন গ্রন্থে এই যুক্তির পক্ষে উল্লেখ আছে..কোরআনের প্রিয় আয়াতটি 'কোরআনে নারী' বইটিতে আলোচনা করা হয়েছে: “আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।'' (যারিয়াত: আয়াত ৪৯) আমি মনে করি নারী-পুরুষ নির্বিশেষে সকলের এই বইটি পড়া দরকার। সৃষ্টি রহস্যকে নিরপেক্ষ ভাবে জানার জন্য। এটা সকল মা, নানী, দাদী আর সকল নারীদের সম্মানস্বরূপ শ্রেষ্ঠ উপহার বলে আমি মনে করি। পাত্রী দেখতে গেলে সম্মানী হিসেবে এই বইটা আমি অবশ্যই সুপারিশ করি। Happy reading to know yourself again ?

      By Maryam Rahman

      09 Feb 2024 02:16 PM

      Was this review helpful to you?

      or

      ড: আনিসুর রহমান ফারুক কর্তৃক প্রণীত "কোরআনে নারী ইতিহাস, দর্শন ও আধুনিকতা"বইটি আমি পড়েছি। লেখক অনেক পরিশ্রম করে এই বইখানা রচনা করেছেন। এতে নারীদের জীবন দর্শন ও নারীর সমাজে তাদের জীবনে মর্যাদা ও সহায়তা পাওয়ার অধিকারী তার বিশ্লেষণ করেছেন অনেক লেখক ও লেখিকাদের উপমা টেনে যা অত্যন্ত সুন্দর ও সহায়ক। সেজন্য আমি এই বইয়ের প্রকাশক ও লেখককে ধন্যবাদ জানাই।আর পাঠক পাঠিকাদের কে একবার এই বইটি পড়ার জন্য আহ্বান জানাই।?? ডা: হাবিবুর রহমান ।

      By sha****com

      08 Feb 2024 05:20 AM

      Was this review helpful to you?

      or

      'কোরআনে নারী ইতিহাস, দর্শন ও আধুনিকতা' বইটি বইটি আমাকে বেশ গভীরভাবে আলোড়িত করেছে। কোরআনে আলোচিত যে নারী চরিত্রগুলো রয়েছে লেখক সেই চরিত্রগুলোকে পুনঃনিরীক্ষণ করেছেন, নবব্যাখ্যা দেয়ার প্রয়াস করেছেন। আমরা হরহামেশাই বলে ফেলি "নারী নেতৃত্ব কখনো দেশের জন্য কল্যাণ বয়ে আনেনা, কারণ নারীদের বিচক্ষণতা কম"। লেখক এই ব্যাপারটিকে ভুল প্রমাণ করেছেন কোরআনের অন্যতম আলোচিত নারী চরিত্র সেবার রানি নামে খ্যাত 'বিলকিস' চরিত্রটির মধ্য দিয়ে। রানি বিলকিস তাঁর রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য যুদ্ধ-বিগ্রহের পথে না হেঁটে সুলাইমান (আ)-এর সাথে শান্তিচুক্তি করেন, এতে করে তিনি যে বিচক্ষণ এবং প্রজাবান্ধব শাসক তা ফুটে ওঠে। রানি বিলকিসের কাছে নিজের অন্ধ অহমিকার চেয়ে রাজ্যে শান্তি বজায় রাখা এবং ব্যাপক প্রাণক্ষতির আশঙ্কাই মূখ্য ছিল। উক্ত বইয়ে রানি বিলকিসের এমন সুকৌশলী নেতৃত্ব দেখে আমার মনেহয়েছে নারী দুর্বল নয় যুগ যুগ ধরেই নারী সর্ববিষয়ে প্রাজ্ঞ। এই বইয়ে আরেকটি চরিত্রের ব্যাখ্যা আমাকে মুগ্ধ করেছে সেটি হলো নবি মুসা। এই চরিত্রটি পড়ে নজরুলের দুটো কবিতার লাইন মনে পড়েছে বারবার- "কোনো কালে একা হয়নি হয়নি ক' জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে , শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী" মুসা (আ)- এর পুরো জীবনই নারী দ্বারা বেষ্টিত, উক্ত নারীরাই তাঁর নবি হওয়ার পথে পদে পদে অবদান রেখেছেন। তারঁ জন্ম এবং লালন-পালন থেকে শুরু করে যৌবন পর্যন্ত নারীরা তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। মুসা নবিকে দেখে আমার এটাই উপলব্ধি হলো, পুরুষ একা কখনো স্বয়ংসম্পূর্ণ কিংবা সাফল্য লাভ করেনা তার পেছনে নারীর অবদান অত্যাবশ্যক। উক্ত বইয়ের আরেকটি চরিত্রের উল্লেখ না করলেই নয় তাহলো 'জুলেখা'। যে জুলেখাকে আমরা কামুক, লোভী এবং মিথ্যাচারী হিসেবে জানি লেখক এই বইয়ে তা ভুল প্রমাণ করেছেন। জুলেখার এমন আচরণের কার্য-কারণ খোঁজার চেষ্টা করেছেন। আমার মনেহয়েছে যে কালিমা জুলেখার চরিত্রে আমরা নির্দ্বিধায় না বুঝে লেপে দিয়েছি লেখক তাঁর এই নবব্যাখ্যার দ্বারা যেন সেই কালিমা মোচন করলেন। পুরুষ হয়েও যেন নারীর মনোবেদনা বুঝতে পারলেন। উক্ত বইটি প্রত্যেক নারীর অবশ্যই পড়া উচিত। বইখানি যেমন কোরআনের নারী চরিত্রগুলোকে নব-উন্মোচন করেছে তেমনি বর্তমান নারীদের দিয়েছে দিকনির্দেশনা।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!