User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারের একটি কোর্স হলো "শরয়ী বিধান, মূলনীতি ও প্রয়োগ"। বর্তমান এই আধুনিক বিশ্বে সবকিছুর উন্নতি সাধিত হচ্ছে, জ্ঞান ও গবেষণারও যথেষ্ট উন্নতি সাধিত হচ্ছে।মুসলিম হিসাবে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী শরী'য়াহর বিধিবিধান জানা খুবই জরুরি। আমাদের দৈনন্দিন জীবন আল্লাহর হুকুম মতো পরিচালনা করার জন্য এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে ফিকহের জ্ঞান থাকা প্রয়োজন। সেই প্রয়োজন পূরণের জন্য বই দরকার কিন্তু ফিকহের বইগুলো আরবি ভাষায় লিখিত হওয়ার কারণে আরবি না জানা জ্ঞান পিপাসুদের জন্য কঠিন হয়ে যায় ফিকহের জ্ঞান অর্জন করা। আরবি ভাষায় দক্ষতা না থাকার কারণে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদেরও ফিকহ বুঝতে অসুবিধায় পড়তে হয় মাঝেমধ্যে আর সাধারণ শিক্ষার্থীদের জন্য তো আরও দূরহ বিষয়। বাংলা ভাষায় ফিকহের বইয়ের স্বল্পতা আমাদের জ্ঞান অর্জনের পরিসীমাকে সংক্ষিপ্ত করে ফেলছে তাই আমাদের প্রয়োজন পূরণের লক্ষ্যে আমাদের বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক ড. মোহাম্মদ নাছির উদ্দান আজহারী (যার অনাস, মাস্টার্স, এম.ফিল, পিএইচ.ডি. ডিগ্রি ফিকহ ও উসুলুল ফিকহ নিয়ে) দীর্ঘদিন গবেষণা করে আমাদেরকে শর'য়ী বিধান-এর উপর পূর্ণাঙ্গ একটি বই উপহার দিয়েছেন। এই বই পড়ে আমরা পাঠকগণ জানতে পারছি ফিকহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা: ফরয, ওয়াজিব, মানদূব, হারাম, মাকরুহ, মুবাহ, সহীহ, বাতিল, আযীমাত, রূখসাত, আদা, কাযাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে মৌলিক রেফারেন্সসহ।
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই।
Was this review helpful to you?
or
বইয়ের নাম : শর'য়ী বিধান : মূলনীতি ও প্রয়োগ লেখক : ড. মোহাম্মদ নাছির উদ্দিন মূলত উসূলুল ফিকহের গ্রন্থগুলো আরবি ভাষায় লেখা। যেগুলো ভালোভাবে বুঝতে হলে আরবি ভাষায় দক্ষ হওয়া জরুরি। যা অনেক সময় মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও সম্ভব হয়না, স্কুল বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তো অনেক দূরের কথা। অথচ উসূলুল ফিকহে্র জ্ঞান না থাকার কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই , ইসলামকে অনেক কঠিন করে ফেলি, অনেক আমল ইচ্ছা থাকা সত্ত্বেও যথাযথভাবে করতে পারি না। তাই ইসলামের যথার্থ জ্ঞান অর্জন ও বাস্তব জীবনে প্রয়োগের জন্য ফিকহ ও উসূলুল ফিকহে জ্ঞান থাকা অত্যাবশ্যকীয়। বাংলা ভাষায় উসূলুল ফিকহের বইয়ের স্বল্পতা ও দৈনন্দিন জীবন যাপনে অতীব জরুরি শর'য়ী বিধান বিষয়ে স্বতন্ত্র কোনো গ্রন্থ না থাকা, আবার যৎসামান্য আছে তাও অধিকাংশ ফিকহ উসূলুল ফিকহ নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করা 'মুতাখাস্সিস' ব্যক্তি দ্বারা রচিত নয় এবং বেশিরভাগ গবেষণা রীতিনীতি বিবর্জিত। এসব কারণে আমরা ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হারাম, হালাল, মাকরূহ, উত্তম এবং অনুত্তম এর মত জীবন ঘনিষ্ঠ জ্ঞান অর্জন করার চেষ্টা থাকা সত্ত্বেও বাংলা ভাষায় যথাযথ জ্ঞান অর্জন করা সম্ভব হয়না। তাই লেখক ড. মোহাম্মদ নাছির উদ্দীন আজহারী (যাঁর অনার্স, মাস্টার্স, এম.ফিল, পিএইচ.ডি. ডিগ্রি ফিকহ ও উসূলুল ফিকহ নিয়ে) দীর্ঘদিন গবেষণা করে, করোনাকালকে কাজে লাগিয়ে আমাদেরকে শর'য়ী বিধান-এর উপর পূর্ণাঙ্গ একটি বই উপহার দিয়েছেন। যার মধ্যে লেখক উসূলুল ফিকহে্র পরিচিতি, সজ্ঞা, বিষয়বস্তু, ফিকহ্ অধ্যয়নের উপকারিতা, উসুলুল ফিকহ্ ও কাওয়া'ইদুল ফিকহ্-এর মধ্যে পার্থক্য আলোচনা করেছেন এবং ফিকহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা : ফরয, ওয়াজিব, মানদূব, হারাম, মাকরুহ, মুবাহ, সহীহ, বাতিল, আযীমাত রূখসাত, আদা, কাযাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে মৌলিক রেফারেন্সসহ উপস্থাপন করেছেন। যেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। লেখক বইটি সহজভাবে, সাবলীল ভাষায় লিখেছেন; যাতে যেকোনো স্তরের যেকোনো পাঠক অনায়াসে উপর্যুক্ত বিষয়সমূহের সঠিক জ্ঞান অর্জন করতে পারেন এবং ইসলামের এসব মৌলিক বিষয় সঠিকভাবে বুঝে আমল করতে পারেন। বইটি পড়া সকল স্তরের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি। পরিশেষে, সুন্দর একটি বই উপহার দেয়ার জন্য আল্লাহ তা'আলা যেন লেখককে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন, দীর্ঘায়ু করেন, আরো মূল্যবান গ্রন্থ উপহার দেওয়ার তৌফিক দান করেন। আমিন!
Was this review helpful to you?
or
প্রফেসর ড. নাসির উদ্দীন কর্তৃক রচিত বাংলা ভাষায় এ শাস্ত্রের একটি চমৎকার বই। শরিয়া ইসলামীয়ার ছাত্র ও শিক্ষকদের সংগ্রহে রাখার মত খুবই প্রয়োজনীয় মনে করছি।