User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এটা সম্পূর্ণ নকল বই সমস্ত গল্প নাই এটা যে কিনে পড়েছে সে আসলেই ঠকে গিয়েছে । এই বই পড়া মানে ফেলুদাকে অসম্মান সত্যজিৎতের অসম্মান ফেলুদা সমাপ্ত অসমাপ্ত সব মিলে মোট ৩৯ টি গল্প দুই খন্ডে কিন্তু এখানে দুই খন্ডে মাত্র কুড়িটি গল্প আছে তাই এগুলো হলো সস্তার বারো বস্তা এগুলো না কিনে ভারতীয় আসল বই কেনা অনেক ভালো তাই দয়া করে এই বই কেউ কিনবেন না
Was this review helpful to you?
or
Varu good
Was this review helpful to you?
or
Printing quality needs improvement
Was this review helpful to you?
or
ফাঁকিবাজি কাজ। সবগুলো গল্প অন্তর্ভুক্ত হয় নি।
Was this review helpful to you?
or
Always favorite
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
ফেলুদা মানেই জমজমাট
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
It's very interesting
Was this review helpful to you?
or
এই বই কি ছাপা হয়ে আর আসবে না? সেই ক-বে থেকে ব্যাক অর্ডার করে রেখেছি! ?
Was this review helpful to you?
or
ভালোবাসার অপর নাম এই ফেলুদা। অসামান্য বাঙ্গালী ডিটেকটিভ জনরার বই পড়া শুরু হয় যার বইপড়ার মাধ্যমে ❤ সত্যজিৎ রায়ের অসামান্য প্রতিভার এক রূপ এই ফেলু মিত্তির। আর এর মাঝেই তিনি হয়ে রয়েছেন।
Was this review helpful to you?
or
রকমারি রিভিউ প্রতিযোগ মে বইয়ের নামঃ ফেলুদা সমগ্র (১) লেখকঃ সত্যজিৎ রায় প্রকাশক:নওরোজ কিতাবিস্তান ধরন:রহস্য ও গোয়েন্দা মূল্য:৪২৫ টাকা মাত্র "ফেলুদা সমগ্র ১" পড়ে হতাশ হয়েছে এমন মানুষ খুব কমই রয়েছে। যারা মাথা খাটাতে পছন্দ করো তাদেরকে উপহার হিসেবে ফেলুদা-র বই দেয়া যেতেই পারে। কারণ ফেলুদা শুধু পড়ে সময় কাটানোর জন্য নয়, ফেলুদা পড়ে নিজের মাথাটিও খুব ভালোভাবেই ব্যবহার করা যায়। কখনো কখনো তো নিজেকেই ফেলুদা ভেবে ভুল করতে পারো! 'ফেলুদা সমগ্র ১' বইটিতে পাবেন রহস্য ও উত্তেজনায় ভরপুর ১৬টি গল্প। যার প্রতিটিতেই পাবে একটু হাসি, একটু রোমাঞ্চ আর অনেকখানি রহস্য! ফেলুদার গল্পগুলো পড়লে শিখতে পারবে কিভাবে কোন মানুষকে একনজর দেখেই তাঁর সম্পর্কে কতো কিছু বলে দেয়া যায়! সত্যজিৎ রায় এখানে নিজেকে ''তপেশ'' নামে জাহির করেছেন। ''থ্রি মাস্কেটিয়ার্স'' এর আরেকজন সদস্য জটায়ু, যদিও ইনি পরে উড়ে এসে জুড়ে বসেছেন! যাইহোক, এই তিনজনের একজনকে ছাড়া ফেলুদা যেন লবণ ছাড়া তরকারি। প্রধান মাথা খাটানোর কাজ ফেলুদাই করেন, বাকি দুজন স্যাটেলাইট হিসেবে কাজ করেন! 'ফেলুদার গোয়েন্দাগিরি' দিয়ে প্রদোষ চন্দ্র মিত্রের শখের ডিটেকটিভ হওয়ার যাত্রা শুরু হয়। এই রে! নিশ্চয়ই ভাবছো ইনি আবার কে! আসলে এটিই ফেলুদার পূর্ণ নাম। বই কিনে যেমন কেউ দেউলিয়া হয়না, ঠিক তেমনি ফেলুদা পড়েও আশাহত হবে না এতোটুকু নিশ্চিতভাবেই বলে দেয়া যায়। তো চলুন,ঘুরে আসা যাক বাংলার শ্রেষ্ঠ গোয়েন্দাকাহিনীর দুনিয়ায়!আর তাই সংগ্রহ করে ফেলুন "ফেলুদা সমগ্র-১"।
Was this review helpful to you?
or
Phenomenal Service From Rokomari. Reliable Service.
Was this review helpful to you?
or
ফেলুদা সমগ্র ১ – সত্যজিৎ রায় এর লেখা একটি বাংলা রহস্য ও গোয়েন্দা কাহিনী গল্পের বই। দোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প “ফেলুদার গোয়েন্দাগিরি” প্রকাশিত হয়। প্রকাশিত, অপ্রকাশিত ফেলুদার সমস্ত গল্প-উপন্যাস নিয়েই ফেলুদা সমগ্র ।
Was this review helpful to you?
or
বই কেনার অন্তত মাসখানেকপর রিভিউ দিচ্ছি তা না হলে অনেস্ট রিভিউ দেওয়া পসিবল ছিল না।খুবই চমৎকার বই। সহজ এবং সাবলীল ভাষায় রচিত । পড়তে বসলে কিভাবে সময় চলে যায় বুঝতেই পারিনা। এত চমৎকার করে গোয়েন্দা কাহিনী অন্য কেউ লিখতে পারে কিনা জানিনা। কোন প্রকার হেজিটেশন ছাড়া যে কেউ বইটি অর্ডার দিতে পারেন।
Was this review helpful to you?
or
রকমারির দৃৃষ্টি আকর্ষন করছি অনেক সমস্যা যেমন ১ স্টকে নেই ২ তথ্য নেই ৩ পরার ব্যাবস্থা নেই
Was this review helpful to you?
or
in one word awesome. should read it.
Was this review helpful to you?
or
Feluda maneieee hochche awsum.. Amr boi pora suru ei boigulo diye.. Prottekta golpo oshadharon. Golpo porar somoy nijer majhe goyenda vab apna thekeiee ese pore
Was this review helpful to you?
or
ফেলুদা...শুধু গল্পের বই বললে হয়তো ভুল হয়ে যাবে।যারা গোয়েন্দা গল্প লিখতে চান বা আগ্রহ আছে তাদের জন্য ফেলুদা বইটা খুবই উপকারি হবে বলে আমি মনে করি।গল্পের কাহিনি গুলো সাদা-মাটা হলেও লেখকের হাতের জাদুতে তা অনেকটাই মলিন হয়ে গেছে।পড়ে বেশ আনন্দ পাবেন।তবে বইটির সবচেয়ে ভালো গুন হল আপনি বইটি পড়তে পড়তে একসময় গল্পের ভিতর নিজেকে আবিস্কার করতে পারবেন।তবে অনেকক্ষেত্রে লেখক গল্পগুলো টেনে বড় করার কারণে পড়তে পড়তে কিছুটা ক্লান্তি বা একঘেয়ামি আসলেও,সম্পূর্ণ গল্পাটা পরে আপনি তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন।যদি বই পরার অভ্যাস থাকে থাকে আর যদি গোয়েন্দা গল্প ভালো লাগে তাহলে অবশ্যই বইটি পরে দেখবেন।আশা করি মন্দ লাগবে না।
Was this review helpful to you?
or
কি নেই এতে…রহস্য, অ্যাডভেঞ্চার, সাসপেন্স সহ আরও অনেক কিছু। প্রতিটি গল্প পড়ার সময় যেন একধরনের থ্রিলিং তৈরী হয়।
Was this review helpful to you?
or
আমাদের বাংলা সাহিত্যে যে সব অমর রচনা আছে তার মধ্যে অন্যতম হল সত্যজিৎ রায়ের এই ফেলুদা।ফেলুদা যারা পড়েনি তারা ঠকেছে কারন ভালো কিছু উপভোগ না করার দুঃখ আর কোথাও নেই।ফেলুদাকে যারা কেবল গোয়েন্দা গল্প ভাবছে তারা ভুল করছে।এতে কেবল রহস্যই নেই সাথে আছে অনাবিল হাসি,সরসতা আর ভ্রমনরসও।যা কিনা অন্য যেকোনো গোয়েন্দা গল্পকে হার মানায়।এই বইটির জনপ্রিয়তার জন্য মোট ৯টি ভাষাতে অনুবাদ করা হয়েছে। জটায়ু,তোপেশ ফেলুদা গল্পের নিরবিচ্ছিন্ন চরিত্র।এই গল্পগুলোর অন্যতম আকর্ষণ হল,গল্পেগুলোর সাথে আপনিও নিজেকে গল্পের চরিত্র ভাবতে শুরু করবেন।ফেলুদার গল্পগুলো কাল্পনিক ও মৌলিক।কোথাও একটু বাড়াবাড়ি নেই।বিদেশি গল্পের কোন কিছু থেকে হাতানো হয় নি।চালাকি বা গোঁজামিল নেই।পাঠকদের চমকে দেবার কোন উদ্দেশ্যও চোখে পড়ে নি।বরং মনে হয়েছে সব গল্প স্বাভাবিক। আর বেশ কয়েকটি গল্প নিয়ে বের হয়েছে ফেলুদা সমগ্র।তাই এই ধরনের বিখ্যাত বইগুলোর একটিকে উপভোগ করার এবং সংগ্রহ করার আনন্দ অতুলনীয়।
Was this review helpful to you?
or
যে কোন সমগ্র কিনতে গেলে দেখা লাগে যে তার ভিতর কি কি বই আছে। কিন্তু রকমারি তে আমি তা দেখতে পারছি না। ফলে ইচ্ছা থাকা সত্বেও আমি আমার প্রিয় লেখকের সমগ্র গুলো কিনতে পারছি না। তাই একটি সমগ্রের ভিতরে কি কি বই আছে তা দেখার ব্যবস্থা সংযোজন করার জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি।