User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়ার ইচ্ছা আছে
Was this review helpful to you?
or
সমাজতন্ত্রের মুখরোচক বয়ান নিয়ে হাজির হলেও ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে তার ভয়ংকর রূপ। ফলে আশাবাদী জনসাধারণ ভড়কে যায় তাদের কর্মকৌশল বুঝতে পেরে। সাবেক সোভিয়েত ইউনিয়নকে কাঁচের মতো টুকরো টুকরো করে দিয়ে যৌবনেই মৃতপ্রায় হয়ে গেল সমাজতন্ত্র ও বামপন্থা। তারপর থেকে আর কোথাও কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। সমাজতন্ত্রের এই বাঁক বদল কোথা থেকে কোথায় গড়ালো, বর্তমানের গতিবিধি-ই বা কী; এসব তথ্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ জানা যায় সাংবাদিক ও লেখক সরদার আব্দুর রহমান রচিত এই গ্রন্থটিতে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ,নিঃসন্দেহে সেরা বই।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ বই গুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম।
Was this review helpful to you?
or
ছোট বেলা থেকে আমরা বিভিন্ন বয়ানে যাদেরকে নায়ক বা মহানায়ক হিসেবে জেনে এসেছি, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্ত দেখে এখন তাদের অনেকের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ মনে হয়। ব্যাপারটা এমন নয় যে তাদের প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে জোর করে তাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বরং নির্ভরযোগ্য তথ্য উপাত্তই তাদের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ হিসেবে প্রমাণ করে। এতদিন আমাদেরকে এটাই শেখানো হয়েছে যে মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদাররা ইতিহাসের মহানায়ক। কিন্তু নিরপেক্ষভাবে তাদের কর্মকাণ্ড পর্যালোচনা করলে তাদের সম্পর্কে নতুন করে ভাবতে হবে। তবে আমাদের দেশের বামপন্থার ধারক-বাহকরা সূর্যসেন ও প্রীতিলতাদের বিতর্কিত কর্মপন্থা অনুসরণ করে একটা সময় এই দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিলো। এখনো তাদের উত্তরসূরীরা এই দেশে সক্রিয় রয়েছে। যদিও তারা এখন শতধা বিভক্ত হয়ে তাদের তথাকথিত নীতি-আদর্শ ভুলে ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগিতে ব্যস্ত। সাম্প্রতিক সময়ে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত সরদার আবদুর রহিমের "লাল রাজনীতি" বইটি পড়লে আপনারাও আমার উপরোক্ত কথাগুলোর সাথে একমত হবেন। কারণ এই বইটিতে বাংলাদেশের বাম রাজনীতির নানা বিতর্কিত কর্মকাণ্ডের উপর আলোকপাত করা হয়েছে। এই বইয়ে বাম রাজনীতির পরিচয় থেকে শুরু করে উপমহাদেশে বাম রাজনীতির উত্থান, সময়ের পালাবদলের সাথে সাথে বাম রাজনীতির সন্ত্রাসবাদ ও চরমপন্থার দিকে ঝুঁকে পড়া, অন্তকোন্দল ও হানাহানি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও গণবাহিনীর উত্থান, গণবাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড, ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে। প্রত্যেকটা তথ্যের রেফারেন্সও উল্লেখ করা হয়েছে। ইতিহাস আশ্রিত একটা উপন্যাস পড়ে ইদানীং অনেকেই সেনাবাহিনীর একজন সাবেক কর্নেলকে মহানায়ক হিসেবে উপস্থাপন করেন। অথচ ইতিহাসের নিরেট সত্য এই যে, ঐ কর্নেল সামরিক বাহিনীর ভেতরে আরেকটা গোপন বাহিনী গড়ে তুলেছিলেন। সেই গোপন বাহিনীর সদস্যরা শুধুমাত্র অফিসার হওয়ার অপরাধে সেনা কর্মকর্তাদের রক্ত নিয়ে হোলিখেলায় মেতে উঠেছিলো। তারা " সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই" স্লোগান দিয়ে সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করেছিলো। শুধু তাই নয়, তারা অফিসারদের না পেয়ে তাদের স্ত্রীদেরকেও হত্যা করেছিলো। তারা এক রাতেই ১২ জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করেছিলো। এইসব অপকর্মের নাটেরগুরু যিনি তিনি নাকি ইতিহাসের মহানায়ক! এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে! আরেকটা মজার বিষয় হলো কিছুদিন আগে একজন বাম রাজনীতিবিদ মন্ত্রী থাকাকালীন সময়ে জ-ঙ্গী-বা-দ নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন, অথচ বাস্তবতা হলো সে এবং তার দলই বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে জ-ঙ্গী-বা-দী কর্মকান্ডের সূচনা করেন। এইরকম প্রচলিত অনেক বয়ানের অন্তরালের খবর জানতে এই বইটি পড়া জরুরি। তা নাহলে বাংলার বাম রাজনীতির অনেক ঐতিহাসিক সত্যই আমাদের কাছে পর্দার অন্তরালেই থেকে যাবে। আমি মনে করি এই দেশের বাম রাজনীতি তথা কমিউনিস্ট আন্দোলনের আদ্যোপান্ত জানতে এটা একটা চমৎকার বই। রিভিউ : শাহারিয়ার খশরু
Was this review helpful to you?
or
বইটি পড়ার পর এত টাই মুগ্ধ হয়েছি তা বলে বুঝাতে পারবো না।
Was this review helpful to you?
or
One of the best book I ever read in my life.
Was this review helpful to you?
or
বাম দের মুখোশ উন্মচন করেছে বই টি । বই টি পড়লে বামদের ভ্রস্টতা খুব সহজে বুঝতে পারা যায়।
Was this review helpful to you?
or
বাম রাজনীতি নিয়ে আমার যে আগ্রহ ছিল দীর্ঘদিনের, ‘লাল রাজনীতি’ তা নিবারণ করেছে। সত্যি বলতে আমি ধারণাও করেনি, বামদের হাতে এত রক্ত লেগে আছে...