User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
৬২ পৃষ্ঠার ছোট্ট একটা বই। কিন্তু বইটা খুবই গুরুত্বপূর্ণ। পড়তে খুবই ভালো লেগেছে আমার কাছে। আত্মশুদ্ধি রিলেটেড অনেক বই বাজারে আছে, তবে এই বইটা ব্যতিক্রম। কারণ বইটি ১০০০ বছর পূর্বে রচিত৷ ৭০ টির অধিক আত্মিক ব্যধি নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে, পাশাপাশি চিকিৎসাও বর্ণিত হয়েছে। ছোট ছোট প্যারায় টপিকগুলো সাজানো হয়েছে। দারুণ সুন্দর রিমাইন্ডার দেয়। কোনো মজলিসে বা ঘরের লোকজনের সামনে দ্বীনি আলোচনায় এই বইটি পড়ার মতো। প্রিয়জন বা শুভাকাঙ্ক্ষীদের উপহার দেওয়ার ক্ষেত্রেও বইটি পছন্দের তালিকায় রাখা যায়। সহজবোধ্য আলোচনা। প্রয়োজনীয় রেফারেন্স যুক্ত করা হয়েছে।
Was this review helpful to you?
or
সত্যি সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
ভালো একটি বই।পড়ে উপকৃত হওয়ার মতো
Was this review helpful to you?
or
ভাল
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
জ্ঞান অর্জন জন্য বইটি পড়ুন
Was this review helpful to you?
or
ইসলামিক লেখকদের বই পড়ে আজ পর্যন্ত বিরক্তি অনুভব হয়নি! প্রত্যেকটি বইই নতুন কিছু জানায়, আরো জানার আগ্রহ বাড়িয়ে দেয়। এই বইটিও অসাধারণ!
Was this review helpful to you?
or
good book❤️❤️❤️
Was this review helpful to you?
or
বইটা ভাল।খুব অল্প কথায় অনেক বড় সমস্যা ও তার সমাধান পেয়েছি আলহামদুলিল্লাহ।
Was this review helpful to you?
or
Subhanallah
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
দারুন একটা বই
Was this review helpful to you?
or
এখন ২০২১ সাল হিসেব করলে ঠিক ১০০০ বছর আগের বই। কসম করে বলতে পারি এমন উপকারি বই আর পরা হয়নি। প্রথমটা কলিগ মারুফ ভাই গিফট করেন, পরে ফেলতে সময় লাগেনি তবে এটা সাথে রাখতে চেয়াছিলাম, আরেক বড়ভাই নিয়ে হারিয়ে ফেলেন, তিনি তখন দুইটা অর্ডার করে একটা আমাকে হাদিয়া দেন। ইম্পোর্টেন্ট অংশগুলো আবার পড়ি। হারিয়ে যায় আবার ফলে দুইবার গিফট পাবার পর নিজে কিনি একবার। করোনার সময় বাসা শিফট করার কারনে দুইবার যেমন গিফট পেয়েছি তেমনি দ্বিতীয়বারের মত কিনতে হচ্ছে। বইটি সাধারণ এবং এমন বিষয় নিয়ে লেখা যেগুলো হয়ত খুবই জরুরি কিন্তু প্রাত্যাহিক জীবনে আমাদের কাছে গোছালো ভাবে উপস্থাপন করা হয়নি কখনও। আমি এখনকার আলেমদের নিন্দা করছি না তবে এটা বলছি যে বইটা পড়লে যাদের ইসলামের জ্ঞাম কিছুটা রয়েছে তারা বর্তমান আলেমদের সাথে ১০০০ বছর আগের লেখা একজন আলেমের প্রজ্ঞা বুঝতে পারবেন।
Was this review helpful to you?
or
Master piece
Was this review helpful to you?
or
বইটা আসলেই অসাধারণ, জীবন বদলে দেয়ার মতো একটা বই
Was this review helpful to you?
or
মরিচা পরা থেকে লোহাকে যেমন বাঁচিয়ে রাখতে হয়, তেমনি হৃদয়কে কলুষিত হওয়া থেকে হিফাজত করতে হয়। আর এটাকেই আত্মার পরিশুদ্ধি বলে। আত্মার শুদ্ধতা অর্জন করতে গাইডলাইন নিয়ে লিখা "আত্মশুদ্ধি"
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্! জাজাকাল্লাহু খইরান। আত্মিক উন্নতির জন্য ভালো একটি বই। পড়ার জন্য সময়োপযোগী ছোট একটি কার্যকরী বই। সকলের পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
যারা অন্তর পরিশুদ্ধ অবস্থায় মহামহিম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, 'আত্মশুদ্ধি' বইটি বিশেষভাবে তাদেরই জন্য। বই - আত্মশুদ্ধি ♥ লেখক - আবূ আবদুর রহমান আস-সুলামী --- রাহিমাহুল্লাহু তাআলা অনুবাদ - আবদুল্লাহ আল মাসউদ মুদ্রিত মূল্য - ৯২ টাকা 'উয়ূবুন নাফসি ওয়া মুদাওয়াতুহা' (যার শাব্দিক তরজমা করলে অর্থ দাঁড়ায় - অন্তরের রোগ-বালা ও তার নিরাময়) - আত্মিক ব্যাধি ও তার প্রতিকার সম্পর্কে ৫ম শতাব্দীর বিখ্যাত আলিম আবূ আবদুর রহমান আস-সুলামী --- রাহিমাহুল্লাহু তাআলা - র একটি উল্লেখযোগ্য কিতাব। লেখক তাঁর বইতে ৭০টির মত আত্মিক ব্যাধি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। সেগুলোকে তিনি প্রথমে চিহ্নিত করেছেন। তারপর প্রতিকার ও নিরাময়-পদ্ধতির কথা বাতলে দিয়েছেন। সবশেষে নিজের বাতলে দেয়া তরীকাকে কুরআনের আয়াত ও নবীজী (সাঃ)-র হাদীস দ্বারা সুদৃঢ় করেছেন। তিনি অতিরিক্ত আলাপে না গিয়ে স্বল্প কথায় মূল সমস্যাটা চিহ্নিত করে তার প্রতিকার তুলে ধরেছেন। প্রতিকার বর্ণনার ক্ষেত্রে কুরআন-হাদীসের সরাসরি বক্তব্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। অবাক করার মত এমন অনেক বিষয় এখানে উঠে এসেছে, যেগুলোকে আমরা আপাত দৃষ্টিতে খারাপ বলে তো মনে করিই না, বরং খুব স্বাভাবিকভাবে দেখি! সব শেষে লেখক মানুষের অন্তর পুরোটাকেই ব্যাধিগ্রস্থ উল্লেখ করে বলেছেন, অন্তরের দোষত্রুটি এবং ব্যাধির কোনো সীমা-পরিসীমা নেই। তবে আশা করা যায়, এই বইতে আলোচিত প্রতিকারের আলোকে অন্যান্য বিষয়েরও সমাধান আবিষ্কার করা যাবে। শারীরিকভাবে আমরা কিছুটা অসুস্থ হলেই দৌড়ে ডাক্তারের কাছে যাই, প্রেসক্রিপশন অনুসারে ওষুধ সেবন করি।প্রয়োজনে অপারেশন কিংবা কেমোথেরাপি পর্যন্ত নেই। শারীরিক সুস্থতার জন্য নিজের কষ্টার্জিত ধন-সম্পদ খরচ করতেও দ্বিধা বোধ করি না। দেহের সুস্থতার জন্য আমরা যতটা দৌড়ঝাঁপ করি, অন্তরের সুস্থতার জন্য করি না তার সিকিভাগও! অথচ আল্লাহ তাআলা বলেছেন, " নিশ্চয়ই সে সফলকাম হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।" নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নাই, নিজ নিজ অন্তর পরিশুদ্ধ করণের উপায় খুঁজতে তাহলে আর দেরি করা ক্যানো?
Was this review helpful to you?
or
আত্মশুদ্ধি। একজন মানুষ কখন কোন দিকে ধাবিত হয় সেটা ঠিক করে তার মন বা অন্তর। একজন মানুষের অন্তর যত সুন্দর, তার কাজ, কথা, আচার-ব্যবহার ততটাই সুন্দর হয়। কিন্তু আমাদের সামাজিক পরিস্থিতির শিকার হয়ে আমরা অজানা এক গন্তব্যের দিকে ছুটে যাই। যা আমাদের ঈমানকে পুরোপুরি কলুষিত করে দেয়। আত্মশুদ্ধি বইটিতে আবু আবদুর রহমান আস-সুলামী খুব সুন্দর ভাবে অন্তরের রোগ এবং এর পরিত্রাণ ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় এই বইটি তাদের পড়া উচিত যাদের অন্তরে পরিতৃপ্তি নেই। আমারতো মনে হয় বর্ত মানে আমাদের সমাজের যে অবস্থা তাতে অনেকেরই পড়া উচিত। আশাকরি আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ দিতে চাই আবদুল্লাহ আল মাসউদ ভাইকে যিনি খুব সুন্দর ভাবে এই বইটির বাংলা অনুবাদ করেছেন।(ধন্যবাদ)
Was this review helpful to you?
or
শারিরীকভাবে আমরা কিছুটা অসুস্থ হলেই দৌড়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অনুসারে ওষুধ সেবন করি। প্রয়োজনে অপারেশন কিংবা ক্যামোথেরাপি পর্যন্ত নিই। আর এই জন্য নিজের কষ্টার্জিত ধন-সম্পদ খরচ করতেও দ্বিধা করি না। আচ্ছা দেহের সুস্থতার জন্য আমরা যতটা দৌড়ঝাঁপ করি, অন্তরের সুস্থতার জন্য তার সিকিভাগও করি? অথচ আল্লাহ তা'আলা বলেছেন, "নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।" (সূরা শামস : ৯-১০) অন্তর হচ্ছে মানুষের মূল চালিকাশক্তি। যখন অন্তর ঠিক থাকে, তখন জীবনটা সতেজতায় ভরে যায়। কিন্তু অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায়, তখন গোটা জীবনটাই বিষণ্ণতায় ছেয়ে যায়। রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে। যখন তা ঠিক হয়ে যায়, তখন পুরো শরীর ঠিক হয়ে যায়। আর যখন তা খারাপ হয়ে যায়, তখন পুরো শরীরই খারাপ হয়ে যায়। জেনে রাখো, সেই গোশতের টুকরোটি হলো অন্তর।" (বুখারী, ১/৫০) দেহের যেমন রোগ আছে, রোগের প্রতিকার আছে, ঠিক তেমনি অন্তরেরও রোগ আছে আর সেগুলোর প্রতিকার আছে। আর দেহের রোগ যদিও মেডিসিন, অপারেশন, ক্যামোথেরাপির মাধ্যমে সারানো যায়, কিন্তু অন্তরের রোগ এ পদ্ধতিতে সারানো যায় না। তাহলে অন্তরের ব্যধিগুলোর প্রতিকার কী উপায়ে হতে পারে? অন্তরের রোগ ও প্রতিকার বিষয়ে আমাদের পূর্বসূরিরা বিস্তর কাজ করে গেছেন। উত্তরসূরিদের জন্য রেখে গেছেন সুস্পষ্ট দিকনির্দেশনা। আত্মিক ব্যাধি ও তার প্রতিকার সম্পর্কে 'উয়ূরুন নাফসি ওয়া মুদাওয়াতুহা' একটি উল্লেখযোগ্য কিতাব। কিতাবটি লিখেছেন পঞ্চম শতাব্দীর বিখ্যাত আলিম আবু আব্দুর রহমান আস-সুলামী রাহিমাহুল্লাহ। তার বাংলা অনুবাদ "আত্মশুদ্ধি" বইটি। লেখক এই বইতে সত্তরটির মত আত্মিক ব্যাধি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। প্রতিকার বর্ণনার ক্ষেত্রে কুরআন-সুন্নাহকে প্রাধান্য দিয়েছে। যারা অন্তর পরিশুদ্ধ অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, বইটি হতে পারে তাদের জন্য চমৎকার উপহার।
Was this review helpful to you?
or
যে বান্দার অন্তর যত পরিশুদ্ধ, সে ইবাদতের ক্ষেত্রে ততটাই অগ্রগামী। তার আমল আখলাক ততটাই সুন্দর৷ আসলে অন্তর হচ্ছে মূল চালিকাশক্তি। যখন অন্তর সুস্থ থাকে, তখন জীবনটা সজীবতার ভরে যায়৷ কিন্তু অন্তর যখন অসুস্থ হয়ে যায়, তখন জীবনটাই কলুষিত হয়ে যায়।