User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
//জন্মের অর্বুদে বসে বসে// এখানে বিধৃত মহাকাল--স্থলদেহ পরিস্থিতি .....................কবর মৃদঙ্গ আর বালিহাঁস নীরন্ধ্র দৃশ্যের মতো আবর্ত রচনা করে নাগরদোলায় । তখন আনন্দ হয় নির্বাণ; নদী ও পাখির ক্রেঙ্কারে যেন সুখ কাতল মাছের পিঠে শিশুর স্বপ্নের মতো রূপালী ঝিলিক । এইসব জন্মজলা নদীঘোর আগুনে পুড়িয়ে এক ধূসর শেয়াল কাঁধে করে নিয়ে যায় শ্রাবননৌকার জলছবি, ........................ভাগ্যলিপি পরাহত প্রেমিকের । তার জন্ম নির্মম শুল্কের মতো দুরন্ত চতুর এক জীবের নিকট ধরাশায়ী; আহা কি সজীব জন্তু ! ....................ধূর্ত আর মাধবী প্রকাশ এই পৃথিবীর ! সে এক নিপুণ কারুকাজ ! তার লেজ জলে ভরা গর্তে ঢুকে পদানত জটিল কাঁকড়া ধরে আনে; আর গোপন ডাঙায় নিয়ে সে খায়; শোনিত চক্রে সেই ইতিহাস, মৃত্যু-পাদটিকা বাতাসে নির্ভার বেঁচে থাকে । জন্মের অর্বুদে বসে বসে আমি ওইটুকু যন্ত্রণা, রঙ্গন-লাল জ্যান্ত অভিশাপ চেয়ে চেয়ে দেখি; বুড়ো লাউ কেটে নিয়ে বুকের সবজিটুকু ফেলে দিই; বাজাই..বাজাই ডুগডুগি.... দাউ দাউ জ্বলে ওঠে সময় গ্রন্থনা চাঁদ পাড়ার কারেন্ট আর নীল ছবি আশ্রম সুড়ঙ্গ আর লাল গাভী, যার সরু ঠ্যাং প্যাঁচিয়ে প্যাঁচিয়ে ওলানের দুধ খাবে এমন রূপক স্বপ্ন দেখে চিকন দাঁড়াশ সাপ । আর জ্বলে বুকভরা নিমাই সন্নাস... ধনে পাতা হাতে নিলে যে-সুঘ্রাণ আত্মীয়সুলভ মিহি বার্তা বয়ে আনে প্রাণের ওপর, তার মতো সহৃদয় নম্র স্বদেশ একান্ত সহযোগে গান হয়ে যায়, আনে সম্পর্ক সহায়; দেখি অবিশস্ত বেনিয়ারা মৌলিক সৃষ্টির পাশে নিরাকৃতি বালকের মতো আমার দেশকে নিয়ে খেলছে; টিকটিকির ডিমের মতন একটি নিরন্ন কাঠি--পাটের শোলায় ওকে বসিয়ে ফুৎকারে ওপরে তুলছে আর নামিয়ে আনছে যখন যে-ভাবে ইচ্ছে; তবু এই ক্রম পরিনতি তন্ন তন্ন করে নিষ্কন্ট উদ্ধার খোঁজে; নিজের ভেতর আমি দাঁতাল স্বপ্নের পাশে ...............................................ব্রিজ হয়ে বসে থাকি । দেখি, দেশ--এই স্বর্ণমাতৃকা আমার অনেক বিভূতিসহ কান্নার সোনালি আঁচড়ের মতো; খচিত কম্পন হয়ে নামছে আমার বুকে; বলছে, সাবাস ! .....................................................বৌচি খেলা শেষ হলে তুমি ...............কোথাও যেও না সোনা; তোমার হৃদয় আজ গোল্লাছুটে; ফড়িঙের বিজন বিদেশ মাতিয়ে রাখছে । ধরে ফেলো কানামাছি । নইলে সে হারাবে কোথাও । নাগলিঙ্গমের ফণা হাতে আমি সেই হারানো খোলস ? পাতাকুড়ানির শেষ ব্যথা সবুজ ছালায় ভরে বয়ে নিয়ে যাই ? উলটকম্বল গাছে বসে শুধু প্যাঁচার আখ্যান শুনিঃ ................... আসুন ক্যামোথেরাপি । ঘৃতকুমারীর ..................................সরল সঙ্গীত এই প্রায় বন্ধ হলো । এবার সঙ্গম যন্ত্র কল্পনার । মুঠোভর্তি যোগাযোগ বহুজাগতিক ? নোটঃ এখানে কবিতাটির লাইন alignment ঠিক রাখতেই "........." গুলো ব্যবহার করতে হয়েছে ।