User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সূরা আল কাহাফে আল্লাহ তাআলা বড়ো চারটি ঘটনা বর্ণনা করেছেন। সেগুলো হলো, ১. 'আসহাবুল কাহাফ' গুহাবাসী যুবকদের ঈমানি পরীক্ষা। ২. দুই প্রতিবেশী বন্ধুর সম্পদ ও সন্তানের পরীক্ষা। ৩. মুসা ও খিজির (আ.)- এর জ্ঞানের পরীক্ষা। ৪. ক্ষমতাসীন জুলকারনাইনের ক্ষমতার পরীক্ষা। উল্লেখিত সত্য ঘটনাগুলো যথাক্রমে ঈমান, সম্পদ, সন্তান, জ্ঞান (নিজের জ্ঞানের যোগ্যতা-অযোগ্যতা) ও সমাজে নিজ পরিসরে প্রভাব-প্রতিপত্তির সাথে সম্পর্কিত। সাধারণত উল্লেখিত প্রতিটি বিষয় জীবন চলার পথে কোনো না কোনোভাবে এক বা একাধিক পরীক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মহান রবকে বিশ্বাস-অবিশ্বাসের মাধ্যমেই যে কারও জীবন পরিচালিত হয়। আবার সম্পদ ও সন্তান থাকলে তা পরিক্ষার অংশ। অথবা নিজের জ্ঞান ও যোগ্যতা কমবেশি যা ই হোক, তাতেও নানা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। আর ক্ষমতার দ্বন্দ্ব তো সমাজের এক চিরন্তন পরীক্ষা, যা থেকে দূরে থাকা কোনোভাবেই সহজ নয়। তাই মহান রব জীবন চলার প্রতি পদে পদে তা সামাল দেওয়ার পদ্ধতি জানাতে এ সকল বাস্তব ঘটনার উল্লেখ করেছেন। গল্পে গল্পে দিকনির্দেশনা দিয়েছেন এসবের মাধ্যমে। এজন্যই একজন মুসলমান প্রতি জুমাবারে 'আল কাহাফ' পড়বে। এর দ্বারা সে উপলব্ধি করতে পারবে নিজ সমস্যা। সপ্তাহে অন্তত একদিন অর্থ অনুধাবন করে সূরাটি পড়লে যে কেউ তা সহজেই বুঝতে পারবে। এভাবেই সবরের সাথে সমস্যাগুলো মোকাবিলা করার উপায় জানবে, ইনশাআল্লাহ। এটা তাকে পরিচালিত হতে সহায়তা করবে সপ্তাহের বাকি দিনগুলোতে।আবার পরবর্তী সপ্তাহে তা পুনরায় রিমাইন্ড করবে। এভাবে প্রতিনিয়ত ব্যক্তির জীবনে স্থায়ী সঙ্গী হয়ে যাবে 'আল কাহাফ'। প্রশান্তচিত্তের মুমিন হতে সাহায্য করতে থাকবে তাকে... *হাদীসের আলোকে আল কাহাফের মর্যাদা -"বারাআ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- 'একরাতে এক ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করছিলেন। তার ঘোড়াটি দুটো রশি দিয়ে তার পাশে বাঁধা ছিল। তখন এক টুকরো মেঘ এসে ছায়া দান করলো তার উপর। মেঘখন্ড ক্রমেই নিচের দিকে নেমে আসতে লাগলো আর ঘোড়াটি ভয়ে লাফালাফি শুরু করলো। সকালবেলা লোকটি নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- এর কাছে উক্ত ঘটনা ব্যক্ত করেন। তখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন - হে অমুক! তুমি সূরাটি পড়তে থাকো। কারণ, এটি ছিলো আল্লাহর রহমত বা প্রশান্তি যা কুরআন তিলাওয়াতের ফলে অবতীর্ণ হয়েছিল। (সহিহ বুখারি : ৫০১১; সহিহ মুসলিম : ১৭৪২) - আবু দারদা (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন- 'যে ব্যক্তি সূরা আল কাহাফ- এর প্রথম ১০টি আয়াত মুখস্ত করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। (সহিহ মুসলিম, হাদিস : ১৭৬৮) - আবু দারদা (রা.) অপর হাদিসে শেষ দশ আয়াত মুখস্তের কথাও বলেছেন। (সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসায়ী, মুসনাদে আহমাদ) - সাহল ইবনে মুয়াজের রেওয়ায়েতে আছে - 'যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ দশ আয়াত পাঠ করবে, তার জন্য তা মাথা থেকে পা পর্যন্ত একটি নুর হয়ে যায়। আর যে পুরো সূরা পাঠ করবে, তার জন্য তা জমিন থেকে আসমান পর্যন্ত নুর হয়ে যায়। (মুসনাদে আহমাদ) - রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন--'যে ব্যক্তি ওইভাবে সূরা কাহাফ পাঠ করবে, যেভাবে তা নাজিল হয়েছে, তার জন্য কিয়ামতের দিন তা নুর বা জ্যোতি হবে। (আল বায়হাকি) - আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, 'যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য দুই জুমআর মধ্যবর্তী (আট দিন) সময় আলোকিত থাকবে। (বায়হাকি, নাসায়ি, মুখতারাহ) - আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন-- 'সূরা কাহাফ সম্পূর্ণটা একই সময় নাজিল হয়েছে। আর ৭০ হাজার ফেরেশতাও তার সাথে আগমন করেছেন। (রুহুল মা'নি; মারেফুল কুরআন) বই সম্পর্কে - আলহামদুলিল্লাহ। সূরা কাহাফ নিয়ে লেখা অসাধারণ একটা বই পড়লাম। সবার জন্য তাই বই থেকেই অল্প একটু রিভিউ আকারে লিখলাম। এত সুন্দর করে সূরাটি সম্পর্কে বিশদ আলোচনা করছেন যে হৃদয়ে গেঁথে যায় পড়তে গিয়ে। যদিও সূরা কাহাফ পড়ার চেষ্টা করি প্রতি জুমাবারে। কিন্তু এ সূরার মহত্ব এবং বিস্তারিত অর্থ জানা ছিলোনা। বইটি পড়ার পরে কেউ ই আর জুমাবার কাহাফ পড়া বাদ দিতে পারবেনা আশা করি। আল্লাহ তাআলা যেন আমৃত্যু আমাকে এ আমল করার তাওফিক দেন। অনেক দুআ লেখিকার জন্য। আল্লাহপাক উনার লেখায় বারাকাহ দান করুন। আমিন। রিভিউ : Tahmina Kowser Riva
Was this review helpful to you?
or
আমার খুবই লেগেছে বইটা☺️
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ, চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
বইটি পড়ার পর এত টাই মুগ্ধ হয়েছি তা বলে বুঝাতে পারবো না
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
???????
Was this review helpful to you?
or
খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ