User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
I love this book
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Although there are many forms of friendship, some of which may vary from place to place, certain characteristics are present in many types of such bonds. Such characteristics include affection; kindness, love, virtue, sympathy, empathy, honesty, altruism, loyalty, generosity, forgiveness, mutual understanding and compassion, enjoyment of each other's company, trust, and the ability to be oneself, express one's feelings to others, and make mistakes without fear of judgment from the friend. Friendship is an essential aspect of relationship building skills.
Was this review helpful to you?
or
উপহার কেনার সময় ম্যানেজ করাও এই ব্যস্ত জীবনে বেশ কঠিন হয়ে যায়। তাই কিছু বিভিন্ন পরিমাণ টাকার গিফট ভাউচার কিনে রাখতে পারেন। প্রয়োজন মতো বেশ কাজে দেবে। বিয়ে, বৌভাত, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ আমাদের দৈনন্দিন কার্যকলাপেরই অংশ। এক্ষেত্রে উপহার দেবার প্রসঙ্গটি চলেই আসে। কিন্তু একই সাথে কী উপহার দেয়া যায়, কোথায় থেকে দেয়া যায় বা কিভাবে দেয়া যায় এগুলো নিয়েও ভাবতে হয়। তাই কর্মব্যস্ত জীবনে উপহার প্রদানের বিষয়টিকে আরও সহজ করতে গিফট ভাউচার যোগ করেছে এক নতুন মাত্রা। গিফট ভাউচার এমন এক উপহার যার মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে উপহার কার্ডটির মাধ্যমে ক্রেতা তার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা নিতে পারেন। ধরা যাক, কোন ব্যক্তি তার বিয়েতে একটি নির্দিষ্ট দোকানের দশ হাজার টাকার গিফট ভাউচার পেয়েছেন। এবার সে এটি দিয়ে নিজের ইচ্ছেমত ওই দোকান থেকে যে কোন কিছু কিনতে পারবেন। এতে তার প্রয়োজন ও পছন্দ দুটোরই সমন্বয় হলো। গিফট ভাউচার রকমারির ক্রেতা ও পাঠকদের প্রতি বিশ্বাস ও ভালোবাসার একটি স্মারকস্বরূপ। প্রিয়জনকে উপহার দেয়ার জন্য ও স্বল্প আয়াসে কেনাকাটা করার জন্য ‘রকমারি গিফট ভাউচার’ রকমারির একটি অনন্য সংযোজন। এটি রকমারি থেকে আর ১০ টি পণ্যের মতোই ক্রয় করে প্রিয়জনকে উপহার দিতে পারবেন বা চাইলে নিজেও রকমারি থেকে পণ্য কেনার তাগিদে ব্যবহার করতে পারবেন। প্রিয়জনকে 'ই-গিফট ভাউচার', 'এসএমএস গিফট ভাউচার' এবং 'প্রিন্টেড গিফট ভাউচার' পাঠাতে পারবেন। গিফট ভাউচারে একটি ভার্চুয়াল কোড থাকবে, সেই কোড ব্যবহার করে রকমারি ডট থেকে খুব সহজে গিফট ভাউচারের সমমূল্যের পণ্য ক্রয় করা যাবে।