User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নবীজিকে ﷺ নিয়ে অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তাঁর মায়ের সম্পর্কে পড়লাম এই প্রথম। অনেক দিন পর মনে হয়েছে বেশ ভালো একটা বই পড়েছি, অনেক কিছু জানতে পেরেছি নতুন। সাধারণত যে বইগুলো পড়া হয় আমার, তার মধ্যে এই বইয়ের কন্টেন্ট, আলোচনা আলাদা। বইটিকে ইতিহাস নির্ভর ঐতিহাসিক বই বলা যায়। যদিও আমরা আইয়ামে জাহিলিয়াতে নারীদের প্রতি করা অন্যায়ের সম্পর্কে জানি তথাপি ইসলাম পূর্ব যুগেও আরবে নারীদের মূল্য কতটা ছিলো তা উল্লেখ করা হয়েছে বইটিতে, যা আমাদের অজানা। মক্কার বিশেষত্ব, মায়ের মর্যাদা, বনু জোহরা অর্থাৎ নবীজির মামার গোষ্ঠীর পরিচয় রয়েছে। মায়ের মর্যাদা আলোচনা করতে গিয়ে বিবি হাজেরা, বিবি মরিয়ম, আর মুসা নবীর মায়ের কথাও উঠে এসেছে। নবী জননী আমেনার পরিচয়, তাঁর বিবাহ, স্বামীর মৃত্যু, নবী মুহাম্মদ ﷺ জন্মের সময়ে তাঁর সাথে ঘটা কিছু ঐশী নির্দশনের কথা রেফারেন্স আর যুক্তিতর্কসহ উপস্থাপন করা হয়েছে। মায়ের প্রতি নবীজির ভালোবাসা কেমন ছিলো সেকথাও তুলে ধরা হয়েছে বইটিতে। যদি কেউ নবী জননী সম্পর্কে জানতে চান বইটি পড়তে পারেন। আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
This book is really a well interpreted piece ?. All the best wishes for the writer.
Was this review helpful to you?
or
বইটি পাওয়ার জন্য অধির আগ্রহে পথ চেয়ে আছি।। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বইটি পাওয়া যাবে।।