User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
The gift is so nice.
Was this review helpful to you?
or
শুভকামনা,ন্ সেবার মান খুব ভালো।
Was this review helpful to you?
or
Good to look.
Was this review helpful to you?
or
So nice
Was this review helpful to you?
or
I like rokomari. Com. It is really helpful and amazing website for student. Best wishes from us. Go ahed rokomari....
Was this review helpful to you?
or
খুব সুন্দর ডিজাইন। আমি খুব দ্রুত নিতে চাই। প্রিয়ো মানুষকে উপহার হিসেবে দেওয়ার জন্য এটা খুব ভাল
Was this review helpful to you?
or
সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের জীবন। আর এ জীবন ঘিরে রয়েছে নানা সামাজিক ও পারিবারিক আয়োজন। জন্মদিন, বিয়ে, বৌভাত, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ আমাদের দৈনন্দিন কার্যকলাপেরই অংশ। এক্ষেত্রে উপহার দেবার প্রসঙ্গটি চলেই আসে। কিন্তু একই সাথে কী উপহার দেয়া যায়, কোথায় থেকে দেয়া যায় বা কিভাবে দেয়া যায় এগুলো নিয়েও ভাবতে হয়। তাই কর্মব্যস্ত জীবনে উপহার প্রদানের বিষয়টিকে আরও সহজ করতে গিফট ভাউচার যোগ করেছে এক নতুন মাত্রা।
Was this review helpful to you?
or
সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের জীবন। আর এ জীবন ঘিরে রয়েছে নানা সামাজিক ও পারিবারিক আয়োজন। জন্মদিন, বিয়ে, বৌভাত, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ আমাদের দৈনন্দিন কার্যকলাপেরই অংশ। এক্ষেত্রে উপহার দেবার প্রসঙ্গটি চলেই আসে। কিন্তু একই সাথে কী উপহার দেয়া যায়, কোথায় থেকে দেয়া যায় বা কিভাবে দেয়া যায় এগুলো নিয়েও ভাবতে হয়। তাই কর্মব্যস্ত জীবনে উপহার প্রদানের বিষয়টিকে আরও সহজ করতে গিফট ভাউচার যোগ করেছে এক নতুন মাত্রা।
Was this review helpful to you?
or
মানুষের মৌলিক অধিকার গুলোর মধ্য যদিও না পরে তবুও বলছি কাওকে কোন অকেশনে একটা কিছু গিফটকরা মানে আপনি তাকে মুল্য দিচ্ছেন!!! তেমনি তাকে আপনি আপনার ব্যস্ততার অজুহাত না দেখিয়ে তাকে মনে রাখছেন!!! সেই প্রেক্ষিতে আপনি তাকে একটি গিফট দিয়ে প্রমান করতে পারেন দামী দামী জিনিস নয় ভালবাসা থাকলে কম মুল্যের গিফটও হয়ে উঠে আকর্ষনিয়!!! এবং তার কাছে সেটার মুল্যই অনেক বেশি!!!
Was this review helpful to you?
or
সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের জীবন। আর এ জীবন ঘিরে রয়েছে নানা সামাজিক ও পারিবারিক আয়োজন। জন্মদিন, বিয়ে, বৌভাত, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ আমাদের দৈনন্দিন কার্যকলাপেরই অংশ। এক্ষেত্রে উপহার দেবার প্রসঙ্গটি চলেই আসে। কিন্তু একই সাথে কী উপহার দেয়া যায়, কোথায় থেকে দেয়া যায় বা কিভাবে দেয়া যায় এগুলো নিয়েও ভাবতে হয়। তাই কর্মব্যস্ত জীবনে উপহার প্রদানের বিষয়টিকে আরও সহজ করতে গিফট ভাউচার যোগ করেছে এক নতুন মাত্রা। গিফট ভাউচার এমন এক উপহার যার মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে উপহার কার্ডটির মাধ্যমে ক্রেতা তার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা নিতে পারেন। ধরা যাক, কোন ব্যক্তি তার বিয়েতে একটি নির্দিষ্ট দোকানের দশ হাজার টাকার গিফট ভাউচার পেয়েছেন। এবার সে এটি দিয়ে নিজের ইচ্ছেমত ওই দোকান থেকে যে কোন কিছু কিনতে পারবেন। এতে তার প্রয়োজন ও পছন্দ দুটোরই সমন্বয় হলো। গিফট ভাউচার রকমারির ক্রেতা ও পাঠকদের প্রতি বিশ্বাস ও ভালোবাসার একটি স্মারকস্বরূপ। প্রিয়জনকে উপহার দেয়ার জন্য ও স্বল্প আয়াসে কেনাকাটা করার জন্য ‘রকমারি গিফট ভাউচার’ রকমারির একটি অনন্য সংযোজন। এটি রকমারি থেকে আর ১০ টি পণ্যের মতোই ক্রয় করে প্রিয়জনকে উপহার দিতে পারবেন বা চাইলে নিজেও রকমারি থেকে পণ্য কেনার তাগিদে ব্যবহার করতে পারবেন। প্রিয়জনকে 'ই-গিফট ভাউচার', 'এসএমএস গিফট ভাউচার' এবং 'প্রিন্টেড গিফট ভাউচার' পাঠাতে পারবেন। গিফট ভাউচারে একটি ভার্চুয়াল কোড থাকবে, সেই কোড ব্যবহার করে রকমারি ডট থেকে খুব সহজে গিফট ভাউচারের সমমূল্যের পণ্য ক্রয় করা যাবে।