User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সবে পড়ুয়া বাঙালি ছেলেমেয়েদের জন্য বাছাই করা সব মিলিয়ে ১০০টিরও বেশি দুই বাংলার ৫০/৬০ এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বিখ্যাত সব লেখকদের গল্প এই একটি বইতে স্থান পেয়েছে। ৫ বছর অক্লান্ত পরিশ্রম করে একত্র করেছেন এখলাসউদ্দিন আহম্মদ এবং লীলা মজুমদার, সেই সাথে তাদের সাহায্য করেছে মডেল পাবলিশিং। এত চমত্কার একটি সংগ্রহে রাখার মতো বই উপহার দেওয়ার জন্য তাদের অসংক্ষ্য ধন্যবাদ। এই বইটি আসলে আমার দশ বছরের কন্যাকে তার নানাভাই উপহার দিয়েছিলেন তাই আমিও ভাবলাম একটু উল্টে পাল্টে দেখি। রবীন্দ্রনাথের "কর্তার ভূত" থেকে হুমায়ুন স্যারের "নীলহাতি" পর্যন্ত এই বইয়ে জায়গা পেয়েছে। ছোটদের কথা মাথায় রেখেই কিছু গল্পের ভাষা সরল করা হয়েছে কারণ যেহেতু গল্পগুলো অনেক আগের লেখা তাই ভাষাটা আমাদের এই যুগের বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যায়। ১০০এর বেশি লেখকদের লেখার সাথে পরিচিত হওয়ার সুযোগ হবে। কিছু গল্পের নাম দিচ্ছি এখানে যাতে বুঝতে সুবিধা হয় - সাতমার পালওয়ান,ঠেলাগাড়ি, দ্রিঘাংচু,তিন পাহাড়ের হরিন,কান্ডারী,অরন্যের এক রাত্রি,রুরুর স্বপ্নওয়ালা,মযুরমুখী নিশান,কুকড়ো,অলৌকিক চাকতি রহস্শ্য,হরিদাস আর নীলমাছি,বাটি চালান,ডবল পশুপতি এবং আরো অনেক অনেক গল্প। কমিকসের বদলে আপনার সন্তানকে এই বইটি উপহার দিন, নিজেদের সাহিত্যের জগতের সাথে কিছুটা হলেও পরিচিত হওয়ার সুযোগ পাবে।