User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি ইসলামী ব্যাংকব্যবস্থা সম্পর্কে অত্যন্ত সহজ ও যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরেছে। আধুনিক ব্যাংকব্যবস্থার সাথে ইসলামী ব্যাংকিংয়ের মূল পার্থক্য, সীমাবদ্ধতা, এবং সম্ভাব্য সমাধানগুলো অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। মুরাবাহা, মুদারাবা, শিরকাতুল মিল্কের মতো জটিল চুক্তিগুলো লেখকের প্রাণবন্ত ভাষায় অত্যন্ত সহজবোধ্যভাবে ফুটে উঠেছে। বইটি শুধু সমস্যা চিহ্নিত করেই ক্ষান্ত হয়নি, বরং একটি আদর্শ ইসলামী ব্যাংক কেমন হতে পারে তার রূপরেখাও দিয়েছে। বাস্তব অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের আলোকে ইসলামী ব্যাংকব্যবস্থার বিভিন্ন ফাঁক-ফোকরও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ে ইসলামী ব্যাংকিং বিষয়ে সচেতন যে কোনো মুসলিম পাঠকের জন্য বইটি অবশ্যপাঠ্য।
Was this review helpful to you?
or
বইটির প্রতিটি কন্টেন্টে আরও ডিটেইলস থাকা দরকার বইটি ভালোই আমার মতো একজন ছাত্রের জন্য সবারই পড়া উচিত বইটি
Was this review helpful to you?
or
a great book to understand today's so called islamic banking system
Was this review helpful to you?
or
বর্তমান বাস্তবতার আলোকে ও বাংলাদেশের ইসলামী ব্যাংকের ইসলাম ধর্মের পুজি করে কিভাবে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ও কি ফাঁক ফোকর আছে তা জানা ও যারা একজন মুসলিম হিসেবে সঠিক তথ্য জানার জন্য এই বইট পড়া আবশ্যাক।
Was this review helpful to you?
or
যারা ইসলাম মাইন্ডেড তাদের কে না চায় সুদ মুক্ত অর্থনীতির সাথে যুক্ত হতে। যার জন্যে প্রচলিত ব্যাংকব্যবস্থা থেকে বেড়িয়ে আসতে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামিক ব্যাংক। অথচ ঘুরেফিরে সেই সুদেই জড়িয়ে পড়েছে ইসলামিক ব্যাংকগুলো। শরিয়ার কোনো তোয়াক্কাই করছে। আপামর জনতাকে বোকা বানিয়ে লুটে নিচ্ছে হাজার কোটি টাকা। সেটা কীভাবে? জানতে হলে পড়তে হবে এই বইটি। বইটি বর্তমান সময়ে সচেতন প্র্যাকটিসিং মুসলিমদের অবশ্যপাঠ্য বইয়ের তালিকায় রাখতেই হবে।
Was this review helpful to you?
or
◾পাঠ প্রতিক্রিয়া: অর্থনীতি নিয়ে আমার তেমন আগ্রহ ছিল না। আমার সাবেক রুমমেট ও বন্ধু আবার অর্থনীতি প্রেমিক। বইটা কেনা হয়েছে মূলত ওর সাজেশন থেকেই। এছাড়া ইসলামী ব্যাংক ব্যবস্থা নিয়ে দ্বিমত আগে থেকেই ছিল আমার। আমার সেই চিন্তাকে আরো মজবুত করেছে বইটি। দুঃখজনকভাবে অর্থনীতি সম্পর্কে আগ্রহ না থাকলেও আরবি বিশ্ববিদ্যালয়ে এমন এক সাবজেক্ট নিয়ে ফেলেছি যেটায় আবার অর্থনীতি পড়তেই হবে! তাও আরবিতে!! নিজের আত্মার মাগফিরাত কামনা করে পাঠ প্রতিক্রিয়াতে যাই চলুন.... বইটি সহজবোধ্য ভাষায় লেখা। উদাহরণের মাধ্যমে লেখক অর্থনীতির টার্মগুলো সহজ করে বুঝিয়েছেন। এই ধরনের স্টাইল চমক হাসানের লেখাতেও দেখেছি। পাঠককে সহজেই কানেক্ট করে রাখতে পারে। বইটি আমাকে সবচেয়ে বেশি অনুধাবন করিয়েছে অর্থনীতি বোঝার গুরুত্ব। অর্থনীতি না বুঝলে আপনি কিভাবে শোষিত হচ্ছেন নিজেও বুঝবেন না। সবচেয়ে মারাত্মক শোষণ হলো ধর্মীয় লেবাসে শোষণ। এ বই থেকে বুঝলাম ইসলামী ব্যাংক-ব্যবস্থা হলো ওলী-আল্লাহর ভঙ ধরা সেই খবিশ, যে ধর্মের নামে লুটপাট করে খায়। পিওর ধর্ম ব্যবসা বলতে পারেন। পরিশেষে, এ বইটা সকল মুসলমানের পড়া উচিত। কেননা, এর বাটপারির শিকার মূলত মুসলিমরাই। বইটির শেষাংশে এ নিয়ে আপনার মনে সৃষ্টি হওয়া প্রশ্নেরও যৌক্তিক জবাব দিয়েছেন লেখক। যা তার লেখাকে আরো দৃঢ়তা দান করেছে। একটা মজার ব্যাপার বলে যাই, সুদ এমনি ব্যাংকও দেয় ও খায় , ইসলামী ব্যাংকও। শুধু মাথার পিছন থেকে হাত ঘুরিয়ে নিয়ে এসে আরবি টার্ম ইউজ করে। আমরা ভাবি, আরবিতে বলেছে যেহেতু ঠিকই বলেছে! সাংঘাতিক ব্যাপার হলো, ইসলামী ব্যাংকে টাকা রাখার রিস্ক বেশি। সুদ আপনাকে কম দিয়ে পুরোটা ব্যাংক মেরে দেয় (সুদ অনির্দিষ্ট উল্লেখ থাকে বলে)। বাকিটা বই পড়ে বুঝে নিয়েন। ◾ সমালোচনা: • রেফারেন্স ৩ থেকে শুরু হয়েছে। প্রথম দুটি রেফারেন্স কোথায় গেল বুঝলাম না। • পৃষ্ঠা ৫১; এক লক্ষ ঋণ দিয়ে দুই লক্ষ সুদ নেওয়ার কথা বাদ পরে গেছে। ◾বই পরিচিতি: ▪️বইয়ের নাম:ইসলামি ব্যাংকব্যবস্থার শুভংকরের ফাঁকি ▪️ লেখকের নাম: মোহাইমিন পাটোয়ারী ▪️ প্রকাশনী: ঐতিহ্য Oitijjhya◾ পার্সোনাল রেটিং: ৯.৮ (১০ এর মধ্যে)
Was this review helpful to you?
or
খুবই ভালো সহজে বোধগম্য একটা বই।এই পর্যন্ত এই লেখকের দুটি বই পড়লাম।ইসলামি ব্যাংক ব্যবস্থার প্যাচগোচ বুঝতে হলে এই বই অবশ্যই পড়া উচিত ।। লেখকের বাকিগুলো ও ধীরেধীরে পড়বো ইনশাআল্লাহ।। ফ্যান হয়ে গেলাম এই লেখকের।ম
Was this review helpful to you?
or
অত্যন্ত সুখপাঠ্য বই
Was this review helpful to you?
or
সুদকে হালাল বানানোর সবগুলো কুযুক্তি সুন্দর সাবলীল ভাষায় খণ্ডন করা হয়েছে
Was this review helpful to you?
or
বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বইটি।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। সবার পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
a must read book for islami bank account holders
Was this review helpful to you?
or
If anyone want to know the reality of Islami banking then this book must be read.
Was this review helpful to you?
or
অনেক গভীর কোনো তথ্য বইটিতে পাইনি। একটি রচনাতে হয়তো বইয়ের আলোচনা শেষ করা যেতো কিন্তু অযথা টেনে টেনে বইটিকে লম্বা করা হয়েছে।
Was this review helpful to you?
or
বইটি পড়লে ইসলামি ব্যাংকের বাটপারি সবাই বুঝতে পারবে।
Was this review helpful to you?
or
ইসলামী ব্যাংকগুলোকে হালাল ফতোয়া দেয়ার আগে সংশ্লিষ্ট সকলের উচিত হবে বইটা একবার পড়া। আর ইসলামী ব্যাংকগুলো যদি তাদের কার্যক্রম চালিয়ে যেতে চায় তবে তাদের এই বইটা খন্ডন করতে হবে।